Rosy Cheeks: পুজোর আগে ফিরিয়ে আনুন গালের গোলাপি আভা, কাজে আসতে পারেন হোমমেড টিন্ট
TV9 Bangla Digital | Edited By: megha
Oct 06, 2023 | 9:00 AM
Homemade Tint: পুজো শুরু হতে আর মাত্র ১৫ দিন বাকি। সাধারণত বাজারে পাউডার বা ক্রিম বেসড ব্লাশ পাওয়া যায়। কিন্তু আপনি যদি গালে প্রাকৃতিক গোলাভি আভা পেয়ে যান, তাহলে আর প্রয়োজন পড়বে না ব্লাশের। এই প্রাকৃতিক আভা বাড়াবে হোমমেড টিন্ট।
1 / 8
পুজোতে বৃষ্টি হবে কি না, বলতে পারছে না কেউই। কিন্তু এখন আকাশের যে অবস্থা, তাতে আগাম ব্যবস্থা নিয়ে রাখাই দরকার। পুজোয় বৃষ্টি হলে জামাকাপড়ের পাশাপাশি মেকআপের দিকেও আপনাকে নজর দিতে হবে।
2 / 8
বৃষ্টি হোক বা না হোক, ঘামের কারণে লুক রফাদফা যাতে না হয়, তার জন্য আজকাল সকলেই ওয়াটারপ্রুফ মেকআপ ব্যবহার করেন। কিন্তু ব্লাশ ওয়াটারপ্রুফ ব্যবহার করা যায় না। তাহলে গালে গোলাপি আভাকে চিরস্থায়ী করবেন কীভাবে?
3 / 8
সাধারণত বাজারে পাউডার বা ক্রিম বেসড ব্লাশ পাওয়া যায়। তৈলাক্ত ত্বকের জন্য পাউডার ব্লাশ এবং শুষ্ক ত্বকের জন্য ক্রিম বেসড ব্লাশ উপযুক্ত। কিন্তু এগুলো দীর্ঘস্থায়ী হলেও ওয়াটারপ্রুফ হয় না।
4 / 8
আপনি যদি গালে প্রাকৃতিক গোলাভি আভা পেয়ে যান, তাহলে আর প্রয়োজন পড়বে না ব্লাশের। পাশাপাশি পুজোয় বৃষ্টি হলে আপনাকে ন্যুড বা মিনিমালিস্ট মেকআপের সাহায্য নিতে হবে। সেক্ষেত্রে গাল যদি গোলাপি থাকে আর ব্লাশের প্রয়োজন পড়বে না।
5 / 8
পুজো শুরু হতে আর মাত্র ১৫ দিন বাকি। এই ২ সপ্তাহ রোজ মুখে মাসাজ টুল মালিশ করুন। মাসাজ টুল ফ্রিজে রেখে ব্যবহার করুন। এটি ত্বকে রক্ত সঞ্চালন উন্নত করে। এতে গাল হবে টুকটুকে লাল। পাশাপাশি মুখের প্রাকৃতিক জেল্লা বাড়বে।
6 / 8
ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে মুখে বরফও ঘষতে পারেন। এছাড়া স্টিম থেরাপির সাহায্য নিন। এতে মুখের রোমকূপের ছিপগুলো খুলে যায় এবং ত্বকে জমে থাকা ময়লা পরিষ্কার হয়ে যায়। এভাবে ব্ল্যাকহেডস, হোয়াইটহেডসের সমস্যা কমিয়ে বাড়ানো যায় জেল্লা।
7 / 8
পুজোর আগে ত্বকের জেল্লা বাড়াতে অনেকেই পার্লারে ভিড় করেন। কিন্তু পুজোর আগে নতুন প্রসাধনী দিয়ে এক্সপেরিমেন্ট না করাই ভাল। তার চাইতে প্রাকৃতিক উপাদান বেছে নিন। দুধ-দই, বেসন, হলুদ, গোলাপ জল ইত্যাদি উপাদান ব্যবহার করুন ত্বকের যত্নে।
8 / 8
গালে লাগাতে পারেন হোমমেড টিন্ট। ১ চামচ বিটরুটের পাউডারের সঙ্গে ১ চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে এই জেল দু'গালে লাগিয়ে নিন। পরদিন সকালে পেয়ে যাবেন গোলাপি গাল। এছাড়া রাস্তায় বেরোনোর আগেও এটি ব্যবহার করতে পারেন।