কয়েক ঘণ্টাতেই কাজল ঘেঁটে যায়? পরার আগে চোখে লাগিয়ে নিন এই জিনিস
Kajal Tips: সারাদিন চোখের কাজল যাতে স্মাজ না হয় তার কয়েকটি কৌশল বা ঘরোয়া টোটকা রয়েছে। নামী-দামি অনেক সংস্থারই কাজল রয়েছে, যেগুলি দাবি করে, একবার পড়লে তা ২৪ ঘণ্টা ধরে একইভাবে থাকবে। কিন্তু আদতে তা হয় না। এর জন্য কয়েকটি নিয়ম মেনে চললেই হবে।
1 / 8
একটুতেই কাজল স্মাজ হয়ে যায়? কিছু করেই ঠিক থাকে না। আর এদিকে আপনি ভাবেন কাজলেই বুঝি কোনও সমস্যা। কিন্তু একেবারেই তা নয়। তৈলাক্ত ত্বক হলে স্মাজ হতে বেশি সময় লাগে না।
2 / 8
সারাদিন চোখের কাজল যাতে স্মাজ না হয় তার কয়েকটি কৌশল বা ঘরোয়া টোটকা রয়েছে। নামী-দামি অনেক সংস্থারই কাজল রয়েছে, যেগুলি দাবি করে, একবার পড়লে তা ২৪ ঘণ্টা ধরে একইভাবে থাকবে।
3 / 8
কিন্তু আদতে তা হয় না। এর জন্য কয়েকটি নিয়ম মেনে চললেই হবে। আই মেকআপ করার সময় কী কী সহজ নিয়ম পালন করবেন, তা জেনে নিন।
4 / 8
কাজল ব্যবহার করার আগে দেখে নিন কোনটি আপনার জন্য উপযুক্ত। আপনার ত্বক ও চোখের জন্য সেরা প্রোডাক্ট কোনটি তা বেছে নিতে হবে আপনাকে।
5 / 8
সারাদিন ধরে কোন প্রোডাক্টের কাজল ব্যবহার করতে পারবেন না দোকানে একবার টেস্ট করে নিতে পারেন। সংবেদনশীল ত্বকের জন্য উপযুক্ত কিনা তাও নিশ্চিত করা প্রয়োজন।
6 / 8
মুখে মেকআপ করার আগে যেমন ফাইন্ডেশন, প্রাইমার ব্যবহার করা হয়, তেমনি চোখের মেকআপ করার আগেও প্রাইমার বা ফাউন্ডেশন ব্যবহার করা জরুরি। প্রাইমার লাগালে চোখের মেকআপে খুব ভাল বেস তৈরি হয়।
7 / 8
দীর্ঘক্ষণ ধরে মেকআপ একইভাবে বসে থাকে। এছাড়া আপনি যদি প্রাইমার ব্যবহার করতে না চান, তাহলে অয়েলফ্রি ফাইন্ডেশন বেছে নিতে পারেন। তাতেও মেকআপের বেস খুব ভাল হয়।
8 / 8
কাজল ব্যবহার করার পর অতিরিক্ত লুজ পাউডার ব্রাশ দিয়ে ঝেড়ে ফেলুন। চোখের নিচে একটু কমপ্যাক্ট দিয়ে ফাউন্ডেশন সেট করুন। চোখের নিচের অংশে অতিরিক্ত ময়েশ্চার থাকলেও স্মাজ হবে না।