Dimple On Waist: গালে অপূর্ব, কোমরেও টোল পড়ে! দুটো থাকলে এর অর্থ জানেন?

Dec 10, 2024 | 4:49 PM

Dimple On Waist What it means: গালে ডিম্পল থাকা অপ্রত্যাশিত নয়। অনেকেরই থাকে। আবার অনেক ক্ষেত্রে কম বয়সে মুখে কোনও আঘাতের কারণেও ডিম্পল হয়ে থাকে। যা থেকে যায়। কিন্তু কোমরেও ডিম্পল! কখনও পরীক্ষা করে দেখেছেন রয়েছে কি না? কোমরে দুটো ডিম্পল! এর অর্থ জানেন? কেনই বা কোমরে ডিম্পল হয়?

1 / 8
গালে ডিম্পল থাকা অপ্রত্যাশিত নয়। অনেকেরই থাকে। আবার অনেক ক্ষেত্রে কম বয়সে মুখে কোনও আঘাতের কারণেও ডিম্পল হয়ে থাকে। যা থেকে যায়। ছবি: Getty Images

গালে ডিম্পল থাকা অপ্রত্যাশিত নয়। অনেকেরই থাকে। আবার অনেক ক্ষেত্রে কম বয়সে মুখে কোনও আঘাতের কারণেও ডিম্পল হয়ে থাকে। যা থেকে যায়। ছবি: Getty Images

2 / 8
কোমরেও ডিম্পল! কখনও পরীক্ষা করে দেখেছেন রয়েছে কি না? কোমরে দুটো ডিম্পল! এর অর্থ জানেন? কেনই বা কোমরে ডিম্পল হয়? ছবি: Getty Images

কোমরেও ডিম্পল! কখনও পরীক্ষা করে দেখেছেন রয়েছে কি না? কোমরে দুটো ডিম্পল! এর অর্থ জানেন? কেনই বা কোমরে ডিম্পল হয়? ছবি: Getty Images

3 / 8
অনেকেরই কোমরে দুটো ডিম্পল থাকে। সামান্য গর্তের মতো। কোমরের দু-পাশে। স্বাভাবিক ভাবেই কৌতুহল জাগতে পারে কেনই বা কোমরে এমন ডিম্পল হয়! ছবি: TV9 Network

অনেকেরই কোমরে দুটো ডিম্পল থাকে। সামান্য গর্তের মতো। কোমরের দু-পাশে। স্বাভাবিক ভাবেই কৌতুহল জাগতে পারে কেনই বা কোমরে এমন ডিম্পল হয়! ছবি: TV9 Network

4 / 8
কোমরের এই দুটি টোলকে বলা হয় ভেনাস ডিম্পল। শুধুমাত্র মেয়েদের কোমরেই থাকে তা নয়। অনেক পুরুষের কোমরের পিছন দিকেও এই টোল দেখা যায়। ছবি: Getty Images

কোমরের এই দুটি টোলকে বলা হয় ভেনাস ডিম্পল। শুধুমাত্র মেয়েদের কোমরেই থাকে তা নয়। অনেক পুরুষের কোমরের পিছন দিকেও এই টোল দেখা যায়। ছবি: Getty Images

5 / 8
শরীরের গঠন দেখলেই বোঝা যাবে, কোমরের এই অংশেই পেলভিস এবং স্পাইনের সংযোগস্থল। এর জন্য শরীরের কোনও ক্ষতি হয় না। ছবি: TV9 Network

শরীরের গঠন দেখলেই বোঝা যাবে, কোমরের এই অংশেই পেলভিস এবং স্পাইনের সংযোগস্থল। এর জন্য শরীরের কোনও ক্ষতি হয় না। ছবি: TV9 Network

6 / 8
বিশ্বে এমন অনেক মানুষই রয়েছেন যাঁদের কোমরের পিছন দিকে এমন টোল পড়ে। একে ভেনাস ডিম্পল বা ভেনাস গর্তও বলা হয়ে থাকে। ভেনাস কথাটাই বা কেন? ছবি: TV9 Network

বিশ্বে এমন অনেক মানুষই রয়েছেন যাঁদের কোমরের পিছন দিকে এমন টোল পড়ে। একে ভেনাস ডিম্পল বা ভেনাস গর্তও বলা হয়ে থাকে। ভেনাস কথাটাই বা কেন? ছবি: TV9 Network

7 / 8
রোমে ভেনাস শব্দটি মূলত ব্যবহার হয় সৌন্দর্যের দেবী হিসেবে। আর যে সমস্ত মহিলাদের এই ভেনাস ডিম্পল রয়েছে তাঁদের সুন্দরী এবং ভাগ্যবতীও মনে করা হয়ে থাকে। ছবি: TV9 Network

রোমে ভেনাস শব্দটি মূলত ব্যবহার হয় সৌন্দর্যের দেবী হিসেবে। আর যে সমস্ত মহিলাদের এই ভেনাস ডিম্পল রয়েছে তাঁদের সুন্দরী এবং ভাগ্যবতীও মনে করা হয়ে থাকে। ছবি: TV9 Network

8 / 8
আবার অনেকেই এটাকে সহজ ভাষায় মহিলাদের সৌন্দর্যের একটা অংশ হিসেবে মনে করে থাকেন। এই টোল পড়ার ফলে সৌন্দর্য বাড়ে বলেই মনে করা হয়। এটাকে লাকি চার্মও মনে করা হয়। একবার দেখে নিন তো আপনারও এমন 'লাকি চার্ম' রয়েছে কি না! ছবি: TV9 Network

আবার অনেকেই এটাকে সহজ ভাষায় মহিলাদের সৌন্দর্যের একটা অংশ হিসেবে মনে করে থাকেন। এই টোল পড়ার ফলে সৌন্দর্য বাড়ে বলেই মনে করা হয়। এটাকে লাকি চার্মও মনে করা হয়। একবার দেখে নিন তো আপনারও এমন 'লাকি চার্ম' রয়েছে কি না! ছবি: TV9 Network

Next Photo Gallery