Garlic paratha: অনেক তো পরোটা খেলেন একবার রসুন দিয়ে এই পরোটা বানালে আর কিছুই মুখে রুচবে না
Unique Style Garlic Paratha: অন্যদিকে আলুর পর ভরা পরোটা, পনির, ছাতু, ফুলকপি, মূলো, টমেটো সব রকম পুর ভরেই পরোটা বানানো যায়। পরোটা বানানোয় পঞ্জাবীদের কোনও তুলনা নেই। এই পরোটা তেলে ভেজে নয়, সেঁকে বানানো হয়