Skin Care Tips: এই উপায় মানলে ৭ দিনে ত্বক থেকে দূর হবে ক্ষত, র‍্যাশের দাগ

Aug 11, 2024 | 10:58 PM

Skin Care Tips: দাগের নেপথ্যে থাকে মূলত ক্ষতস্থানের জীবাণু সংক্রমণ। তাই ক্ষতচিহ্ন নিয়মিত ঠান্ডা জলে ধোয়া প্রয়োজন। তা ত্বকের ওই নির্দিষ্ট অংশের রক্তের প্রবাহ কমিয়ে দেয়। ফলে জীবাণুদের দল সমূলে ধ্বংস হয়।

1 / 8
শুরু হয়ে গিয়েছে পুজোর কাউন্ট ডাউন! এইবার সময় এসেছে সারা বছর অযত্নে ফেলে রাখা ত্বকের দিকে মনোযোগ দেওয়ার। পুজোয় যে চাই টানটান, কোমল ও জেল্লাদার  ত্বক। এমনি যত্ন তো হল, কিন্তু সেরে যাওয়া ফুসকুড়ি ও ক্ষতের দাগ যে যেতে চায় না সহজে।

শুরু হয়ে গিয়েছে পুজোর কাউন্ট ডাউন! এইবার সময় এসেছে সারা বছর অযত্নে ফেলে রাখা ত্বকের দিকে মনোযোগ দেওয়ার। পুজোয় যে চাই টানটান, কোমল ও জেল্লাদার ত্বক। এমনি যত্ন তো হল, কিন্তু সেরে যাওয়া ফুসকুড়ি ও ক্ষতের দাগ যে যেতে চায় না সহজে।

2 / 8
ফুসকুড়ি বা র‍্যাশ সেড়ে যাওয়ার পরেও থেকে যায় তার অস্বস্তিকর চিহ্ন! কিছুতেই যেতে চায় না সেই দাগ। এমনটা হলে যে পুরো সাজটাই মাটি। তবে সেই দাগ তলার উপায় কিন্তু আছে! অল্প সময়ে দাগ সারিয়ে ঝকঝকে ত্বক পাওয়ার টিপস রইল এই প্রতিবেদনে।

ফুসকুড়ি বা র‍্যাশ সেড়ে যাওয়ার পরেও থেকে যায় তার অস্বস্তিকর চিহ্ন! কিছুতেই যেতে চায় না সেই দাগ। এমনটা হলে যে পুরো সাজটাই মাটি। তবে সেই দাগ তলার উপায় কিন্তু আছে! অল্প সময়ে দাগ সারিয়ে ঝকঝকে ত্বক পাওয়ার টিপস রইল এই প্রতিবেদনে।

3 / 8
দাগের নেপথ্যে থাকে মূলত ক্ষতস্থানের জীবাণু সংক্রমণ। তাই ক্ষতচিহ্ন নিয়মিত ঠান্ডা জলে ধোয়া প্রয়োজন। তা ত্বকের ওই নির্দিষ্ট অংশের রক্তের প্রবাহ কমিয়ে দেয়। ফলে জীবাণুদের দল সমূলে ধ্বংস হয়।

দাগের নেপথ্যে থাকে মূলত ক্ষতস্থানের জীবাণু সংক্রমণ। তাই ক্ষতচিহ্ন নিয়মিত ঠান্ডা জলে ধোয়া প্রয়োজন। তা ত্বকের ওই নির্দিষ্ট অংশের রক্তের প্রবাহ কমিয়ে দেয়। ফলে জীবাণুদের দল সমূলে ধ্বংস হয়।

4 / 8
অনেক সময়ে ফুসকুড়ি ত্বক থেকে প্রয়োজনীয় পুষ্টি টেনে নেয়। ফলে ত্বক এতটাই শুষ্ক হয়ে যায় যে, দাগ সারতে চায় না। এ ক্ষেত্রে ভরসা হতে পারে নারকেল তেল। তেল ত্বকের ওই অংশকে আর্দ্র করে তোলে। দাগও ধীরে ধীরে মিলিয়ে যায়।

অনেক সময়ে ফুসকুড়ি ত্বক থেকে প্রয়োজনীয় পুষ্টি টেনে নেয়। ফলে ত্বক এতটাই শুষ্ক হয়ে যায় যে, দাগ সারতে চায় না। এ ক্ষেত্রে ভরসা হতে পারে নারকেল তেল। তেল ত্বকের ওই অংশকে আর্দ্র করে তোলে। দাগও ধীরে ধীরে মিলিয়ে যায়।

5 / 8
ব্যাকটেরিয়া ও ছত্রাকের মতো জীবাণুর নাশে চা খুব উপকারী। চা ছেঁকে ফেলার পর পড়ে থাকা পাতা ঠান্ডা জলে ধুয়ে তারপর সেই প্রলেপ লাগান ক্ষতস্থানে। ফল মিলবে ৭ দিনে।

ব্যাকটেরিয়া ও ছত্রাকের মতো জীবাণুর নাশে চা খুব উপকারী। চা ছেঁকে ফেলার পর পড়ে থাকা পাতা ঠান্ডা জলে ধুয়ে তারপর সেই প্রলেপ লাগান ক্ষতস্থানে। ফল মিলবে ৭ দিনে।

6 / 8
রূপচর্চা হোক বা ত্বকের যত্ন নেওয়া, অ্যালোভেরার গুণ অপরিসীম। নানাবিধ ভিটামিনে ভরপুর এই গাছের পাতার রস ক্ষতের দাগ সারাতেও সমান কার্যকরী। সরাসরি বা ত্বকচর্চার ক্রিম মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে যেভাবে খুশি দাগের উপর রোজ লাগালেই ফল মিলবে।

রূপচর্চা হোক বা ত্বকের যত্ন নেওয়া, অ্যালোভেরার গুণ অপরিসীম। নানাবিধ ভিটামিনে ভরপুর এই গাছের পাতার রস ক্ষতের দাগ সারাতেও সমান কার্যকরী। সরাসরি বা ত্বকচর্চার ক্রিম মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে যেভাবে খুশি দাগের উপর রোজ লাগালেই ফল মিলবে।

7 / 8
ত্বকের জেদি দাগের হাত থেকে বাঁচাতে বেকিং সোডা অব্যর্থ। নিয়মিত অল্প জলে বেকিং সোডা মিশিয়ে দাগের উপর লাগানোর খানিক পরে ধুয়ে ফেললেই হবে।

ত্বকের জেদি দাগের হাত থেকে বাঁচাতে বেকিং সোডা অব্যর্থ। নিয়মিত অল্প জলে বেকিং সোডা মিশিয়ে দাগের উপর লাগানোর খানিক পরে ধুয়ে ফেললেই হবে।

8 / 8
ঈষদুষ্ণ জলে ভিনিগার মিশিয়ে স্নান করলেও ত্বকের নানা অবাঞ্ছিত দাগ মিলিয়ে যায়। এতে থাকা প্রোটিন ও অম্লের মত উপাদান নিষ্প্রাণ ত্বকে আনে জেল্লাও।

ঈষদুষ্ণ জলে ভিনিগার মিশিয়ে স্নান করলেও ত্বকের নানা অবাঞ্ছিত দাগ মিলিয়ে যায়। এতে থাকা প্রোটিন ও অম্লের মত উপাদান নিষ্প্রাণ ত্বকে আনে জেল্লাও।

Next Photo Gallery