সান্ডে স্পেশাল ডিনারে থাকুক পালং চিকেন, রইল রেসিপি

Feb 25, 2024 | 12:58 PM

Palak Chicken Recipe:কড়াইয়ে মশলা কষে এলে তাতে এই পেস্ট দিন। ভাল করে কষে এলে তাতে ম্যারিনেট করা চিকেনটা দিন। স্বাদমতো নুন, মিষ্টি ও শুকনো লঙ্কা দিন। এ বার মাংস কষতে দিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে সামান্য গরম জল দিন। মাংস সেদ্ধ হয়ে গেলে উপর থেকে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিন।

1 / 8
রবিবার মানেই চিকেন। মুরগির মাংস ছাড়া রবিবারটা ঠিক জমে না বাঙালির। দুপুরের মেনু তো ঠিক, রাতে কি খাবেন ভেবেছেন কি?(ছবি:Pinterest)

রবিবার মানেই চিকেন। মুরগির মাংস ছাড়া রবিবারটা ঠিক জমে না বাঙালির। দুপুরের মেনু তো ঠিক, রাতে কি খাবেন ভেবেছেন কি?(ছবি:Pinterest)

2 / 8
রাতে ভাত ছেড়ে রুটি বা পরোটা যদি খাওয়ার কথা ভাবেন তাহলে বানিয়ে নিন পালং চিকেন। শুধু পালং পনিরই নয়, দারুণ সুস্বাদু পালং চিকেনও।(ছবি:Pinterest)

রাতে ভাত ছেড়ে রুটি বা পরোটা যদি খাওয়ার কথা ভাবেন তাহলে বানিয়ে নিন পালং চিকেন। শুধু পালং পনিরই নয়, দারুণ সুস্বাদু পালং চিকেনও।(ছবি:Pinterest)

3 / 8
আর দেরী না করে জেনে নিন রেসিপি। প্রথমে আসা যাক এই পদ বানাতে কী-কী লাগবে। এই পদ বানাতে লাগবে পালং শাক, চিকেন, পেঁয়াজ, রসুন।(ছবি:Pinterest)

আর দেরী না করে জেনে নিন রেসিপি। প্রথমে আসা যাক এই পদ বানাতে কী-কী লাগবে। এই পদ বানাতে লাগবে পালং শাক, চিকেন, পেঁয়াজ, রসুন।(ছবি:Pinterest)

4 / 8
আর লাগবে আদা বাটা, গোলমরিচ পেস্ট, কসৌরি মেথি, গরম মশলা, টকদই, স্বাদমতো নুন ও চিনি, সাদা তেল। এ বার আসা যাক রেসিপিতে।(ছবি:Pinterest)

আর লাগবে আদা বাটা, গোলমরিচ পেস্ট, কসৌরি মেথি, গরম মশলা, টকদই, স্বাদমতো নুন ও চিনি, সাদা তেল। এ বার আসা যাক রেসিপিতে।(ছবি:Pinterest)

5 / 8
প্রথমে চিকেন ভালো করে ধুয়ে টকদই, নুন, সাদা তেল ও আদা-রসুন বাটা ও পেঁয়াজ বাটা দিয়ে ম্যারিনেট করে রেখে দিন। (ছবি:Pinterest)

প্রথমে চিকেন ভালো করে ধুয়ে টকদই, নুন, সাদা তেল ও আদা-রসুন বাটা ও পেঁয়াজ বাটা দিয়ে ম্যারিনেট করে রেখে দিন। (ছবি:Pinterest)

6 / 8
এ বার কড়াইয়ে তেল দিন। তাতে পেঁয়াজ, রসুন ও আদা বাটা দিন। দিয়ে কষাতে থাকুন। অন্য়দিকে গ্রাইন্ডারে পালং শাক, কাঁচা লঙ্কা একসঙ্গে জল দিয়ে পেস্ট করে নিন। (ছবি:Pinterest)

এ বার কড়াইয়ে তেল দিন। তাতে পেঁয়াজ, রসুন ও আদা বাটা দিন। দিয়ে কষাতে থাকুন। অন্য়দিকে গ্রাইন্ডারে পালং শাক, কাঁচা লঙ্কা একসঙ্গে জল দিয়ে পেস্ট করে নিন। (ছবি:Pinterest)

7 / 8
কড়াইয়ে মশলা কষে এলে তাতে এই পেস্ট দিন। ভাল করে কষে এলে তাতে ম্যারিনেট করা চিকেনটা দিন। স্বাদমতো নুন, মিষ্টি ও শুকনো লঙ্কা দিন। (ছবি:Pinterest)

কড়াইয়ে মশলা কষে এলে তাতে এই পেস্ট দিন। ভাল করে কষে এলে তাতে ম্যারিনেট করা চিকেনটা দিন। স্বাদমতো নুন, মিষ্টি ও শুকনো লঙ্কা দিন। (ছবি:Pinterest)

8 / 8
এ বার মাংস কষতে দিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে সামান্য গরম জল দিন। মাংস সেদ্ধ হয়ে গেলে উপর থেকে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিন। (ছবি:Pinterest)

এ বার মাংস কষতে দিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে সামান্য গরম জল দিন। মাংস সেদ্ধ হয়ে গেলে উপর থেকে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিন। (ছবি:Pinterest)

Next Photo Gallery