বয়স ১৫ হোক বা ২৫, এই ৫ ফেসপ্যাক মাখলে ৭ দিনে ব্রণ দূর হতে বাধ্য

Homemade Face Pack for Acne: ব্রণর সমস্যায় নাজেহাল ১৫ থেকে ৩৫। কারও হরমোনজনিত কারণে পিম্পেল হয়, আবার কারও পিসিওএস-এর কারণে ব্রণ হয়। কারণ যাই-ই হোক না কেন, মুখভর্তি ব্রণ, তার ব্যথা ও দাগ কারওই পছন্দ নয়। ব্রণ দুর করতে গেলে লাইফস্টাইলের উপর জোর দিতেই হয়। তার পাশাপাশি আপনি ঘরোয়া উপায়ে ব্রণকে দূরে রাখতে পারেন। এক্ষেত্রে হোমমেড ফেসপ্যাকের সাহায্য নিতে পারেন।

| Edited By: | Updated on: Jan 09, 2024 | 2:18 PM
ব্রণর সমস্যায় নাজেহাল ১৫ থেকে ৩৫। কারও হরমোনজনিত কারণে পিম্পেল হয়, আবার কারও পিসিওএস-এর কারণে ব্রণ হয়। কারণ যাই-ই হোক না কেন, মুখভর্তি ব্রণ, তার ব্যথা ও দাগ কারওই পছন্দ নয়। 

ব্রণর সমস্যায় নাজেহাল ১৫ থেকে ৩৫। কারও হরমোনজনিত কারণে পিম্পেল হয়, আবার কারও পিসিওএস-এর কারণে ব্রণ হয়। কারণ যাই-ই হোক না কেন, মুখভর্তি ব্রণ, তার ব্যথা ও দাগ কারওই পছন্দ নয়। 

1 / 8
বয়ঃসন্ধিকালে হওয়া ব্রণ সময়ের সঙ্গে নির্মূল হয়ে যায়। কিন্তু আপনার ব্রণ হওয়ার পিছনে যদি হরমোনজনিত কারণ, মানসিক চাপ ও আপনার জীবনধারা দায়ী থাকে, তাহলে তা চট করে পিছু ছাড়ে না।

বয়ঃসন্ধিকালে হওয়া ব্রণ সময়ের সঙ্গে নির্মূল হয়ে যায়। কিন্তু আপনার ব্রণ হওয়ার পিছনে যদি হরমোনজনিত কারণ, মানসিক চাপ ও আপনার জীবনধারা দায়ী থাকে, তাহলে তা চট করে পিছু ছাড়ে না।

2 / 8
ব্রণ দুর করতে গেলে লাইফস্টাইলের উপর জোর দিতেই হয়। তার পাশাপাশি আপনি ঘরোয়া উপায়ে ব্রণকে দূরে রাখতে পারেন। এক্ষেত্রে হোমমেড ফেসপ্যাকের সাহায্য নিতে পারেন। এমনই ৫টি ফেসপ্যাকের খোঁজ রইল আপনার জন্য। 

ব্রণ দুর করতে গেলে লাইফস্টাইলের উপর জোর দিতেই হয়। তার পাশাপাশি আপনি ঘরোয়া উপায়ে ব্রণকে দূরে রাখতে পারেন। এক্ষেত্রে হোমমেড ফেসপ্যাকের সাহায্য নিতে পারেন। এমনই ৫টি ফেসপ্যাকের খোঁজ রইল আপনার জন্য। 

3 / 8
মধু ও দারুচিনি দুটোতেই অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, যা ব্রণ দূর করতে সাহায্য করে। পাশাপাশি ত্বকের প্রদাহ কমায়। ১ চামচ মধুর সঙ্গে ১/২ চা চামচ দারুচিনির গুঁড়ো মিশিয়ে ত্বকের উপর মাখুন এবং ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর সাধারণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। 

মধু ও দারুচিনি দুটোতেই অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, যা ব্রণ দূর করতে সাহায্য করে। পাশাপাশি ত্বকের প্রদাহ কমায়। ১ চামচ মধুর সঙ্গে ১/২ চা চামচ দারুচিনির গুঁড়ো মিশিয়ে ত্বকের উপর মাখুন এবং ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর সাধারণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। 

4 / 8
হলুদের অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান ও টক দইয়ের ল্যাকটিক অ্যাসিড ব্রণ ও মৃত কোষের হাত থেকে ত্বককে রক্ষা করে। ২ চামচ টক দইয়ের সঙ্গে ১ চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে মুখে মাখুন। ১৫-২০ মিনিট অপেক্ষা করে মুখ ধুয়ে ফেলুন। 

হলুদের অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান ও টক দইয়ের ল্যাকটিক অ্যাসিড ব্রণ ও মৃত কোষের হাত থেকে ত্বককে রক্ষা করে। ২ চামচ টক দইয়ের সঙ্গে ১ চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে মুখে মাখুন। ১৫-২০ মিনিট অপেক্ষা করে মুখ ধুয়ে ফেলুন। 

5 / 8
ত্বকের সমস্যা কমাতে কার্যকর অ্যালোভেরা জেল। ১ চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ২-৩ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে ত্বকের উপর লাগান। ১৫-২০ মিনিট রাখুন এবং ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

ত্বকের সমস্যা কমাতে কার্যকর অ্যালোভেরা জেল। ১ চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ২-৩ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে ত্বকের উপর লাগান। ১৫-২০ মিনিট রাখুন এবং ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

6 / 8
ওটস খাওয়ার পাশাপাশি মুখে মাখলেও ব্রণ থেকে মুক্তি পাবেন। ১/২ কাপ ওটস জলে ফুটিয়ে নিন। তারপর এতে ১ চামচ মধু মিশিয়ে মুখে মাখুন। ১৫-২০ মিনিট রেখে ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

ওটস খাওয়ার পাশাপাশি মুখে মাখলেও ব্রণ থেকে মুক্তি পাবেন। ১/২ কাপ ওটস জলে ফুটিয়ে নিন। তারপর এতে ১ চামচ মধু মিশিয়ে মুখে মাখুন। ১৫-২০ মিনিট রেখে ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

7 / 8
ডিমের সাদা অংশের সঙ্গে ২ চামচ লেবুর জল মিশিয়ে নিয়ে ত্বকের উপর লাগান। লেবুর রসে সাইট্রিক অ্যাসিড রয়েছে যা ত্বককে এক্সফোলিয়েট করে এবং ডিমের মধ্যে থাকা প্রোটিন ত্বককে টানটান করে তোলে। এই ফেসপ্যাক ব্যবহার করলেও আপনি ব্রণ থেকে মুক্তি পাবেন।

ডিমের সাদা অংশের সঙ্গে ২ চামচ লেবুর জল মিশিয়ে নিয়ে ত্বকের উপর লাগান। লেবুর রসে সাইট্রিক অ্যাসিড রয়েছে যা ত্বককে এক্সফোলিয়েট করে এবং ডিমের মধ্যে থাকা প্রোটিন ত্বককে টানটান করে তোলে। এই ফেসপ্যাক ব্যবহার করলেও আপনি ব্রণ থেকে মুক্তি পাবেন।

8 / 8
Follow Us: