AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold: দাম কমতেই সোনা কিনছেন? কত সোনা বাড়িতে রাখা বৈধ?

Gold: আপনি জানেন কি চাইলেই কিন্তু বাড়িতে যত খুশি সোনা রেখে দেওয়া যায় না। ঠিক কতটা সোনা রাখা যেতে পারে, তার নির্দিষ্ট আইন রয়েছে। এক্ষেত্রে কাঁচা সোনা বা সোনার গহনা দুই ধরনের সোনাকেই ধরা হয়।

| Updated on: Aug 06, 2024 | 10:39 PM
Share
কেন্দ্রীয় সরকার নতুন বাজেটে শুল্ক কমিয়েছে সোনা-রুপোর উপরে। ফলে এক ধাক্কায় দাম কমেছে অনেকটা। সামনেই পুজো, তারপর আবার বিয়ের মরসুম। তাই এই ফাঁকেই সোনা কিনে রাখার কথা ভাবছেন অনেকে। অনেকেই আবার দাম কমার সুযোগ নিয়ে নিজের বা নিজের সন্তানের জন্য গড়িয়ে রাখছেন সোনা। আসলে এটা শুধু বিলাসদ্রব্যই নয়, অনেকের কাছে  সোনা ভাল বিনিয়োগের মাধ্যম।

কেন্দ্রীয় সরকার নতুন বাজেটে শুল্ক কমিয়েছে সোনা-রুপোর উপরে। ফলে এক ধাক্কায় দাম কমেছে অনেকটা। সামনেই পুজো, তারপর আবার বিয়ের মরসুম। তাই এই ফাঁকেই সোনা কিনে রাখার কথা ভাবছেন অনেকে। অনেকেই আবার দাম কমার সুযোগ নিয়ে নিজের বা নিজের সন্তানের জন্য গড়িয়ে রাখছেন সোনা। আসলে এটা শুধু বিলাসদ্রব্যই নয়, অনেকের কাছে সোনা ভাল বিনিয়োগের মাধ্যম।

1 / 8
বর্তমানের সৌন্দর্য্য বৃদ্ধির সঙ্গে ভবিষ্যতেও জরুরি পরিস্থিতিতে সোনা অনেক কাজে লাগে। বিশেষ কোনও আর্থিক ক্ষতির সম্মুখীন হলে এই সোনার বন্দক রেখেও আপনি মোটা অঙ্কের টাকা পেতে পারেন। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের একটি রিপোর্টের পরিসংখ্যান অনুযায়ী দীর্ঘদিন ধরেই, ভারত বিশ্বে হলুদ ধাতুর অন্যতম বড় আমদানিকারক।

বর্তমানের সৌন্দর্য্য বৃদ্ধির সঙ্গে ভবিষ্যতেও জরুরি পরিস্থিতিতে সোনা অনেক কাজে লাগে। বিশেষ কোনও আর্থিক ক্ষতির সম্মুখীন হলে এই সোনার বন্দক রেখেও আপনি মোটা অঙ্কের টাকা পেতে পারেন। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের একটি রিপোর্টের পরিসংখ্যান অনুযায়ী দীর্ঘদিন ধরেই, ভারত বিশ্বে হলুদ ধাতুর অন্যতম বড় আমদানিকারক।

2 / 8
আপনি জানেন কি চাইলেই কিন্তু বাড়িতে যত খুশি সোনা রেখে দেওয়া যায় না। ঠিক কতটা সোনা রাখা যেতে পারে, তার নির্দিষ্ট আইন রয়েছে।  এক্ষেত্রে কাঁচা সোনা বা সোনার গহনা দুই ধরনের সোনাকেই ধরা হয়।

আপনি জানেন কি চাইলেই কিন্তু বাড়িতে যত খুশি সোনা রেখে দেওয়া যায় না। ঠিক কতটা সোনা রাখা যেতে পারে, তার নির্দিষ্ট আইন রয়েছে। এক্ষেত্রে কাঁচা সোনা বা সোনার গহনা দুই ধরনের সোনাকেই ধরা হয়।

3 / 8
সোনা রাখার ক্ষেত্রে বিবাহিত এবং অবিবাহিত মহিলাদের জন্য রয়েছে আলাদা আলাদা নিয়ম। একজন বিবাহিত মহিলা সর্বোচ্চ ৫০০ গ্রাম সোনা রাখতে পারেন। অবিবাহিত মহিলাদের ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ হল ২৫০ গ্রাম।

সোনা রাখার ক্ষেত্রে বিবাহিত এবং অবিবাহিত মহিলাদের জন্য রয়েছে আলাদা আলাদা নিয়ম। একজন বিবাহিত মহিলা সর্বোচ্চ ৫০০ গ্রাম সোনা রাখতে পারেন। অবিবাহিত মহিলাদের ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ হল ২৫০ গ্রাম।

4 / 8
পুরুষদের ক্ষেত্রে এই অঙ্কটা আরেকটু কম। পরিবারের একজন পুরুষ সদস্য সর্বোচ্চ ১০০ গ্রাম সোনা বা গয়না রাখতে পারবেন। সরকারি নিয়ম অনুযায়ী, সোনার পরিমাণ নির্ধারিত সীমার মধ্যে থাকলে কোনও কর্তৃপক্ষ অভিযান বা তল্লাশির সময়ে অলঙ্কার বা সোনা বাজেয়াপ্ত করতে পারবে না।

পুরুষদের ক্ষেত্রে এই অঙ্কটা আরেকটু কম। পরিবারের একজন পুরুষ সদস্য সর্বোচ্চ ১০০ গ্রাম সোনা বা গয়না রাখতে পারবেন। সরকারি নিয়ম অনুযায়ী, সোনার পরিমাণ নির্ধারিত সীমার মধ্যে থাকলে কোনও কর্তৃপক্ষ অভিযান বা তল্লাশির সময়ে অলঙ্কার বা সোনা বাজেয়াপ্ত করতে পারবে না।

5 / 8
তবে সোনা রাখলেই হল না। আপনার নিজের সোনার উপরে সরকার কর চাইতে পারে। তার জন্য়ও রয়েছে বিশেষ নিয়ম। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস বা সিবিডিটি-র নিয়ম অনুসারে সোনা বা গহনা যদি কৃষি, পারিবারিক সঞ্চয় বা আইনত উত্তরাধিকার সূত্রে আয়ের উৎস দিয়ে কেনা হয়, তবে সেই সোনার উপর কোনও কর দিতে হবে না।

তবে সোনা রাখলেই হল না। আপনার নিজের সোনার উপরে সরকার কর চাইতে পারে। তার জন্য়ও রয়েছে বিশেষ নিয়ম। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস বা সিবিডিটি-র নিয়ম অনুসারে সোনা বা গহনা যদি কৃষি, পারিবারিক সঞ্চয় বা আইনত উত্তরাধিকার সূত্রে আয়ের উৎস দিয়ে কেনা হয়, তবে সেই সোনার উপর কোনও কর দিতে হবে না।

6 / 8
তবে আপনি যদি সোনা কেনার তিন বছরের কম সময়ের মধ্যে সেটি বিক্রি করার সিদ্ধান্ত নেন, তাহলে সেটি আয়কর স্ল্যাবের হারে একটি স্বল্পমেয়াদী মূলধন লাভ হিসাবে গণ্য করা হয়। তখন সেটি শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের অধীনে করযোগ্য।

তবে আপনি যদি সোনা কেনার তিন বছরের কম সময়ের মধ্যে সেটি বিক্রি করার সিদ্ধান্ত নেন, তাহলে সেটি আয়কর স্ল্যাবের হারে একটি স্বল্পমেয়াদী মূলধন লাভ হিসাবে গণ্য করা হয়। তখন সেটি শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের অধীনে করযোগ্য।

7 / 8
আবার যদি সোনা কেনার তিন বছরের বেশি সময় পরে তা বিক্রি করা হয়, সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী মূলধন লাভ বা লং টার্ম ক্যাপিটাল গেইনের কর প্রযোজ্য হবে।

আবার যদি সোনা কেনার তিন বছরের বেশি সময় পরে তা বিক্রি করা হয়, সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী মূলধন লাভ বা লং টার্ম ক্যাপিটাল গেইনের কর প্রযোজ্য হবে।

8 / 8