Cracked Heels Care: ফাটা গোড়ালির যত্ন নিতে ক্লান্ত? জেনে নিন সহজ কিছু উপায়
TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Aug 19, 2023 | 5:03 PM
Beauty Tips: গোলাপ জলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য বর্তমান, যা কোষের ক্ষতি হওয়া প্রতিরোধ করে এবং ত্বকের শুষ্ক ভাব কমায়।
1 / 10
শীতকাল হোক বা গরম,পা ফাটার সমস্যা এখন সারা বছরই লেগে থাকে। এখন গরমেও অনেকে পা ফাটার সমস্যায় পড়েন। এর অন্যতম কারণ হল শরীরে পর্যাপ্ত জলের অভাব।
2 / 10
গরমের সময় অত্যধিক ঘাম হওয়ায় শরীর থেকে অনেকটা জল বেরিয়ে যায়। তাছাড়া, গ্রীষ্মকালে ডিহাইড্রেশনের সমস্যাও খুব বেশি হয়।
3 / 10
গরমকালে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে দূষণও। ধুলো-ময়লা, দূষণের প্রভাবে গোড়ালি ফাটার সমস্যা বেশি করে দেখা যায়।
4 / 10
এই সমস্যা থেকে মুক্তির কিছু ঘরোয়া উপায় রয়েছে। জা মানলেই দূর হবে এই সমস্যা। জানুন কী সেগুলি...
5 / 10
গোলাপ জলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য বর্তমান, যা কোষের ক্ষতি হওয়া প্রতিরোধ করে এবং ত্বকের শুষ্ক ভাব কমায়।
6 / 10
গ্লিসারিন ত্বকের আর্দ্রতা বজায় রাখে। ফাটা গোড়ালিকে ময়শ্চারাইজ করতে সাহায্য করে। ফাটা গোড়ালির সমস্যায় কীভাবে কাজে লাগাবেন এসব উপাদান?
7 / 10
এক টেবিল চামচ নুন, দুই টেবিল চামচ গ্লিসারিন, দুই চা চামচ গোলাপ জল, ও অর্ধেক গামলা গরম জল নিন। এবার এই উপাদানগুলি জলে মিশিয়ে নিন।
8 / 10
তাতে পা ডুবিয়ে রাখুন ১৫-২০ মিনিট ধরে। এরপর পিউমিক স্টোন দিয়ে গোড়ালি ও পায়ের ধারগুলো স্ক্রাবিং করে নিন। কাজ হবে।
9 / 10
এছাড়া ব্যবহার করতে পারেন পেট্রোলিয়াম জেলি। এই ধরনের জেলি ফাটা গোড়ালির আর্দ্রতা ফিরিয়ে আনতে সাহায্য করে।
10 / 10
মধুকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক। যা ফাটা গোড়ালির হাল ফেরায়। গরম জলে মধু মিশিয়ে তাতে পা ডুবিয়ে রাখুন। ফল পাবেন।