Armpit Cleaning Tips: ৪ ঘরোয়া টোটকা, মেনে চললে নিমেষে দূর হবে বাহুমূলের কালো দাগ

কোনও বাজারচলতি দামী উপায়ে নয়। বরং আপনার নিজের বাড়িতেই লুকিয়ে রয়েছে সেই সমাধান। সাধারণ কয়েক সামগ্রীতে হবে মুশকিল আসান।

| Updated on: Aug 02, 2024 | 8:05 PM
এমনিতে বর্ষার বৃষ্টি, তার সঙ্গে রয়েছে প্যাচপ্যাচে কাদা আর অস্বস্তিকর গরম। তার মধ্যে আর আঁটসাঁট পোশাক পরতে ভাল লাগে না।

এমনিতে বর্ষার বৃষ্টি, তার সঙ্গে রয়েছে প্যাচপ্যাচে কাদা আর অস্বস্তিকর গরম। তার মধ্যে আর আঁটসাঁট পোশাক পরতে ভাল লাগে না।

1 / 8
এদিকে একটু যে খোলামেলা, হাতকাটা পোশাক পরবেন তার উপায় নেই। বিয়ে বাড়ি গেলেও পরতে হয় সেই হাতা দেওয়া ব্লাউজ। ইচ্ছা থাকলেও স্লিভলেস ব্লাউজ পরতে পারেন না।

এদিকে একটু যে খোলামেলা, হাতকাটা পোশাক পরবেন তার উপায় নেই। বিয়ে বাড়ি গেলেও পরতে হয় সেই হাতা দেওয়া ব্লাউজ। ইচ্ছা থাকলেও স্লিভলেস ব্লাউজ পরতে পারেন না।

2 / 8
কারণ, হল বাহুমূলের কালো দাগ। ইচ্ছা থাকলেও পরতে পারেন না স্লিভলেস কোনও কিছুই। তবে সমস্যার সমাধান কিন্তু সম্ভব।

কারণ, হল বাহুমূলের কালো দাগ। ইচ্ছা থাকলেও পরতে পারেন না স্লিভলেস কোনও কিছুই। তবে সমস্যার সমাধান কিন্তু সম্ভব।

3 / 8
তাও কোনও বাজারচলতি দামী উপায়ে নয়। বরং আপনার নিজের বাড়িতেই লুকিয়ে রয়েছে সেই সমাধান। সাধারণ কয়েক সামগ্রীতে হবে মুশকিল আসান।

তাও কোনও বাজারচলতি দামী উপায়ে নয়। বরং আপনার নিজের বাড়িতেই লুকিয়ে রয়েছে সেই সমাধান। সাধারণ কয়েক সামগ্রীতে হবে মুশকিল আসান।

4 / 8
অ্যাসিটিক অ্যাসিড সমৃদ্ধ এবং ব্লিচিং যুক্ত অ্যাপেল সিডার ভিনিগার ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। উষ্ণ জলে অ্যাপল সিডার ভিনিগার মিশিয়ে সেই মিশ্রণটি কিছুক্ষণ লাগিয়ে রেখে দিন। তারপর ধুয়ে ফেলুন। দেখবেন কয়েক দিন টানা ব্যবহার করলে তফাত চোখে পড়বে।

অ্যাসিটিক অ্যাসিড সমৃদ্ধ এবং ব্লিচিং যুক্ত অ্যাপেল সিডার ভিনিগার ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। উষ্ণ জলে অ্যাপল সিডার ভিনিগার মিশিয়ে সেই মিশ্রণটি কিছুক্ষণ লাগিয়ে রেখে দিন। তারপর ধুয়ে ফেলুন। দেখবেন কয়েক দিন টানা ব্যবহার করলে তফাত চোখে পড়বে।

5 / 8
এক চামচ বেকিং সোডা এবং পরিমাণ মতো দুধ দিয়ে থকথকে একটি প্যাক বানিয়েব নিন। এবার ২৪ ঘণ্টা সেটা রেখে দিন। তারপর বাহুমূলে ওই প্যাক লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পরে ধুয়ে ফেলুন। দেখবেন ধীরে ধীরে দাগ গায়েব হতে শুরু করেছে।

এক চামচ বেকিং সোডা এবং পরিমাণ মতো দুধ দিয়ে থকথকে একটি প্যাক বানিয়েব নিন। এবার ২৪ ঘণ্টা সেটা রেখে দিন। তারপর বাহুমূলে ওই প্যাক লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পরে ধুয়ে ফেলুন। দেখবেন ধীরে ধীরে দাগ গায়েব হতে শুরু করেছে।

6 / 8
ত্বক অত্যন্ত স্পর্শকাতর হলে আলুর রস তাঁদের জন্য খুব ভাল। স্নানে যাওয়ার আগে ১০ মিনিটের জন্য বাহুমূলের কালো ছোপ জায়গায় আলুর রস লাগিয়ে ঘষুন। তারপর সামান্য উষ্ণ জলে ধুয়ে নিন। ৭ দিনে ফল দেখতে পাবেন।

ত্বক অত্যন্ত স্পর্শকাতর হলে আলুর রস তাঁদের জন্য খুব ভাল। স্নানে যাওয়ার আগে ১০ মিনিটের জন্য বাহুমূলের কালো ছোপ জায়গায় আলুর রস লাগিয়ে ঘষুন। তারপর সামান্য উষ্ণ জলে ধুয়ে নিন। ৭ দিনে ফল দেখতে পাবেন।

7 / 8
চন্দনের গুঁড়ো, গ্লিসারিন, লেবুর রস এবং গোলাপজল নিয়ে একটি প্যাক বানিয়ে নিন। এবার তা কালো ছোপের জায়গায় কিছুক্ষণ লাগিয়ে রেখে দিন। মিনিট ১৫ পরে ধুয়ে ফেললেই হল। দূর হবে কালো দাগ।

চন্দনের গুঁড়ো, গ্লিসারিন, লেবুর রস এবং গোলাপজল নিয়ে একটি প্যাক বানিয়ে নিন। এবার তা কালো ছোপের জায়গায় কিছুক্ষণ লাগিয়ে রেখে দিন। মিনিট ১৫ পরে ধুয়ে ফেললেই হল। দূর হবে কালো দাগ।

8 / 8
Follow Us: