Amla Achar Recipe: এক বছরের জন্য আমলকী স্টোর করে রাখুন এইভাবে, শেষপাতে খেলে হবে না অম্বল
TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক
Nov 27, 2023 | 6:53 AM
Indian gooseberry pickle: আমলকী ভাল করে ধুয়ে শুকনো করে মুছুন। এবার গ্রেটারে আমলকী কুরে নিতে হবে। শুকনো কড়াইতে এক চামচ পাঁচফোড়ন দিয়ে হালকা ভেজে নিতে হবে
1 / 8
শীতের শুরুতে বাজারে এসেছে প্রচুর আমলকী। এখন যে পরিমাণ আমলকী পাওয়া যায় তা আর অন্য সময় পাওয়া যায় না। আমলকী রোদে শুকিয়ে অনেকেই মুখশুদ্ধি বানান
2 / 8
এছাড়াও আমলকী পাতলা পাতলা করে কেটে নুন, লঙ্কাগুঁড়ো মাখিয়ে রোদে ফেলে রাখুন। তিন-চারদিন এভাবে রোদ খাওয়ালে আমলকী খুবই ভাল খেতে লাগে
3 / 8
আমলকীর জুসও শরীরের জন্য খুব ভাল। শীতের দিনে রোজ সকালে এই জুস এককাপ করে খেলে অনেক উপকার পাবেন। তবে আমলকী এভাবে বানিয়ে অনেকদিন পর্যন্ত স্টোর করতে পারেন
4 / 8
আমলকী ভাল করে ধুয়ে শুকনো করে মুছুন। এবার গ্রেটারে আমলকী কুরে নিতে হবে। শুকনো কড়াইতে এক চামচ পাঁচফোড়ন দিয়ে হালকা ভেজে নিতে হবে
5 / 8
হালকা রং ধরলে এতে হাফ চামচ ধনে গুঁড়ো, জিরে, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে নেড়ে নিতে হবে। আঁচ কমিয়ে ভেজে নিয়ে দেড়বাটি গুঁড়ো করা গুড় এতে দিতে হবে
6 / 8
গুড় গলে আসলে গ্রেট করে রাখা আমলকী এতে মিশিয়ে নিন। এবার এতে স্বাদমতো নুন মিশিয়ে দিন। গুড় মাপ করে দেবেন, কারণ গুড় বেশি দিলে তবেই তা খেতে ভাল হবে
7 / 8
গুড় খুব ভাল করে পাক করে নিতে হবে। একদম শুকনো হয়ে এলে তারপর নামিয়ে নিন। কড়াইতে ছড়িয়ে ঠান্ডা করে তবেই কাঁচের কোনও জারে সংরক্ষণ করুন। মাধেমধ্যে রোদে দিতে ভুলবেন না
8 / 8
তৈরি আমলকীর মিষ্টি আচার। ভাত খেয়ে শেষপাতে এই আচার খেতে দারুণ লাগে। এই আচার খেলে হজম ভাল হয় সেই সঙ্গে মুখও ছাড়ে। তাই দেরী না করে বানিয়ে নিন ঝটপট