রোদে বেড়িয়ে মুখে ট্যান? ২ মিনিটেই গায়েব হবে যেভাবে

Mar 24, 2024 | 3:20 PM

Sun Tan Removal: পাতিলেবুর পাশাপাশি ব্যবহার করতে পারেন টকদই। ট্যান তুলতে টকদইয়ের জুড়ি নেই। একটি বাটিতে টকদই ফেটিয়ে নিন। তারপর তা পুরো মুখে লাগিয়ে নিন। একইভাবে ব্যবহার করতে পারেন টমেটো। এই সবজিতে রয়েছে লাইকোপিন, যা ট্যান তুলতে সাহায্য করে।

1 / 8
মার্চ মাসেই তেজ বেড়েছে সূর্যি মামার। তাক দাপটে বাইরে বেরোনো কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। পুড়ছে ত্বক। (ছবি:Pinterest)

মার্চ মাসেই তেজ বেড়েছে সূর্যি মামার। তাক দাপটে বাইরে বেরোনো কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। পুড়ছে ত্বক। (ছবি:Pinterest)

2 / 8
মার্চেই যদি এই হাল হয়, পড়ে রয়েছে এখনও গোটা গরম কাল। তখন কী হবে ত্বকের এই ভেবে অনেকের মাথায় হাত। শুধু সানস্ক্রিন যে কাজে দেবে না তা ভালই বোঝা যাচ্ছে। (ছবি:Pinterest)

মার্চেই যদি এই হাল হয়, পড়ে রয়েছে এখনও গোটা গরম কাল। তখন কী হবে ত্বকের এই ভেবে অনেকের মাথায় হাত। শুধু সানস্ক্রিন যে কাজে দেবে না তা ভালই বোঝা যাচ্ছে। (ছবি:Pinterest)

3 / 8
আর বাড়িতে বসে থাকাও সম্ভব নয়। কাজের জন্য বাইরে বেরোতেই হবে। আর রোদে বেরোলে ট্যান পড়াটা স্বাভাবিক। তাই আপনার চাই এমনকিছু যা চটজলদি ট্যান তুলতে সাহায্য করবে।(ছবি:Pinterest)

আর বাড়িতে বসে থাকাও সম্ভব নয়। কাজের জন্য বাইরে বেরোতেই হবে। আর রোদে বেরোলে ট্যান পড়াটা স্বাভাবিক। তাই আপনার চাই এমনকিছু যা চটজলদি ট্যান তুলতে সাহায্য করবে।(ছবি:Pinterest)

4 / 8
দ্রুত ট্যান তুলতে লেবুর সাহায্য নিতে পারেন। রোদ থেকে ফিরে ভাল করে পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে নিন। এরপর এক টুকরো লেবুর টুকরো নিন। (ছবি:Pinterest)

দ্রুত ট্যান তুলতে লেবুর সাহায্য নিতে পারেন। রোদ থেকে ফিরে ভাল করে পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে নিন। এরপর এক টুকরো লেবুর টুকরো নিন। (ছবি:Pinterest)

5 / 8
আলতো হাতে মুখে ঘষে নিন। দেখবেন উঠে যাবে ট্যান। চাইলে লেবুর টুকরোর মধ্যে কয়েক ফোঁটা মধুও যোগ করে নিতে পারেন। তাতে আরও ভাল ফল পাবেন। (ছবি:Pinterest)

আলতো হাতে মুখে ঘষে নিন। দেখবেন উঠে যাবে ট্যান। চাইলে লেবুর টুকরোর মধ্যে কয়েক ফোঁটা মধুও যোগ করে নিতে পারেন। তাতে আরও ভাল ফল পাবেন। (ছবি:Pinterest)

6 / 8
পাতিলেবুর পাশাপাশি ব্যবহার করতে পারেন টকদই। ট্যান তুলতে টকদইয়ের জুড়ি নেই। একটি বাটিতে টকদই ফেটিয়ে নিন। তারপর তা পুরো মুখে লাগিয়ে নিন। (ছবি:Pinterest)

পাতিলেবুর পাশাপাশি ব্যবহার করতে পারেন টকদই। ট্যান তুলতে টকদইয়ের জুড়ি নেই। একটি বাটিতে টকদই ফেটিয়ে নিন। তারপর তা পুরো মুখে লাগিয়ে নিন। (ছবি:Pinterest)

7 / 8
একইভাবে ব্যবহার করতে পারেন টমেটো। এই সবজিতে রয়েছে লাইকোপিন, যা ট্যান তুলতে সাহায্য করে। (ছবি:Pinterest)

একইভাবে ব্যবহার করতে পারেন টমেটো। এই সবজিতে রয়েছে লাইকোপিন, যা ট্যান তুলতে সাহায্য করে। (ছবি:Pinterest)

8 / 8
মুখে ট্যান পড়লে টমটো ব্য়বহার করেই দেখুন। বেশি কিছু নয়, এক টুকরো টমেটো নিয়ে মুখে ঘষে নিলেই হবে। (ছবি:Pinterest)

মুখে ট্যান পড়লে টমটো ব্য়বহার করেই দেখুন। বেশি কিছু নয়, এক টুকরো টমেটো নিয়ে মুখে ঘষে নিলেই হবে। (ছবি:Pinterest)

Next Photo Gallery