শুধু খেলেই হবে? ত্বকের যত্নে এ ভাবে আপেল ব্যবহার করেই দেখুন

Feb 06, 2024 | 2:00 PM

Apple Facepack:আপেল ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে মাখলেও দুর্দান্ত কাজ হবে। এর জন্য বেশি কিছু নয়, আপেল গ্রেট করে তার নির্যাসটুকু নিয়ে নিন। তাতে মেশান লেবুর রস।স্নানের আগে এই প্যাকটি ভালো করে মুখে লাগিয়ে নিন। ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। কাজ হবে।

1 / 8
প্রায় সারাবছর বাজারে মেলে আপেল। গুণের শেষ নেই এই ফলের। সুস্থ থাকতে রোজ একটি করে আপেল খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। (ছবি:Pinterest)

প্রায় সারাবছর বাজারে মেলে আপেল। গুণের শেষ নেই এই ফলের। সুস্থ থাকতে রোজ একটি করে আপেল খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। (ছবি:Pinterest)

2 / 8
আপেল শুধু যে শরীরের জন্যই উপকারী এমনটা নয়। ত্বকের জন্যও সমান উপযোগী এই ফল। জেনে নিন ত্বকের যত্নে কীভাবে কাজে লাগাবেন আপেল। (ছবি:Pinterest)

আপেল শুধু যে শরীরের জন্যই উপকারী এমনটা নয়। ত্বকের জন্যও সমান উপযোগী এই ফল। জেনে নিন ত্বকের যত্নে কীভাবে কাজে লাগাবেন আপেল। (ছবি:Pinterest)

3 / 8
ত্বকের যত্ন নিতে আপেলের সঙ্গে গাজর মিশিয়ে ব্যবহার করতে পারেন। প্রথমে আপেল ও গাজর গ্রেট করে নিন। তারপর তা থেকে রস বের করে নিন। (ছবি:Pinterest)

ত্বকের যত্ন নিতে আপেলের সঙ্গে গাজর মিশিয়ে ব্যবহার করতে পারেন। প্রথমে আপেল ও গাজর গ্রেট করে নিন। তারপর তা থেকে রস বের করে নিন। (ছবি:Pinterest)

4 / 8
এতে মেশান এক চামচ কমলালেবুর রস। মিশ্রণটি ভালো করে গুলে নিয়ে মুখে লাগিয়ে নিন এই পেস্ট। তারপর ২০ মিনিট মতো অপেক্ষা করে মুখ ধুয়ে ফেলুন। (ছবি:Pinterest)

এতে মেশান এক চামচ কমলালেবুর রস। মিশ্রণটি ভালো করে গুলে নিয়ে মুখে লাগিয়ে নিন এই পেস্ট। তারপর ২০ মিনিট মতো অপেক্ষা করে মুখ ধুয়ে ফেলুন। (ছবি:Pinterest)

5 / 8
এ ছাড়া ব্যবহার করতে পারেন আপেল ও মধুর প্যাক। প্রথমে আপেল গ্রেট করে নিন। তারপর তাতে কয়েক চামচ লেবু মেশান। এ বার মুখে লাগিয়ে নিন এই প্যাক। (ছবি:Pinterest)

এ ছাড়া ব্যবহার করতে পারেন আপেল ও মধুর প্যাক। প্রথমে আপেল গ্রেট করে নিন। তারপর তাতে কয়েক চামচ লেবু মেশান। এ বার মুখে লাগিয়ে নিন এই প্যাক। (ছবি:Pinterest)

6 / 8
একইভাবে এই প্যাকে মেশাতে পারেন গ্লিসারিন। তাতে ত্বকের আর্দ্রতা ফিরবে ও ত্বক হলে উজ্জ্বল ও চকচকে। তাই আপেল-মধুর প্যাকে কয়ের ফোঁটা গ্লিয়ারিন মিশিয়ে দিন। (ছবি:Pinterest)

একইভাবে এই প্যাকে মেশাতে পারেন গ্লিসারিন। তাতে ত্বকের আর্দ্রতা ফিরবে ও ত্বক হলে উজ্জ্বল ও চকচকে। তাই আপেল-মধুর প্যাকে কয়ের ফোঁটা গ্লিয়ারিন মিশিয়ে দিন। (ছবি:Pinterest)

7 / 8
আপেল ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে মাখলেও দুর্দান্ত কাজ হবে। এর জন্য বেশি কিছু নয়, আপেল গ্রেট করে তার নির্যাসটুকু নিয়ে নিন। তাতে মেশান লেবুর রস।(ছবি:Pinterest)

আপেল ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে মাখলেও দুর্দান্ত কাজ হবে। এর জন্য বেশি কিছু নয়, আপেল গ্রেট করে তার নির্যাসটুকু নিয়ে নিন। তাতে মেশান লেবুর রস।(ছবি:Pinterest)

8 / 8
স্নানের আগে এই প্যাকটি ভালো করে মুখে লাগিয়ে নিন। ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। কাজ হবে। (ছবি:Pinterest)

স্নানের আগে এই প্যাকটি ভালো করে মুখে লাগিয়ে নিন। ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। কাজ হবে। (ছবি:Pinterest)

Next Photo Gallery