কোথাও ঘুরতে যাবেন? উজ্জ্বল মুখ পেতে ঠিক বেরনোর আগেই লাগান এই ফেস মাস্ক
Coriander Face Mask: কোথাও ঘুরতে বেরবেন? বা কারও সঙ্গে দেখা করতে যাবেন? এদিকে মুখের হাল খারাপ। কী করবেন কিছুতেই বুঝতে পারছেন না। তাহলে উপায় কী? আপনাকে এমন কতগুলি উপায় জানানো হবে, যা জানলে আপনি চমকে যাবেন। নরম, কোমল, সুন্দর এবং স্বাস্থ্যকর ত্বক পেতে আপনি ধনেপাতা ব্যবহার করতে পারেন।
1 / 8
কোথাও ঘুরতে বেরবেন? বা কারও সঙ্গে দেখা করতে যাবেন? এদিকে মুখের হাল খারাপ। কী করবেন কিছুতেই বুঝতে পারছেন না। তাহলে উপায় কী?
2 / 8
আপনাকে এমন কতগুলি উপায় জানানো হবে, যা জানলে আপনি চমকে যাবেন। নরম, কোমল, সুন্দর এবং স্বাস্থ্যকর ত্বক পেতে আপনি ধনেপাতা ব্যবহার করতে পারেন।
3 / 8
শুনেই চমকে গেলেন তো? আসলে ধনে পাতায় এমন কিছু উপাদান আছে, যা ত্বরকে উজ্জ্বল করতে সাহায্য করে। এর জন্য আপনি ধনে পাতা দিয়ে মাস্ক তৈরি করে নিতে পারেন।
4 / 8
ধনে পাতার একটি পেস্ট তৈরি করুন। তারপরে তাতে অ্যালোভেরা জেল মিশিয়ে ভাল করে মেশান এবং তারপর এতে সামান্য মধু মিশিয়ে মুখে লাগান।
5 / 8
ধনে পাতার পেস্টে সামান্য নারকেল দুধ এবং ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে এটি লাগিয়ে ২০-২৫ মিনিট রেখে, তারপর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। এতেও উজ্জ্বল হবে ত্বক।
6 / 8
ধনে পাতা এবং পেঁপের ফেস মাস্ক ব্যবহার করতে পারেন। ধনে পাতার পেস্টে পেঁপের পেস্ট মিশিয়ে মুখে লাগান এবং ১০ থেকে ১৫ মিনিট পর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।
7 / 8
ধনে পাতা, নিম, তুলসী পাতার ফেস মাস্ক ব্যবহার করতে পারেন। এর জন্য এই তিনটি পাতা নিয়ে তাতে সামান্য মধু দিন, ভাল করে মিশিয়ে মুখে লাগান। আধা ঘণ্টা পর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।
8 / 8
এছাড়াও আপনি ধনে পাতার পেস্ট নিয়ে তারপরে তাতে এক চিমটে হলুদ দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এবার তে মুখে লাগিয়ে কিছুক্ষণ পরে ধুয়ে ফেলুন। এতে মুখের কালো দাগ উঠে যাবে।