AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Skin Glowing Drink: পরপর তিন দিন এই পানীয় বানিয়ে খেলেই দুধের মত ফর্সা হবে ত্বক, বাড়বে গ্লো

Healthy Drink: যাঁরা সারা বছর কোনও রকম রূপচর্চা করেন না তাঁরাও পুজোর সময়টা নিজেকে সাজিয়ে গুজিয়ে তুলতে ভালবাসেন। বছরে একবার মাত্র হেয়ার কাট, ফেসিয়াল করেন আর তার জন্য এই পুজোর সময়টাই নির্ধারিত রাখেন

| Edited By: | Updated on: Oct 11, 2023 | 9:30 AM
Share
পুজোর আর হাতে গোনা কয়েকদিন বাকি। এদিকে রোজকার ঘাম, গরম আর আফিসের কাজের জন্য রূপর্চা মাথায় উঠেছে। পার্লারে যাওয়ার সময়টুকুও নেই। এদিকে পার্লারের বাইরেও এখন লম্বা লাইন

পুজোর আর হাতে গোনা কয়েকদিন বাকি। এদিকে রোজকার ঘাম, গরম আর আফিসের কাজের জন্য রূপর্চা মাথায় উঠেছে। পার্লারে যাওয়ার সময়টুকুও নেই। এদিকে পার্লারের বাইরেও এখন লম্বা লাইন

1 / 8
যাঁরা সারা বছর কোনও রকম রূপচর্চা করেন না তাঁরাও পুজোর সময়টা নিজেকে সাজিয়ে গুজিয়ে তুলতে ভালবাসেন। বছরে একবার মাত্র হেয়ার কাট, ফেসিয়াল করেন আর তার জন্য এই পুজোর সময়টাই নির্ধারিত রাখেন

যাঁরা সারা বছর কোনও রকম রূপচর্চা করেন না তাঁরাও পুজোর সময়টা নিজেকে সাজিয়ে গুজিয়ে তুলতে ভালবাসেন। বছরে একবার মাত্র হেয়ার কাট, ফেসিয়াল করেন আর তার জন্য এই পুজোর সময়টাই নির্ধারিত রাখেন

2 / 8
রোজ যতই নিয়ম করে ক্রিম, লোশন ব্যবহার করা হোক না কেন রোদ- দূষণের ঠ্যালায় সব মাথায় ওঠার জোগাড়। বাইরে বেরোলেই মুখে এত ঘাম হচ্ছে যে তা বলার কথা নয়, সেই ঘাম পুরোপুরি শুকোচ্ছে এসির মধ্যে

রোজ যতই নিয়ম করে ক্রিম, লোশন ব্যবহার করা হোক না কেন রোদ- দূষণের ঠ্যালায় সব মাথায় ওঠার জোগাড়। বাইরে বেরোলেই মুখে এত ঘাম হচ্ছে যে তা বলার কথা নয়, সেই ঘাম পুরোপুরি শুকোচ্ছে এসির মধ্যে

3 / 8
এর জন্য ত্বক রুক্ষ্ম হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্চে। মুখ অনেক বেশি কালো লাগছে আর একই সঙ্গে বাড়ছে বলিরেখার সমস্যাও। যে কারণে রইল আজ এই দারুণ সলিউশন। রোজ যদি নিয়ম করে এই পানীয় টানা ১০ দিন খান তাহলেই ফিরবে মুখের উজ্জ্বলতা

এর জন্য ত্বক রুক্ষ্ম হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্চে। মুখ অনেক বেশি কালো লাগছে আর একই সঙ্গে বাড়ছে বলিরেখার সমস্যাও। যে কারণে রইল আজ এই দারুণ সলিউশন। রোজ যদি নিয়ম করে এই পানীয় টানা ১০ দিন খান তাহলেই ফিরবে মুখের উজ্জ্বলতা

4 / 8
গরমে মুখে ব্রণর সমস্যা বেশি হয়। ব্রণ হলে মুখে কালচে ভাব থাকবেই। এবার সমস্যার সমাধান হবে পেঁয়াজেই। পেঁয়াজের মধ্যে থাকে গ্লুটাথিয়ন। এই গ্লুটাথিয়ন তৈরি হয় লিভার থেকে। শরীর থেকে কালো দাগ ছোপ তুলে দেয় এই উপাদান

গরমে মুখে ব্রণর সমস্যা বেশি হয়। ব্রণ হলে মুখে কালচে ভাব থাকবেই। এবার সমস্যার সমাধান হবে পেঁয়াজেই। পেঁয়াজের মধ্যে থাকে গ্লুটাথিয়ন। এই গ্লুটাথিয়ন তৈরি হয় লিভার থেকে। শরীর থেকে কালো দাগ ছোপ তুলে দেয় এই উপাদান

5 / 8
পেঁয়াজ শরীরের জন্য খুব ভাল, এর মধ্যে থাকে সালফার। আর এই সালফার থেকো গ্লুটাথিয়ন তৈরি হয়। পেঁয়াজ প্রথমে গ্রেট করে নিতে হবে। একগ্লাস জলে এই পেঁয়াজ মিশিয়ে ২ ঘণ্টা ঢাকা দিয়ে রাখুন

পেঁয়াজ শরীরের জন্য খুব ভাল, এর মধ্যে থাকে সালফার। আর এই সালফার থেকো গ্লুটাথিয়ন তৈরি হয়। পেঁয়াজ প্রথমে গ্রেট করে নিতে হবে। একগ্লাস জলে এই পেঁয়াজ মিশিয়ে ২ ঘণ্টা ঢাকা দিয়ে রাখুন

6 / 8
এবার অর্ধেক পাতিলেবুর রস এতে মিশিয়ে নিন। একটা ছাঁকনিতে এই জল ছেঁকে নিতে হবে। এরপর এর মধ্যে খুব সামান্য হলুদ মেশাতে হবে। যে কোনও খাবার খাওয়ার ৩০ মিনিট আগে এই পানীয় বানিয়ে খেতে হবে

এবার অর্ধেক পাতিলেবুর রস এতে মিশিয়ে নিন। একটা ছাঁকনিতে এই জল ছেঁকে নিতে হবে। এরপর এর মধ্যে খুব সামান্য হলুদ মেশাতে হবে। যে কোনও খাবার খাওয়ার ৩০ মিনিট আগে এই পানীয় বানিয়ে খেতে হবে

7 / 8
দুপুরে বা ব্রেকফাস্টের আগে বানিয়ে খেলেই সবথেকে ভাল। এই পানীয় শরীরকে ভেতর থেকে সুস্থ রাখবে। শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়িয়ে তুলবে। পেঁয়াজ, লেবু আর হলুদের মধ্যে রয়েছে অনেক উপকারী উপাদান। যে কারণে এই পানীয়  শরীরের জন্যেও খুব ভাল

দুপুরে বা ব্রেকফাস্টের আগে বানিয়ে খেলেই সবথেকে ভাল। এই পানীয় শরীরকে ভেতর থেকে সুস্থ রাখবে। শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়িয়ে তুলবে। পেঁয়াজ, লেবু আর হলুদের মধ্যে রয়েছে অনেক উপকারী উপাদান। যে কারণে এই পানীয় শরীরের জন্যেও খুব ভাল

8 / 8