Dark spots on the skin: একদিনে ঘাড়-কনুইয়ের দাগ পরিষ্কার করুন ঘরোয়া এই টেটকায়
TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক
Feb 20, 2024 | 9:30 AM
Skin care tips: মুখে ৩০ সেকেন্ড ভাল করে ম্যাসাজ করে নিতে হবে। এই প্যাক ৫ মিনিট লাগিয়ে রাখুন। এবার মুখ ভাল করে ধুয়ে শুকনো করে মুছে নিতে হবে। এবার একটি মাস্ক বানিয়ে নিতে হবে
1 / 8
শীত গিয়ে গরম পড়তে শুরু করেছে। এখন ঋতু পরিবর্তন হচ্ছে সেই সঙ্গে খামখেয়ালি আবহাওয়াতে ত্বকের উপরও একটা প্রভাব পড়ছে। যে কারণে মুখ কালো হয়ে যাচ্ছে, চামড়া কুঁচকে যাচ্ছে সেই সঙ্গে ত্বকেরও একাধিক সমস্যা আসছে
2 / 8
এই সময় মুখে ভীষণ ভাবে দাগ ছোপ পড়ে। ক্রিম মেখে রোদে বেরনোয় ত্বক পুড়ে যায়। শীতের সময় অনেকেই ঠির করে ত্বকের যত্ন নেন না। আর তাই সেই কারণেও ধুলো ময়লা বেশি করে চেপে বসে
3 / 8
সব সময় ফেসিয়ালেও যে কাজ হয় এমনটা নয়। আর তাই বাড়িতেই বানিয়ে নিন এই প্যাক। এতে মুখের ট্যান, ময়লা সহজেই দূর হয়ে যাবে। দেখে নিন কী ভাবে বানাবেন। সাদা যে কোনও টুথপেস্ট হাফ চামচ নিতে হবে
4 / 8
এর মধ্যে ক্লোরাইড থাকে যে কারণে দাগ ছোপ সহজে উঠে যায়। ব্ল্যাক হেডস দূর করে। ট্যানও দূর করে। এই পেস্টের মধ্যে এক চামচ দুধ মিশিয়ে দিতে হবে। এই দুধ মিশিয়ে ভাল করে গুলে নিতে হবে। এবার তা মুখে লাগিয়ে নিতে হবে
5 / 8
গরমকাল পড়তে চলেছে। যাঁদের রোজ রোদে বেরোতে হয়, তাঁদের মুখে-হাতে ট্যান পড়া স্বাভাবিক ব্যাপার। ট্যান তুলতে ত্বক পরিচর্চা করার জন্য অনেকের কাছেই সময় নেই। তবে একেবারে সাধারণ উপায়েই ট্যান তুলে ত্বক উজ্জ্বল করে তুলতে পারেন
6 / 8
১ চামচ বেসন, ১ চামচ দুধ ভাল করে মিশিয়ে একটু নারকেল তেল মেশান। তিনটে উপকরণ ভাল করে মিশিয়ে নিতে হবে। এবার তা মুখে খুব ভাল করে লাগিয়ে নিতে হবে। এই মাস্ক ত্বকে গ্লো আনবে। ৫ মিনিট অপেক্ষা করুন
7 / 8
৫ মিনিট পর মুখ ভাল করে মুছে নিতে হবে। একদিনেই মুখ থেকে সানট্যান, দাগ ছোপ দূর করে নিতে পারবেন। স্নানের আগে এই প্যাক লাগিয়ে নিন। এরপর কোনও ফেসওয়াশ লাগাবেন না
8 / 8
স্নানের আগে এই প্যাক লাগালে ভাল উপকার পাবেন। সপ্তাহে একদিন লাগালেই মুখ পরিষ্কার হয়ে যাবে। এই প্যাক লাগানোর আগে মুখ ভাল করে ধুয়ে নিতে হবে। আর বাইরে বেরনোর আগে মুখে একটু সানস্ক্রিন লাগালেই হবে