Monsoon: বর্ষাকালে চামড়ার জুতো, ব্যাগে ছত্রাক হচ্ছে? যত্ন নেবেন কী ভাবে?
ভাল চামড়ার জিনিসে ছাতা ধরে গেলে খুব মুশকিল। সহজে পরিষ্কার হয়না, পরিষ্কার হলেও যেন একটা হালকা দাগ থেকে যায়। চামড়ার জুতোর ক্ষেত্রেও তাই। আর জুতোয় যদি গন্ধ হয় তো কথাই নেই। তাই বর্ষাকালে চামড়ার জিনিসের বিশেষ যত্ন নেওয়া দরকার। কিন্তু কী উপায়ে দূরে রাখবেন ছত্রাক? রইল টিপস
1 / 8
বর্ষাকালে রাস্তায় বেরোলে হঠাৎ বৃষ্টিতে মাঝে মাঝে ভিজে যায় চামড়ার ব্যাগ, জুতো। বাড়িতে ফিরে সেই ভেজা ব্যাগ, জুতো শুকানোর জন্য রেখে দেন। কিছু দিন পরেই দেখা যায় চামড়ার ব্যাগে ছাতা ধরে গিয়েছে।
2 / 8
ভাল চামড়ার জিনিসে ছাতা ধরে গেলে খুব মুশকিল। সহজে পরিষ্কার হয়না, পরিষ্কার হলেও যেন একটা হালকা দাগ থেকে যায়। চামড়ার জুতোর ক্ষেত্রেও তাই। আর জুতোয় যদি গন্ধ হয় তো কথাই নেই। তাই বর্ষাকালে চামড়ার জিনিসের বিশেষ যত্ন নেওয়া দরকার। কিন্তু কী উপায়ে দূরে রাখবেন ছত্রাক? রইল টিপস
3 / 8
বর্ষাকালে চামড়া জুতো বা ব্যাগ সুতির পরিষ্কার কাপড়ে মুড়িয়ে রাখার চেষ্টা করুন। বাড়িতে পুরনো সুতির কাপড় থাকলে সেগুলি ব্যবহার করতে পারেন। যদি জুতো বা ব্যাগ রাখার জায়গা কাঠের হয়, তা হলে ছত্রাক হওয়ার সম্ভাবনা বেশি। তাই অন্য কোথাও রাখতে পারলে ভাল হয়।
4 / 8
বর্ষার জলে না ভিজে বা আর্দ্রতায় আমাদের পা ঘামে। ঘামের কারণে জুতোর মধ্যে স্যাঁতসেঁতে ভাব দেখা দেয়। তাই জুতোয় বাজে দুর্গন্ধ হয়। কাগজ দিয়ে জুতোর বাড়তি আর্দ্রতা পরিষ্কার করে দিলে ছাতা পড়ার সম্ভাবনা কমে।
5 / 8
চামড়ার জুতো, ব্যাগ, বেল্ট ব্যবহার করার পরে, সব সময়ে সুতির কাপড়ে মুছে তার পর রাখবেন। জল বা অন্য কোনও রাসায়নিক নয় শুকনো কাপর দিয়ে পরিষ্কার করে রাখুন। সামান্য পাউডার ছড়িয়ে দিতে পারেন।
6 / 8
চামড়ার জুতো বা ব্যাগ জলে ভিজে গেলে তাপ দিয়ে শুকোবেন না। বেশি তাপ দিলে চামড়া শক্ত হয়ে ফাটতে শুরু করবে। সারা রাত পাখার নীচে রেখে দিতে পারেন। খবরের কাগজ বা টিস্যু পেপার ভরে দিতে পারেন। তাতে অতিরিক্ত জল শুষে নেবে।
7 / 8
বাড়ি ফিরে নোংরা ব্যাগ, জুতো তুলে রাখবেন না। ময়লা থাকলে পুরোনো টুথব্রাশ দিয়ে পরিষ্কার করে নিন। খোলা হাওয়ায় কিছুক্ষণ রেখে দিন।
8 / 8
নিয়মিত পালিশ করুন। তা হলে চামড়ার জুতো ভাল এবং নরম থাকে। ময়লা হলে, সে দিনই পরিষ্কার করে নেওয়া প্রয়োজন। পরে পরিষ্কার করা মুশকিল হতে পারে৷।