Jaya Bachchan’s Long Hair Secret: কোন টোটকায় এত সুন্দর চুল? নিজেই জানালেন বচ্চন ঘরণী
Long Hair Secret: বয়স বাড়লেও অমিতাভের স্ত্রী জয়ার সৌন্দর্যে ভাটা পড়েনি। তাঁর চুল অনেক মহিলারই ঈর্শার কারণ। সেই সৌন্দর্যের রহস্য সবাইকে জানিয়েছেন জয়া।
1 / 8
চুলের কীভাবে যত্ন নেন জয়া বচ্চন? তা তিনি নিজেই জানিয়েছেন নিজের নাতনি নভ্য নাভেলির শো-তে। বচ্চন ঘরণী তথা জনপ্রিয় অভিনেত্রী এবং বর্তমান সাংসদের চুলের সৌন্দর্যের রহস্য এখন প্রকাশ্যে।
2 / 8
বয়স বাড়লেও অমিতাভের স্ত্রী জয়ার সৌন্দর্যে ভাটা পড়েনি। তাঁর চুল অনেক মহিলারই ঈর্শার কারণ। সেই সৌন্দর্যের রহস্য সবাইকে জানিয়েছেন জয়া।
3 / 8
চুলের স্বাস্থ্য ঠিক রাখতে নারকেল তেলেই ভরসা রাখেন জয়া বচ্চন। নারকেল তেল, মেথি এবং কারি পাতার মিশ্রণ রোজ মাথায় লাগান তিনি। নিয়মিত এই পরিচর্যাতেই সুন্দর রয়েছে জয়ার কেশ।
4 / 8
কসমেটিক ডার্মাটোলজিস্ট রিঙ্কি কাপুরও নারকেল তেল, মেথি এবং কারিপাতার মিশ্রণ ব্যবহারের উপকারিতার কথা জানিয়েছেন।
5 / 8
রিঙ্কি কাপুর জানিয়েছেন, নারকেল তেলে রয়েছে মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড। বিশেষত লরিক অ্যাসিড, যার অ্যান্টি মাইক্রোবিয়াল গুণ রয়েছে। নারকেল তেল স্কাল্পের স্বাস্থ্য বজায় রাখে। সেখানে কোনও ফাঙ্গাল সংক্রমণ হতে দেয় না।
6 / 8
স্কাল্পকে ভালো রাখার পাশাপাশি চুলের আর্দ্রতা বজায় রাখতেও সাহায্য করে নারকেল তেল। চুলের গোড়া শক্ত করে চুল ওঠার সমস্যা থেকে মুক্তি দেয়।
7 / 8
কারি পাতা অ্যান্টিঅক্সিড্যান্টের পাওয়ার হাউস। এর পাশাপাশি বিটা ক্যারোটিন এভং প্রোটিন থাকে এতে। রিঙ্কি জানাচ্ছেন, এই গুণের জন্য চুলতে পাতলা হওয়া থেকে রক্ষা করে এবং চুলকে ভেঙে যাওয়ার হাত থেকে বাঁচায়।
8 / 8
মেথি বীজেও রয়েছে একাধিক প্রোটিন, নিকোটিনিক অ্যাসিড এবং লেসিথিন। তাই মিশ্রণে মেথির ব্যবহার চুলের গোড়া শক্ত করে চুল পড়া কমায়।