Oats Breakfast: সুগার-কোলেস্টেরল-প্রেশার কিছুই বাদ নেই? জলখাবারে এই ৩ উপায়ে ওটস খেয়ে দেখুন তো!
megha |
Jul 29, 2024 | 3:44 PM
5 minutes Recipes: অনেকেই সকালবেলা ভরপেট খাবার না খেয়েই কাজে বেরিয়ে যান। এই ভুল একদম করবেন না। আবার বেশিরভাগ মানুষ ব্রেকফাস্টে মুড়ি-পাউরুটি কিংবা রুটি খান। সকালবেলা নানা কাজের মাঝে আলাদা করে রকমারি ব্রেকফাস্ট বানানোর সময় থাকে না। তাই পুষ্টিকর খাবার হিসেবে ওটস খান রোজ সকালে।
1 / 8
শরীরচর্চা করলে ক্যালোরি ঝরানো যায়, ফিট থাকা যায়। কিন্তু ওজন কমাতে গেলে ডায়েটে বদল আনতেই হবে। আর এই পরিবর্তনটা সকালের জলখাবার থেকেই আপনাকে করতে হবে।
2 / 8
অনেকেই সকালবেলা ভরপেট খাবার না খেয়েই কাজে বেরিয়ে যান। এই ভুল একদম করবেন না। আবার বেশিরভাগ মানুষ ব্রেকফাস্টে মুড়ি-পাউরুটি কিংবা রুটি খান। হাতে সময় কম থাকলে কী খান?
3 / 8
সকালবেলা নানা কাজের মাঝে আলাদা করে রকমারি ব্রেকফাস্ট বানানোর সময় থাকে না। তাই পুষ্টিকর খাবার হিসেবে ওটস খান রোজ সকালে। পাঁচ মিনিটে তৈরি হবে আর শরীরেও মিলবে হাজারো উপকারিতা।
4 / 8
সকালবেলা এমন খাবার খেতে হবে, যা সুগার লেভেলকে নিয়ন্ত্রণে রাখে। এই কাজটা দক্ষতার সঙ্গে ওটস। ওটসের গ্লাইসেমিক ইনডেক্স কম এবং এতে ফাইবার রয়েছে। তাই এই খাবার ডায়াবেটিসের রোগীদের জন্য উপকারী।
5 / 8
ওটসের মধ্যে থাকা ফাইবার কোলেস্টেরলের মাত্রা কমাতেও সহায়ক। ডায়াবেটিস, কোলেস্টেরল, উচ্চ রক্তচাপের মতো যে সমস্যায় ভুগলেই আপনি ওটস খেতে পারেন। এতে ওজনও কমাতে পারবেন খুব সহজে।
6 / 8
ওটস ও দুধ দিয়ে পোরিজ বানাতে পারেন। দুধের সঙ্গে ওটস ফুটিয়ে নিন। ঘন হয়ে এলে নামিয়ে নিন। এরপর মধু, শুকনো ফল ও বিভিন্ন বাদাম মিশিয়ে নিন। এভাবে ওটস খেতে পারেন রোজ সকালে।
7 / 8
মুখরোচক খাওয়ার ইচ্ছে হলে ওটস ও চকোলেটের প্যানকেক বানাতে পারেন। ওটস ও কোকো পাউডার একসঙ্গে মিশিয়ে নিন। এতে অল্প দুধ ও মধু দিয়ে ঘন করে নিন। অল্প আঁচে মাখন দিয়ে ভেজে নিন প্যানকেক। তাজা ফলের সঙ্গে পরিবেশন করুন ওটস ও চকোলেটের প্যানকেক।
8 / 8
দুধ-কলা দিয়েও ওটস খেতে পারেন। কলা চটকে মেখে নিন। এতে ওটস, দুধ, কলা, ভ্যানিলা এসেন্স মিশিয়ে ৩-৫ মিনিট মাঝারি আঁচে নাড়াচাড়া করে নিন। ঘন হয়ে এলে দারুচিনির গুঁড়ো মিশিয়ে নিন। তৈরি বয়েলড ওটস।