Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rekha’s Fashion: কেন সবসময় শাড়িই পরেন রেখা? নেপথ্যের কাহিনি জানলে চমকে যাবেন

Rekha: রেখার শাড়ির সম্ভার এক কথায় দেখার মতো। সুন্দর-সুন্দর রঙ থেকে নানা রকমের ফেব্রিক কী নেই সেখানে। শুধু ফ্যানেরাই নয়, তাঁর অনন্য শাড়ির সম্ভাব থেকে অনুপ্রেরণা নেন ফ্যাশান ডিজাইনাররাও। রেখার মতে যেকোনও সাবেকি পোশাকও স্টাইলেরই বড় একটা অংশ, তাই তিনি পরেন।

| Edited By: | Updated on: Sep 30, 2023 | 1:43 PM
বয়স ৬৮ ছুঁয়েছে। তবে তা দেখে বোঝার উপায় নেই। এখনও স্বমহিমায় নিজেকে ধরে রেখেছেন তিনি। এখনও তাঁরা রূপের ছটায় বুঁদ দর্শক। তিনি আর কেউ নন রেখা।

বয়স ৬৮ ছুঁয়েছে। তবে তা দেখে বোঝার উপায় নেই। এখনও স্বমহিমায় নিজেকে ধরে রেখেছেন তিনি। এখনও তাঁরা রূপের ছটায় বুঁদ দর্শক। তিনি আর কেউ নন রেখা।

1 / 8
বলিউডে একসময় রাজ করেছেন তিনি। রূপ ও অসাধারণ অভিনয় দুই দিয়েই দর্শকের মন জয় করে রেখেছেন তিনি। তাঁকে সবসময়ই দর্শক দেখেছেন শাড়িতেই।

বলিউডে একসময় রাজ করেছেন তিনি। রূপ ও অসাধারণ অভিনয় দুই দিয়েই দর্শকের মন জয় করে রেখেছেন তিনি। তাঁকে সবসময়ই দর্শক দেখেছেন শাড়িতেই।

2 / 8
সে অনস্ক্রিন হোক বা অফস্ক্রিন সবসময়ই তাঁকে শাড়িতেই দেখা গিয়েছে , এমনকি এখনও তাই। তবে সবসময় শাড়ি কেন? এর নেপথ্যে রয়েছে এক অন্য কাহিনি।

সে অনস্ক্রিন হোক বা অফস্ক্রিন সবসময়ই তাঁকে শাড়িতেই দেখা গিয়েছে , এমনকি এখনও তাই। তবে সবসময় শাড়ি কেন? এর নেপথ্যে রয়েছে এক অন্য কাহিনি।

3 / 8
একবার এক অ্যাওয়ার্ড শো-এর মঞ্চে দাঁড়িয়ে এই প্রশ্নের উত্তর দেন তিনি। শাড়ি পরাটা তাঁর কাছে তাঁর মাকে সম্মান জানানো। তাঁর ঐতিহ্য়কে সম্মান করা, তাঁর শিকড়কে সম্মান জানানো। এই উত্তরই দেন তিনি।

একবার এক অ্যাওয়ার্ড শো-এর মঞ্চে দাঁড়িয়ে এই প্রশ্নের উত্তর দেন তিনি। শাড়ি পরাটা তাঁর কাছে তাঁর মাকে সম্মান জানানো। তাঁর ঐতিহ্য়কে সম্মান করা, তাঁর শিকড়কে সম্মান জানানো। এই উত্তরই দেন তিনি।

4 / 8
শুধু তাই-ই নয়, রেখার মতে যেকোনও সাবেকি পোশাকও স্টাইলেরই বড় একটা অংশ। তিনি আরও বিশ্বাস করেন যে, একটা সুন্দর করে শাড়ি পরলে তা অন্যান্য অনেক স্টাইলকে হার মানাবে।

শুধু তাই-ই নয়, রেখার মতে যেকোনও সাবেকি পোশাকও স্টাইলেরই বড় একটা অংশ। তিনি আরও বিশ্বাস করেন যে, একটা সুন্দর করে শাড়ি পরলে তা অন্যান্য অনেক স্টাইলকে হার মানাবে।

5 / 8
আর শাড়ির মাধ্যমে তিনি খুঁজে পান তাঁর মাকে। বলা ভাল মায়ের হাতের ছোঁয়া পান। মাকে এভাবে শাড়ির মাধ্যমেই বাঁচিয়ে রাখতে চান তিনি। তাঁকে বেশি দেখা যায় কাঞ্জিভরম শাড়িতে। কিন্তু কেন?

আর শাড়ির মাধ্যমে তিনি খুঁজে পান তাঁর মাকে। বলা ভাল মায়ের হাতের ছোঁয়া পান। মাকে এভাবে শাড়ির মাধ্যমেই বাঁচিয়ে রাখতে চান তিনি। তাঁকে বেশি দেখা যায় কাঞ্জিভরম শাড়িতে। কিন্তু কেন?

6 / 8
এব্যাপারে বলিউডের অন্যতম বোল্ড অভিনেত্রীর বক্তব্য, এই শাড়ির সঙ্গে আমার ভালবাসা জড়িয়ে আছে। এই শাড়ি পরলে আমার মনে হয় মা আমায় জড়িয়ে রয়েছে। এটা আমার মায়ের জন্যই।

এব্যাপারে বলিউডের অন্যতম বোল্ড অভিনেত্রীর বক্তব্য, এই শাড়ির সঙ্গে আমার ভালবাসা জড়িয়ে আছে। এই শাড়ি পরলে আমার মনে হয় মা আমায় জড়িয়ে রয়েছে। এটা আমার মায়ের জন্যই।

7 / 8
রেখার শাড়ির সম্ভার এক কথায় দেখার মতো। সুন্দর-সুন্দর রঙ থেকে নানা রকমের ফেব্রিক কী নেই সেখানে। বিভিন্ন রকমের শাড়িতে ঠাসা তাঁর ওয়াড্রব। শুধু ফ্যানেরাই নয়, তাঁর এই অনন্য শাড়ির সম্ভাব থেকে অনুপ্রেরণা নেন ফ্যাশান ডিজাইনাররাও।

রেখার শাড়ির সম্ভার এক কথায় দেখার মতো। সুন্দর-সুন্দর রঙ থেকে নানা রকমের ফেব্রিক কী নেই সেখানে। বিভিন্ন রকমের শাড়িতে ঠাসা তাঁর ওয়াড্রব। শুধু ফ্যানেরাই নয়, তাঁর এই অনন্য শাড়ির সম্ভাব থেকে অনুপ্রেরণা নেন ফ্যাশান ডিজাইনাররাও।

8 / 8
Follow Us: