Lingerie Fashion: কোন পোশাকের সঙ্গে কী ধরনের অন্তর্বাস বেছে নেবেন? রইল টিপস

Bra Fashion Ideas: যদি লো-কাট টপ বা গাউন পরতে চান আর যদি ক্লিভেজ লাইন দেখাতে চান তাহলে পুশ-আপ ব্রা পরতে পারেন। এই ধরনের ব্রা-এর প্যাডিং আর কাট এমনই হয় যে পোশাকের নীচ থেকে দেখা যায় না।

| Edited By: | Updated on: Apr 28, 2023 | 6:45 PM
স্টাইলিশ পোশাকের পাশাপাশি মানানসই অন্তর্বাস পরাটাও কিন্তু একান্ত প্রয়োজন। সঠিক অন্তর্বাস পোশাকের সৌন্দর্য যেমন বাড়িয়ে দিতে পারে, তেমনই ভুল অন্তর্বাস সুন্দর পোশাক মাটি করে দিত পারে। জেনে নিন কোন পোশাকের সঙ্গে কেমন অন্তর্বাস পরবেন।

স্টাইলিশ পোশাকের পাশাপাশি মানানসই অন্তর্বাস পরাটাও কিন্তু একান্ত প্রয়োজন। সঠিক অন্তর্বাস পোশাকের সৌন্দর্য যেমন বাড়িয়ে দিতে পারে, তেমনই ভুল অন্তর্বাস সুন্দর পোশাক মাটি করে দিত পারে। জেনে নিন কোন পোশাকের সঙ্গে কেমন অন্তর্বাস পরবেন।

1 / 8
রোজের পোশাকে টি-শার্ট পরেন অনেকেই। টি-শার্ট পরার ক্ষেত্রে বেছে নিন টি-শার্ট ব্রা। এই ধরনের ব্রা-তে কোনও ফ্রিল থাকে না।ফলে টি-শার্টের নীচে দেখা যাওয়ার কোনও ঝুঁকি নেই।

রোজের পোশাকে টি-শার্ট পরেন অনেকেই। টি-শার্ট পরার ক্ষেত্রে বেছে নিন টি-শার্ট ব্রা। এই ধরনের ব্রা-তে কোনও ফ্রিল থাকে না।ফলে টি-শার্টের নীচে দেখা যাওয়ার কোনও ঝুঁকি নেই।

2 / 8
যদি লো-কাট টপ বা গাউন পরতে চান আর যদি ক্লিভেজ লাইন দেখাতে চান তাহলে পুশ-আপ ব্রা পরতে পারেন। এই ধরনের ব্রা-এর প্যাডিং আর কাট এমনই হয় যে পোশাকের নীচ থেকে দেখা যায় না। কিন্তু আপনাকে পুশ-আপ লুক দেবে। যদি স্তন খুব ভারী হয়  তাহলে এই ব্রা এড়িয়ে চলুন।

যদি লো-কাট টপ বা গাউন পরতে চান আর যদি ক্লিভেজ লাইন দেখাতে চান তাহলে পুশ-আপ ব্রা পরতে পারেন। এই ধরনের ব্রা-এর প্যাডিং আর কাট এমনই হয় যে পোশাকের নীচ থেকে দেখা যায় না। কিন্তু আপনাকে পুশ-আপ লুক দেবে। যদি স্তন খুব ভারী হয় তাহলে এই ব্রা এড়িয়ে চলুন।

3 / 8
লো-কাট টপের সঙ্গে হালকা ব্রেস্ট লাইনের আভাস ধরে রাখতে চাইলে ব্যালকোনেট পরতে পারেন। এই ব্রা বেশ ফ্যাশনেবল।

লো-কাট টপের সঙ্গে হালকা ব্রেস্ট লাইনের আভাস ধরে রাখতে চাইলে ব্যালকোনেট পরতে পারেন। এই ব্রা বেশ ফ্যাশনেবল।

4 / 8
এই ধরনের ব্রা সব থেকে আরামদায়ক। এই ধরনের ব্রা পরে দৌড়ঝাঁপ করা খুবই সুবিধাজনক। জিম করার সময় বা দৌড়ঝাঁপের দিন স্পোর্টস ব্রা পরুন।

এই ধরনের ব্রা সব থেকে আরামদায়ক। এই ধরনের ব্রা পরে দৌড়ঝাঁপ করা খুবই সুবিধাজনক। জিম করার সময় বা দৌড়ঝাঁপের দিন স্পোর্টস ব্রা পরুন।

5 / 8
হল্টার নেক বা বড়  হাতার টপ পরলে ব্যানডিউ ব্রা পরুন। পোশাকের মধ্যে দিয়ে ডিজাইনার ব্যানডিউ দেখা যাওয়াটাও কিন্তু ফ্যাশন। তবে এই ব্রা খুব বেশি সাপোর্ট দেয় না।

হল্টার নেক বা বড় হাতার টপ পরলে ব্যানডিউ ব্রা পরুন। পোশাকের মধ্যে দিয়ে ডিজাইনার ব্যানডিউ দেখা যাওয়াটাও কিন্তু ফ্যাশন। তবে এই ব্রা খুব বেশি সাপোর্ট দেয় না।

6 / 8
প্লাঞ্জ ব্রা কিন্তু ফ্যাশানে ভীষণ ইন। এই ধরনের ব্রা-তে দুটো কাপের মাঝখানের অংশে কিছু থাকে না। তবে সাপোর্ট ভাল। যদি ডিপ নেক টপের সঙ্গে ব্রেস্টের ইনার লাইন দেখাতে চান তবে প্লাঞ্জ ব্রা পরতে পারেন।

প্লাঞ্জ ব্রা কিন্তু ফ্যাশানে ভীষণ ইন। এই ধরনের ব্রা-তে দুটো কাপের মাঝখানের অংশে কিছু থাকে না। তবে সাপোর্ট ভাল। যদি ডিপ নেক টপের সঙ্গে ব্রেস্টের ইনার লাইন দেখাতে চান তবে প্লাঞ্জ ব্রা পরতে পারেন।

7 / 8
 যদি খুব বেশি সাপোর্ট না চান, আরামদায়ক ব্রা পরতে চান তাহলে ব্রালেট পরতে পারেন। এই ব্রা লুজ টপের ভিতর পরাই ভাল। আর যদি অফ-সোল্ডার টপ পরেন তাহলে পরুন স্ট্র্যাপলেস ব্রা।

যদি খুব বেশি সাপোর্ট না চান, আরামদায়ক ব্রা পরতে চান তাহলে ব্রালেট পরতে পারেন। এই ব্রা লুজ টপের ভিতর পরাই ভাল। আর যদি অফ-সোল্ডার টপ পরেন তাহলে পরুন স্ট্র্যাপলেস ব্রা।

8 / 8
Follow Us: