
যাঁরা মেকআপ করতে ভালবাসেন, তাঁদের ঝুলিতে ঠিক কতগুলো লিপস্টিক রয়েছে, তা বলা কঠিন। বিভিন্ন শেড, বিভিন্ন ধরনের লিপস্টিক থাকে। অনেক সময় একই শেডের একাধিক লিপস্টিক থাকে।

কখনও ম্যাট, কখনও শাইনি—বিভিন্ন ধরনের লিপস্টিক পাওয়া যায়। আর রঙেরও অন্ত নেই। পোশাক, লুকের সঙ্গে মানানসই লিপস্টিক পরতে ভালবাসেন সকলে।

অনেকেই রয়েছেন, যাঁদের রোজের সঙ্গী লিপস্টিক। অফিস, কলেজ যাওয়ার আগে অল্প করে ঠোঁটে লাগিয়ে নেন লিপস্টিক। ফ্যাকাশে মুখে নিমেষের মধ্যে উজ্জ্বলতা আনে লিপস্টিক।

অন্যান্য মেকআপ পণ্য ও প্রসাধনীর মতোই লিপস্টিকও একটু ভাল মানের ব্যবহার করা উচিত। এতে ত্বকে র্যাশ, অ্যালার্জি হওয়ার সম্ভাবনা কম থাকে। তবে, হোমমেড লিপস্টিকে র্যাশ বেরোনোর সম্ভাবনা কম।

আপনি যতই দাম দিয়ে লিপস্টিক কিনুন না কেন, তাতে রাসায়নিক উপাদান মেশানো থাকেই। মূলত সঠিক রং আনার জন্যই কেমিক্যাল মেশানো হয় লিপস্টিক। দোকান থেকে লিপস্টিক কেনার বদলে, বাড়িতেও লিপস্টিক বানানো যায়।

হাতের কাছে রাখুন বিটরুট, মোম, শিয়া বাটার, আমন্ড অয়েল ও এসেনশিয়াল অয়েল। পেট্রোলিয়াম জেলিও ব্যবহার করতে পারেন শিয়া বাটারের বদলে। প্রথমে এই মোম, শিয়া বাটার ডবল বয়েলিং পদ্ধতিতে মিশিয়ে নিন।

বিটরুট কেটে মিক্সিতে পেস্ট করে নিন। এবার বিটের রস ছেঁকে নিন। মোম, শিয়া বাটার গলে গেলে এতে বিটের রস, আমন্ড অয়েল মিশিয়ে নিন। সমস্ত উপকরণ ভাল করে মিশে গেলে গ্যাস বন্ধ করে দিন।

লিপস্টিকের মিশ্রণের উপর দিয়ে কয়েক এসেনশিয়াল মিশিয়ে দিন। এবার একটি ছোট কৌটো বা লিপস্টিকের টিউবের ভরে রেখে দিন বিটরুটের লিপস্টিক। এই মিশ্রণটি ফ্রিজে রাখলেই জমে যাবে লিপস্টিক।