Homa Birds: আকাশে ডিম ফেটে বাচ্চা, পড়তে পড়তে উড়ে যায় হোমা পাখি! সত্যি কী তাই? জানুন আসল রহস্য
Homa Birds: ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য এই অভিনব প্রক্রিয়া অবলম্বন করে হোমা পাখি। বেশিরভাগ ক্ষেত্রে, মাটিতে ডিম পড়ার আগেই তা থেকে বেরিয়ে আসে ছোট্ট হোমা পাখি।
1 / 8
'কাকের বাসায়, কোকিলের ডিম'- এই প্রবাদ কম-বেশি সকলের জানা। কোকিল পাখি নিজের ডিম বানানোর পাড়ার জন্য আলাদা করে বাসা বানায় না। বরং কাকের বাসাতে গিয়েই সেই কাজ সেরে আসে। আবার বিশ্বের নানা প্রান্তের পাখিদের আছে বিস্ময়কর সব বৈশিষ্ট্য।
2 / 8
ঠিক তেমনই এক পাখি হল 'হোমা'। নামটা শুনতে যতটা অদ্ভুত, তার থেকেও বেশি অদ্ভুত এই পাখির বৈশিষ্ট্য। বেশিরভাগ সময় এই পাখি নিজেদের ডিম আকাশে নিয়ে গিয়ে উঁচু থেকে ফেলে দেয়।
3 / 8
এই অভিনব এই প্রক্রিয়ায় নাকি ডিম থেকে বাচ্চা ফোটায় হোমা পাখি। মাটিতে সেই ডিম পড়ার আগেই তা থেকে বেরিয়ে আসে ছোট্ট হোমা পাখি। ডিম থেকে বেরিয়ে আবার উড়ে ফিরে যায় নিজের মায়ের কাছে। কিন্তু সত্যি কি তাই?
4 / 8
অনেকের কাছেই হোমা পাখি 'রেসিং হোমা' নামেও পরিচিত। হোমা পাখির ডিমের কুসুম এবং খোলা মাটির উর্বরতা বৃদ্ধি করে বলে শোনা যায়। আসলে এই পাখিকে স্বর্গের দূত হিসাবে মনে করা হয়। পৃথিবীর পাপ যাতে তাকে স্পর্শ করতে না পারে তাই, আকাশেই ডিম পাড়ে এই পাখি।
5 / 8
তবে হোমা পাখিকে নিয়ে আছে অনেক প্রচলিত ধারণাও। পৌরাণিক মতে এই পাখি ফিনিক্সের মতো। অর্থাৎ, কয়েকশো বছর পর নাকি আগুনে পুড়ে ছাই হয়ে যায় হোমা। আবার সেই ছাই থেকেই নতুন করে জন্ম নেয় হোমা পাখি।
6 / 8
এই পাখিকে শুভ বা 'ভাগ্যের পাখি' বলেও মনে করে কেউ কেউ। কথিত এই পাখি জীবিত ধরা যায় না। এবং হোমা পাখিকে মারলে যে মেরেছে তাঁর ৪০ দিনের মধ্যে মৃত্যু হয়। এই পাখি মূলত দক্ষিণ-পূর্ব এশিয়াতেই দেখতে পাওয়া যায়।
7 / 8
যদিও এই পাখির বাস্তবতা নিয়ে ধন্দ রয়েছে। পক্ষী বিশারদ কণাদ বৈদ্যের মতে "এই পাখি বাস্তবে এক পৌরাণিক চরিত্র। যে বর্ণনা এই পাখির পাওয়া যায়, তার সঙ্গে বাস্তবের কোনও পাখির চারিত্রিক বৈশিষ্ট্যের কোনও মিল নেই। নানা পৌরাণিক গল্পে কেবল হোমা পাখি নয়, অনেক পশুকেও শুভ বলে বর্ণনা করা আছে।"
8 / 8
তিনি আরও জানান, "বিভিন্ন পুরনো মসজিদ বা অনান্য জায়গায় এই হোমা পাখির যে ছবি দেখতে পাওয়া যায় তার সঙ্গে ল্যামারগিয়ার বিয়ারডেদ ভালচার পাখির খানিকটা সাদৃশ্য রয়েছে। তবে যে বৈশিষ্ট্যের কথা বলা আছে তার সঙ্গে কোনও মিল নেই। এমনকি পাখি বাসা বেঁধেই ডিম পাড়ে। এই সব পাখি বাস্তবে এক ধরনের শকুন। ঠিক যেমন আমাদের মহাকাব্যে গরুরের উল্লেখ রয়েছে, হোমা পাখিও তাই। তবে বাস্তবেও বাসা না বেঁধে সমুদ্রের পাড়ে বা মাটিতে ডিম পাড়ে এমন অনেক পাখির উদাহরণ পাওয়া যায়।"