Kitchen Tips: ফ্রিজে কৌটোতে ভরে মাছ-মাংস রাখেন, এই টোটকা মানলে আঁশটে গন্ধ দূর হবে দু’মিনিটে
TV9 Bangla Digital | Edited By: megha
Jun 06, 2023 | 6:11 PM
Dish Washing Tips: রোজ-রোজ বাজার যাওয়া সম্ভব নয়। তাই সারা সপ্তাহের মাছ-মাংস একদিন কিনেই ফ্রিজে রাখতে হয়। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় মাছ-মাংসের গন্ধ। যে পাত্রে রাখা হয়, তা থেকে কিছুতেই মাছ-মাংসের আঁশটে গন্ধ যায় না। এক্ষেত্রে মানতে পারেন সহজ টোটকা।
1 / 8
রোজ-রোজ বাজার যাওয়া সম্ভব নয়। তাই সারা সপ্তাহের মাছ-মাংস একদিন কিনেই ফ্রিজে রাখতে হয়। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় মাছ-মাংসের গন্ধ। যে পাত্রে রাখা হয়, তা থেকে কিছুতেই মাছ-মাংসের আঁশটে গন্ধ যায় না।
2 / 8
যে পাত্রে কাঁচা মাছ-মাংস রাখা হয় কিংবা যে কড়াই বা পাত্রে মাছ-মাংস রান্না করা হয়, সেখান থেকে আঁশটে গন্ধ দূর করা বেশ কঠিন কাজ। অনেক সময় ফ্রিজেও আঁশটে গন্ধ তৈরি হয়।
3 / 8
বাসন মাজার লিক্যুইড সাবান দিয়ে পরিষ্কার করে মাছ-মাংসের আঁশটে গন্ধ দূর করা সম্ভব নয়। তাই এমন উপায় বেছে নিতে হবে, যার জেরে সহজেই আঁশটে গন্ধ দূর হয়ে যাবে।
4 / 8
বাসনপত্র থেকে আঁশটে গন্ধ দূর করতে ভিনিগার ব্যবহার করুন। জলের সঙ্গে ভিনিগার মিশিয়ে নিন। এবার এই মিশ্রণে কিছুক্ষণ বাসনটা ভিজিয়ে রাখুন। তারপর গরম জলে ধুয়ে নিন।
5 / 8
লেবুর রস দিয়ে বাসন মাজতে পারেন। মাছ-মাংসের আঁশটে গন্ধ দূর করতে বাসনমাজার তরল সাবানের সঙ্গে লেবুর রস মিশিয়ে নিন। এবার এটা দিয়ে বাসন মেজে ধুয়ে নিন।
6 / 8
লেবুর রসের পাশাপাশি লেবুর খোসা দিয়েও বাসন পরিষ্কার করতে পারেন। যে পাত্রে মাছ-মাংস রেখেছিলেন, সেটায় লেবুর খোসা ভাল করে ঘষে নিন। এরপর সাবান দিয়ে বাসন ধুয়ে নিন। গন্ধ দূর হয়ে যাবে।
7 / 8
বেকিং সোডা ব্যবহার করে বাসনপত্র থেকে মাছ-মাংসের আঁশটে গন্ধ দূর করুন। জলে ১ চামচ বেকিং সোডা ভিজিয়ে নিন। এবার এই বেকিং সোডা দিয়ে বাসন মেজে নিন। তারপর জলে ধুয়ে নিলেই কাজ শেষ।
8 / 8
কফির গুণেও বাসনপত্র থেকে মাছ-মাংসের গন্ধ দূর হয়ে যাবে। কফির গুঁড়ো দিয়ে ভাল করে বাসন মেজে নিন। তারপর পুনরায় তরল সাবান দিয়ে বাসন ধুয়ে নিন। ব্যস, কাজ শেষ। সঙ্গে আঁশটে গন্ধও উধাও।