গরম পড়তেই ব্রণতে ভরে যাচ্ছে মুখ, এই ঘরোয়া টোটকায় সমস্ত দাগ হবে ভ্যানিশ!
Pimple Scars Remove: গরম পড়তে না পড়তেই মুখে ব্রণ দেখা দিতে শুরু করেছে। আর ভুল করেও যদি তাতে হাত দিয়ে ফেলেছেন, তাহলে তো আর কোনও কথাই নেই! অনেকের আবার শুধু মুখেই না বরং সারা শরীরে ছোট ছোট ব্রণ বেরোয়। মুখে, হাতে, কাঁধে এবং কোমরে সেই ব্রণ বাড়তেই থাকে। আর সেগুলি চলে গেলেও রেখে যায় দাগ।
Most Read Stories