Home Remedies: চিনি আর শ্যাম্পু এভাবে মিশিয়ে লাগালেই একদিনে হাত-পা ঝকঝকে হবে

Hand Whitening Tips: ঘরোয়া এই উপায়ে বাড়িতেই সারুন পেডিকিওর। উপকরণ সামান্যই। এতে পকেট বাঁচবে আর ত্বকও খুব ভাল থাকবে

| Edited By: | Updated on: Jul 24, 2023 | 8:04 PM
মুখের পাশাপাশি আমাদের হাত-পায়েরও যত্ন নিতে হবে। সারাদিন এই হাত-পায়ের উপর আমাদের যাবতীয় অত্যাচার হয়, হাত-পা কালো হয়ে গেলেও আমাদের চোখে পড়ে না।

মুখের পাশাপাশি আমাদের হাত-পায়েরও যত্ন নিতে হবে। সারাদিন এই হাত-পায়ের উপর আমাদের যাবতীয় অত্যাচার হয়, হাত-পা কালো হয়ে গেলেও আমাদের চোখে পড়ে না।

1 / 8
যাঁদের রোজ বাড়ির বাইরে বেরোতে হয় তাঁদের ক্ষেত্রে এই সমস্যা আরও অনেক বেশি। এমনিতেই বাইরের আবহাওয়া এখন খুবই চটচটে।

যাঁদের রোজ বাড়ির বাইরে বেরোতে হয় তাঁদের ক্ষেত্রে এই সমস্যা আরও অনেক বেশি। এমনিতেই বাইরের আবহাওয়া এখন খুবই চটচটে।

2 / 8
গরমে, ঘামে আর রোদে হাত-পায়ে ট্যান পড়ে যায়। রোজ বাইরে থেকে ফিরে হাত-পা ভাল করে ধুতে তো হবেই সেই সঙ্গে মেনে চলুন এই টোটকা। এতে কালো-দাগ ছোপ সহজে উঠে যাবে আর পা অনেক বেশি পরিষ্কার দেখাবে।

গরমে, ঘামে আর রোদে হাত-পায়ে ট্যান পড়ে যায়। রোজ বাইরে থেকে ফিরে হাত-পা ভাল করে ধুতে তো হবেই সেই সঙ্গে মেনে চলুন এই টোটকা। এতে কালো-দাগ ছোপ সহজে উঠে যাবে আর পা অনেক বেশি পরিষ্কার দেখাবে।

3 / 8
একটা বড় গামলার মধ্যে ২ বড় মগ উষ্ণ জল নিতে হবে। এতে হাত-পা ভাল পরিষ্কার হয়। এর মধ্যে এক চামচ খাবার সোডা আর অর্ধেক পাতি লেবুর রস মেশান। লেবুর খোসাও জলে ফেলে রাখুন।

একটা বড় গামলার মধ্যে ২ বড় মগ উষ্ণ জল নিতে হবে। এতে হাত-পা ভাল পরিষ্কার হয়। এর মধ্যে এক চামচ খাবার সোডা আর অর্ধেক পাতি লেবুর রস মেশান। লেবুর খোসাও জলে ফেলে রাখুন।

4 / 8
এর মধ্যে বড় এক চামচ হেয়ার শ্যাম্পু খুব ভাল করে গুলে নিতে হবে। এক মধ্যে হাত আর পা ডুবিয়ে নিতে হবে। লেবুর খোসা দিয়ে নখের ধার ভাল করে ঘষে নিতে হবে।

এর মধ্যে বড় এক চামচ হেয়ার শ্যাম্পু খুব ভাল করে গুলে নিতে হবে। এক মধ্যে হাত আর পা ডুবিয়ে নিতে হবে। লেবুর খোসা দিয়ে নখের ধার ভাল করে ঘষে নিতে হবে।

5 / 8
কনুই পর্যন্ত ডুবিয়ে রেখে ভাল করে লেবুর খোসা দিয়ে ঘষে নিন। ফাটা গোড়ালিও এভাবে ঘষে নিতে পারেন। এতে পা খুব ভাল পরিষ্কার হয়।

কনুই পর্যন্ত ডুবিয়ে রেখে ভাল করে লেবুর খোসা দিয়ে ঘষে নিন। ফাটা গোড়ালিও এভাবে ঘষে নিতে পারেন। এতে পা খুব ভাল পরিষ্কার হয়।

6 / 8
এবার একটা বাটিতে চিনি, নারকেল তেল ভাল করে মিশিয়ে নিয়ে খুব ভালভাবে হাতে-পায়ে ভাল করে ঘষুন। চিনি স্কিনে গ্লো আনতে সাহায্য করে। এতে খুব ভাল স্ক্রাবিং হয়।

এবার একটা বাটিতে চিনি, নারকেল তেল ভাল করে মিশিয়ে নিয়ে খুব ভালভাবে হাতে-পায়ে ভাল করে ঘষুন। চিনি স্কিনে গ্লো আনতে সাহায্য করে। এতে খুব ভাল স্ক্রাবিং হয়।

7 / 8
এভাবে ১ মিনিট ভাল করে ম্যাসাজ করে জল দিয়ে হাত ধুয়ে নিন। এতে ত্বকের গ্লোয়িং ভাব বজায় থাকবে আর হাত-পা নরম হবে। সপ্তাহে একদিন করলেই খুব ভাল ফল পাবেন।

এভাবে ১ মিনিট ভাল করে ম্যাসাজ করে জল দিয়ে হাত ধুয়ে নিন। এতে ত্বকের গ্লোয়িং ভাব বজায় থাকবে আর হাত-পা নরম হবে। সপ্তাহে একদিন করলেই খুব ভাল ফল পাবেন।

8 / 8
Follow Us: