ত্বকের যাবতীয় কালো দাগ তুলতে বাড়িতেই করুন ডি-ট্যান ফেসিয়াল
TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য মুখোপাধ্য়ায়
Feb 03, 2024 | 7:45 AM
De-Tan Facial:এ বার মিশ্রণটি ভালো করে গুলে সার্কুলার মোশনে ম্যাসাজ করতে থাকুন। ১৫ মিনিট রেখে তোয়ালে দিয়ে মুখ মুছে নিন। এরপর একটা মৃদু ময়েশ্চারাইজার মেখে নিন। ব্যবহার করতে পারেন গোলাপ জলও। দেখবেন চকচক করবে মুখ।
1 / 8
শুধু গরমকালে নয়, শীতেও কিন্তু ট্যান পড়ে। আর শীতকালে শুষ্ক আবহাওয়ার কারণে এমনিতেই ত্বকের বারোটা বাজে। (ছবি:Pinterest)
2 / 8
ক্রমশ জেল্লা হারাতে থাকে ত্বক। এ ছাড়া দেখা দেয় শুষ্কতার সমস্যা। ত্বক খসখসে হয়ে পড়ে একটা সময়ের পর।(ছবি:Pinterest)
3 / 8
তাই এই সময় ত্বকের চাই বাড়তি যত্ন। নইলে আরও প্রাণহীন হয়ে পড়ে ত্বক। তার জন্য আপনাকে ছুটতে হবে না পার্লারে। বাড়িতে পয়সা বাঁচিয়ে করে নিতে পারবেন ডি-ট্যান ফেসিয়াল।
4 / 8
বাড়িতে খুব সহজেই এই ফেসিয়াল করে নিতে পারবেন আপনি। জানুন তার জন্য কী করতে হবে। (ছবি:Pinterest)
5 / 8
প্রথমে করতে হবে ক্লিনজিং। তার জন্য ব্যবহার করুন নারকেল তেল। এই তেলের সঙ্গে কয়েক ফোঁটা জল মিশিয়ে মুখে ম্যাসাজ করুন। দেখবেন ত্বকের যাবতীয় ময়লা উঠে এসেছে। (ছবি:Pinterest)
6 / 8
এরপর জল দিয়ে ধুয়ে নিন। এবং অতিরিক্ত তেল সুতির কাপড়ের সাহায্যে মুছে নিন। এরপর একটা ময়েশ্চারাইজার নিন। তাতে অর্ধেক চামচ চিনি ও পাতিলেবুর রস মেশান। (ছবি:Pinterest)
7 / 8
এ বার মিশ্রণটি ভালো করে গুলে সার্কুলার মোশনে ম্যাসাজ করতে থাকুন। ১৫ মিনিট রেখে তোয়ালে দিয়ে মুখ মুছে নিন। (ছবি:Pinterest)
8 / 8
এরপর একটা মৃদু ময়েশ্চারাইজার মেখে নিন। ব্যবহার করতে পারেন গোলাপ জলও। দেখবেন চকচক করবে মুখ। (ছবি:Pinterest)