AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Raw Milk For Skin: ফুটিয়ে নয়, কাঁচা দুধ এই ভাবে মুখে ম্যাসাজ করলেই জেল্লা ফেটে পড়বে

Face Pack: মুখের ট্যান দূর করতেও খুব ভাল কাজ করে কাঁচা দুধের ফেসপ্যাক। হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফিরিয়ে আনতেও তা কার্যকরী।

| Edited By: | Updated on: May 08, 2023 | 8:23 PM
Share
গরমে ত্বকের বেশি করে যত্ন নেওয়া প্রয়োজন। কারণ এই সময় জলের অভাবে ত্বক প্রয়োজনের তুলনায় বেশি শুষ্ক থাকে।

গরমে ত্বকের বেশি করে যত্ন নেওয়া প্রয়োজন। কারণ এই সময় জলের অভাবে ত্বক প্রয়োজনের তুলনায় বেশি শুষ্ক থাকে।

1 / 8
এছাড়াও বাইরের দূষণ, ঘাম, ধুলো, ধোঁয়াতে ত্বক তার প্রাকৃতিক জেল্লা হারিয়ে ফেলে। ত্বকের উপর ময়লার আস্তরণ পড়ে যায়। মুখে ক্লান্তির ছাপ আরও বেশি স্পষ্ট হয়ে ওঠে।

এছাড়াও বাইরের দূষণ, ঘাম, ধুলো, ধোঁয়াতে ত্বক তার প্রাকৃতিক জেল্লা হারিয়ে ফেলে। ত্বকের উপর ময়লার আস্তরণ পড়ে যায়। মুখে ক্লান্তির ছাপ আরও বেশি স্পষ্ট হয়ে ওঠে।

2 / 8
তাই গরমে নিয়ম করে স্ক্রাবিং করার পরামর্শ দেওয়া হয়। রোজ রোজ তো আর সেই স্ক্রাবিং এর সুযোগ থাকে না। ফেসওয়াশ দিয়ে মুখ ধোওয়ার সময়ও ঠিক করে ম্যাসাজ করা হয় না।

তাই গরমে নিয়ম করে স্ক্রাবিং করার পরামর্শ দেওয়া হয়। রোজ রোজ তো আর সেই স্ক্রাবিং এর সুযোগ থাকে না। ফেসওয়াশ দিয়ে মুখ ধোওয়ার সময়ও ঠিক করে ম্যাসাজ করা হয় না।

3 / 8
তাই অধিকাংশই ভরসা রাখেন পার্লার বা বাজার চলতি প্রোডাক্টের উপর। বাইরের এই সব প্রোডাক্টের মধ্যে রাসায়নিক অনেক বেশি পরিমাণে থাকে। এতে ত্বকের ক্ষতি হয়।

তাই অধিকাংশই ভরসা রাখেন পার্লার বা বাজার চলতি প্রোডাক্টের উপর। বাইরের এই সব প্রোডাক্টের মধ্যে রাসায়নিক অনেক বেশি পরিমাণে থাকে। এতে ত্বকের ক্ষতি হয়।

4 / 8
এক্ষেত্রে বাড়িতে থাকা কাঁচা দুধ কাজে লাগান রূপচর্চায়। কাঁচা দুধ ফ্রিজে রেখে ঠান্ডা করে তুলো দিয়ে পুরো মুখে লাগিয়ে নিন। এতেও মুখের যাবতীয় ময়লা উঠে আসবে।

এক্ষেত্রে বাড়িতে থাকা কাঁচা দুধ কাজে লাগান রূপচর্চায়। কাঁচা দুধ ফ্রিজে রেখে ঠান্ডা করে তুলো দিয়ে পুরো মুখে লাগিয়ে নিন। এতেও মুখের যাবতীয় ময়লা উঠে আসবে।

5 / 8
কাঁচা দুধ খুব ভাল ক্লিনজার। এর সঙ্গে কস্তূরী হলুদ আর মধু মিশিয়ে যদি ভাল করে ম্যাসাজ করেন তাহলে মুখে রক্ত সঞ্চালন খুব ভাল হবে।

কাঁচা দুধ খুব ভাল ক্লিনজার। এর সঙ্গে কস্তূরী হলুদ আর মধু মিশিয়ে যদি ভাল করে ম্যাসাজ করেন তাহলে মুখে রক্ত সঞ্চালন খুব ভাল হবে।

6 / 8
কাঁচা দুধের সঙ্গে শসার রস ও দই মিশিয়ে নিতে পারেন। পেঁপে গ্রেট করেও এক সঙ্গে মিশিয়ে নিতে পারেন। আপনি যদি এটির ফেসপ্যাক তৈরি করেন তবে এটি কিছুক্ষণ মুখে লাগিয়ে তারপর ম্যাসাজ করুন।

কাঁচা দুধের সঙ্গে শসার রস ও দই মিশিয়ে নিতে পারেন। পেঁপে গ্রেট করেও এক সঙ্গে মিশিয়ে নিতে পারেন। আপনি যদি এটির ফেসপ্যাক তৈরি করেন তবে এটি কিছুক্ষণ মুখে লাগিয়ে তারপর ম্যাসাজ করুন।

7 / 8
চালের গুঁড়োর সঙ্গে কাঁচা দুধ আর মধু মিশিয়ে স্ক্রাবও তৈরি করে নিতে পারেন। সপ্তাহে ২ দিন এই মিশ্রন বৃত্তাকারে মুখে ম্যাসাজ করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন।

চালের গুঁড়োর সঙ্গে কাঁচা দুধ আর মধু মিশিয়ে স্ক্রাবও তৈরি করে নিতে পারেন। সপ্তাহে ২ দিন এই মিশ্রন বৃত্তাকারে মুখে ম্যাসাজ করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন।

8 / 8