Chinese Food: চাইনিজ় রান্নার সময় মানুন এই ৫ টোটকা, খাবারের স্বাদ হবে একদম চিনা পাড়ার মতো
megha |
Sep 10, 2024 | 6:49 PM
Cooking Tips: চাইনিজ় অনেকেরই প্রিয়। কিন্তু নিয়মিত বাইরে থেকে চিলি চিকেন, ফ্রায়েড রাইস কিনে খাওয়া স্বাস্থ্যের জন্য মোটেও ভাল নয়। আজিনামোটো না দিয়েই চাইনিজ় খাবারে আনা যায় চায়না টাউনের রেস্তরাঁর মতো স্বাদ। শুধু চিনা খাবার বানানোর সময় আপনাকে মানতে হবে কিছু টোটকা।
1 / 8
চাইনিজ় অনেকেরই প্রিয়। কিন্তু নিয়মিত বাইরে থেকে চিলি চিকেন, ফ্রায়েড রাইস কিনে খাওয়া স্বাস্থ্যের জন্য মোটেও ভাল নয়।
2 / 8
অনেকেরই অভিযোগ বাড়িতে চাইনিজ় বানালে রেস্তোরাঁর মতো স্বাদ আসে না। কিন্তু রেস্তোরাঁর খাবারে অনেক সময় আজিনামোটো দেওয়া হয়, যা স্বাস্থ্যের ক্ষতিকর।
3 / 8
আজিনামোটো না দিয়েই চাইনিজ় খাবারে আনা যায় চায়না টাউনের রেস্তরাঁর মতো স্বাদ। শুধু চিনা খাবার বানানোর সময় আপনাকে মানতে হবে কিছু টোটকা।
4 / 8
ফুটন্ত জলে নুন ও তেল দিয়ে নুডলস সেদ্ধ করুন। নুডলস ঠান্ডা জলে ধুয়ে নিন। তারপর জল ঝরিয়ে থালার উপর ঝরিয়ে দিন। উপর দিয়ে আরেকটু তেল ছড়িয়ে দিন।
5 / 8
যে সব উপকরণ লাগবে সেগুলো হাতের সামনে গুছিয়ে রেখে রান্না শুরু করুন। কড়াই খুব ভাল করে গরম করে তারপর রান্না শুরু করুন। চাইনিজ় খাবার কম আঁচে রাখবেন না।
6 / 8
সাদা তেলে চাইনিজ় খাবার বানাতে পারেন। কিন্তু কোনও চাইনিজ় পদের গ্রেভি বানানোর সময় তিলের তেল ব্যবহার করুন। এতে স্বাদ বাড়বে।
7 / 8
চাইনিজ় ক্যাবেজ, লাল-হলুদ বেলপেপার, রসুন ও পেঁয়াজ পাতা—চিনা খাবারে রংবেরঙের সবজি ব্যবহার করুন। সবজিগুলো বিভিন্ন সস দিয়ে স্টার ফ্রাই করতে পারেন।
8 / 8
বেশিরভাগ চাইনিজ় খাবার সোয়া সস ব্যবহার হয়। এই সসে অ্যাসিড ও নুনের পরিমাণ বেশি থাকে। তাই চাইনিজ়ের স্বাদ বজায় রাখতে অল্প চিনিও ব্যবহার করুন।