নিরামিষের দিন জমিয়ে খান কাঁচাকলার কোফতা, রইল রেসিপি
Kachakolar Kofta Recipe:বেসনে ডুবিয়ে ভেজে নিন কোফতাগুলো। এ বার কড়াইয়ে তেল গরম করে তেজপাতা ফোড়ন দিন। আর দিন টকদই। একে-একে গুঁড়ো মশলা দিয়ে কষাতে থাকুন। নুন ও হলুদ দিতে ভুলবেন না। এ বার ভেজে রাখা কোফতাগুলো দিয়ে মিশিয়ে নিলেই তৈরি আপনার কাঁচাকলার কোফতা।
1 / 8
রাত পোহালেই শনিবার। আর শনিবার অনেক বাঙালি বাড়িতেই নিরামিষ খাওয়ার নিয়ম রয়েছে। নিরামিষের দিনের কী রান্না হবে তা নিয়ে চিন্তায় থাকেন বাড়ির মা-কাকিমারা। (ছবি:Pinterest)
2 / 8
বাড়ির ছোটদের নিরামিষের দিন মুখে যেন কিছুই রচে না। তাদের মন খুশি করতে কী রাঁধবেন তা নিয়ে চিন্তায় পড়েন মায়েরা। (ছবি:Pinterest)
3 / 8
আর চিন্তা নেই। নিরামিষের দিনে একবার কাঁচাকলার কোফতা রেঁধে খাওয়ান, দেখবেন চেটেপুটে খাচ্ছে খুদেরা। (ছবি:Pinterest)
4 / 8
এই পদ বানাতে লাগবে কাঁচাকলা, আলু, জিরে, টমেটো বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তেজপাতা। (ছবি:Pinterest)
5 / 8
আর লাগবে গরম মশলা গুঁড়ো, নুন, চিনি,তেল। প্রথমে আলু ও কাঁচাকলা ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিন। (ছবি:Pinterest)
6 / 8
এ বার আলু ও কাঁচাকলা ভালো করে চটকে তাতে আদা, ধনে গুঁড়ো, গরম মশা গুঁড়ো দিয়ে মেখে কোফতার আকার দিন। (ছবি:Pinterest)
7 / 8
বেসনে ডুবিয়ে ভেজে নিন কোফতাগুলো। এ বার কড়াইয়ে তেল গরম করে তেজপাতা ফোড়ন দিন। আর দিন টকদই। (ছবি:Pinterest)
8 / 8
একে-একে গুঁড়ো মশলা দিয়ে কষাতে থাকুন। নুন ও হলুদ দিতে ভুলবেন না। এ বার ভেজে রাখা কোফতাগুলো দিয়ে মিশিয়ে নিলেই তৈরি আপনার কাঁচাকলার কোফতা। (ছবি:Pinterest)