Manicure at Home: বাড়িতেই করবে পারবেন ম্যানিকিওর, শিখে নিন সহজ পদ্ধতি
নখের সৌন্দর্য বৃদ্ধিতে অনেকেই পার্লারে গিয়ে ম্যানিকিওর করান। তা করাতে খরচও কম হয় না। পার্লারে যাওয়ার সময় না হলে বাড়ি বসেই আপনি তা করতে পারেন। জেনে নিন কীভাবে করবেন।
1 / 8
নখের সৌন্দর্য বৃদ্ধিতে অনেকেই পার্লারে গিয়ে ম্যানিকিওর করান। তা করাতে খরচও কম হয় না। পার্লারে যাওয়ার সময় না হলে বাড়ি বসেই আপনি তা করতে পারেন। জেনে নিন কীভাবে করবেন।
2 / 8
বড় গামলায় কুসুম গরম জল নিন। তাতে খানিকটা সি-সল্ট এবং গ্লিসারিন দিন।
3 / 8
এ বার কব্জি অবধি হাত ডুবিয়ে রাখুন ওই জলে। ৫ থেকে ১০ মিনিট পর্যন্ত তা রাখুন।
4 / 8
এর পর নরম ব্রাশ দিয়ে নখের খাঁজ ও হাতের আঙুল ধীরে ধীরে পরিষ্কার করুন। তার পর স্ক্র্যাব করে নিন।
5 / 8
হাতের স্ক্র্যাব করা হয়ে গেলে ভালোভাবে হাত ধুয়ে মুছে নিন। দীর্ঘক্ষণ জলে হাত ডুবে থাকায় নখ নরম হয়ে যাবে। নখ সুন্দর করে কেটে নিন।
6 / 8
এর পর নখের উপর কিউটিকল জেল লাগান। নখের ভিতরের দিকের ময়লা পরিষ্কারের জন্য লেবু ঘষতে পারেন। এতে নখ হবে উজ্জ্বল।
7 / 8
এর পর পুরো হাতে ময়েশ্চারাইজার ক্রিম লাগান। ধীরে ধীরে তা হাতে মালিশ করে নিন।
8 / 8
এর পর চাইলে নেলপালিশ লাগাতে পারেন। নিজের পছন্দের রঙে রাঙিয়ে নিন নিজের নখ।