AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rented Lover: ভাড়ায় পাওয়া যাচ্ছে প্রেমিক-প্রেমিকা, ১৫০০ টাকা থেকে শুরু! কোথায় জানেন?

Rented Lover: একটি ভিডিয়ো পোস্ট করে বলেন তিনি ভাড়ার গার্লফ্রেন্ড হতে রাজি। ১৫০০-১০,০০০ টাকা অবধি একটি রেট কার্ড দেন তিনি।

| Updated on: Dec 10, 2024 | 1:22 PM
Share
সম্পর্ক ভারী আজব এক শব্দ। পৃথিবীতে কত রকমের যে সম্পর্ক হয় তার ইয়ত্তা নেই। বাবা-মা, কাকা-কাকিমা থেকে প্রেমের সম্পর্ক। ভালবাসার সম্পর্ক। স্নেহের সম্পর্ক। আদরের সম্পর্ক। দেওয়া নেওয়ার সম্পর্ক। কর্মসূত্রে সম্পর্ক। বন্ধুর সম্পর্ক। আবার কেবল শরীরের সম্পর্কও হয়।

সম্পর্ক ভারী আজব এক শব্দ। পৃথিবীতে কত রকমের যে সম্পর্ক হয় তার ইয়ত্তা নেই। বাবা-মা, কাকা-কাকিমা থেকে প্রেমের সম্পর্ক। ভালবাসার সম্পর্ক। স্নেহের সম্পর্ক। আদরের সম্পর্ক। দেওয়া নেওয়ার সম্পর্ক। কর্মসূত্রে সম্পর্ক। বন্ধুর সম্পর্ক। আবার কেবল শরীরের সম্পর্কও হয়।

1 / 8
সময়ের সঙ্গে বদলে বদলে যায়, সেই সব সম্পর্কের পটচিত্র। তৈরি হয় নতুন সংজ্ঞা। সৃষ্টি হয় নতুন শব্দবন্ধের। যেমন ধরুন একটা সময়ে বিয়ের পরে যত্ন নিয়ে সংসার সামলাতেন বেশিরভাগ মহিলাই। সময়ের সঙ্গে সংসার সামলানোর সঙ্গে সঙ্গেই এখন অর্থনৈতিকভাবেও স্বাধীন হয়ে উঠেছে তাঁরা। সেই সঙ্গেই এসেছে নতুন শব্দ 'ওয়ার্কিং ওম্যান'। যাঁরা বাড়িতে থেকে সুন্দর করে সাজিয়ে তোলেন সংসারটিকে তাঁদের আর 'গৃহবধু' বলা হয় না, বরং বলা হয় 'হোম মেকার'।

সময়ের সঙ্গে বদলে বদলে যায়, সেই সব সম্পর্কের পটচিত্র। তৈরি হয় নতুন সংজ্ঞা। সৃষ্টি হয় নতুন শব্দবন্ধের। যেমন ধরুন একটা সময়ে বিয়ের পরে যত্ন নিয়ে সংসার সামলাতেন বেশিরভাগ মহিলাই। সময়ের সঙ্গে সংসার সামলানোর সঙ্গে সঙ্গেই এখন অর্থনৈতিকভাবেও স্বাধীন হয়ে উঠেছে তাঁরা। সেই সঙ্গেই এসেছে নতুন শব্দ 'ওয়ার্কিং ওম্যান'। যাঁরা বাড়িতে থেকে সুন্দর করে সাজিয়ে তোলেন সংসারটিকে তাঁদের আর 'গৃহবধু' বলা হয় না, বরং বলা হয় 'হোম মেকার'।

2 / 8
তেমনই প্রেমের সম্পর্কের এখন অনেক নাম। অনেক সংজ্ঞা। স্রেফ প্রেমিক-প্রেমিকা ছাড়াও আছে সিচুয়েশনশিপ, বিঞ্জ ডেটিং, ক্যাসুয়াল ডেটিং, লং ডিসটেন্স রিলেশনশিপ, ওপেন রিলেশনশিপ, ডেটিং ফর ফান...হাজারো ধরনের প্রেম রয়েছে।

তেমনই প্রেমের সম্পর্কের এখন অনেক নাম। অনেক সংজ্ঞা। স্রেফ প্রেমিক-প্রেমিকা ছাড়াও আছে সিচুয়েশনশিপ, বিঞ্জ ডেটিং, ক্যাসুয়াল ডেটিং, লং ডিসটেন্স রিলেশনশিপ, ওপেন রিলেশনশিপ, ডেটিং ফর ফান...হাজারো ধরনের প্রেম রয়েছে।

3 / 8
তবে এই সব ডেটিং ছাড়াও রয়েছে বেশ কয়েকটি অদ্ভুত ধরনের সম্পর্ক। যা আজকাল বিভিন্ন দেশে বেশ প্রসিদ্ধ। সেখানে প্রেম করেই কিন্তু আপনি রোজগার করতে পারবেন। প্রেমটাও নাকি এক ধরনের পেশা। ভাড়ার বয়ফ্রেন্ড, ভাড়ার গার্লফ্রেন্ড, থেকে ওয়েডিং ডেস্ট্রয়ার আছে নানা ধরনের পেশা। জানেন সেগুলি কী কী?

তবে এই সব ডেটিং ছাড়াও রয়েছে বেশ কয়েকটি অদ্ভুত ধরনের সম্পর্ক। যা আজকাল বিভিন্ন দেশে বেশ প্রসিদ্ধ। সেখানে প্রেম করেই কিন্তু আপনি রোজগার করতে পারবেন। প্রেমটাও নাকি এক ধরনের পেশা। ভাড়ার বয়ফ্রেন্ড, ভাড়ার গার্লফ্রেন্ড, থেকে ওয়েডিং ডেস্ট্রয়ার আছে নানা ধরনের পেশা। জানেন সেগুলি কী কী?

4 / 8
ভাড়ার বয়ফ্রেন্ড - ভিয়েতনামে এই পেশার বেশ চল রয়েছে। নিজের বাবা-মাকে খুশি করতে দক্ষ ব্যাচেলার ছেলেদের বয়ফ্রেন্ড ভাড়া করেন। ভারতের মতো ভিয়েতনামেও একটা বয়সের পরে মেয়েদের বাড়িতে বইয়ের জন্য চাপ দেওয়া হয়। সেই সমস্যা দূর করতেই বাবা-মায়ের জন্য বয়ফ্রেন্ড ভাড়া নেওয়ার চল শুরু হয়েছে  দেশে।

ভাড়ার বয়ফ্রেন্ড - ভিয়েতনামে এই পেশার বেশ চল রয়েছে। নিজের বাবা-মাকে খুশি করতে দক্ষ ব্যাচেলার ছেলেদের বয়ফ্রেন্ড ভাড়া করেন। ভারতের মতো ভিয়েতনামেও একটা বয়সের পরে মেয়েদের বাড়িতে বইয়ের জন্য চাপ দেওয়া হয়। সেই সমস্যা দূর করতেই বাবা-মায়ের জন্য বয়ফ্রেন্ড ভাড়া নেওয়ার চল শুরু হয়েছে দেশে।

5 / 8
ভাড়ার প্রেমিকা -  জাপানে এই পেশার চল রয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল গার্লফ্রেন্ড নেওয়া জাপানে আইনিভাবেও সম্পূর্ণ বৈধ। নিজের একাকিত্ব কাটাতে আপনি চাইলে গার্লফ্রেন্ড ভাড়া করতে পারেন। একটি প্রতিবেদনের রিপোর্ট অনুসারে, জাপানে এখন ৬০০০ ইয়েন (ভারতীয় মুদ্রায় ৩০০০টাকার বেশি) প্রতি ঘণ্টায় প্রেমিকা ভাড়া পাওয়া যায়। অন্তত দু'ঘণ্টার জন্য ভাড়া নিতেই হয়। অবশ্য প্রথমবার ভাড়া নিলে কোনও এক্সট্রা চার্জ দিতে হয় না। সম্প্রতি সমাজমাধ্যমে দিল্লির এক মহিলা একটি ভিডিয়ো পোস্ট করে বলেন তিনি ভাড়ার গার্লফ্রেন্ড হতে রাজি। ১৫০০-১০,০০০ টাকা অবধি একটি রেট কার্ড দেন তিনি।

ভাড়ার প্রেমিকা - জাপানে এই পেশার চল রয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল গার্লফ্রেন্ড নেওয়া জাপানে আইনিভাবেও সম্পূর্ণ বৈধ। নিজের একাকিত্ব কাটাতে আপনি চাইলে গার্লফ্রেন্ড ভাড়া করতে পারেন। একটি প্রতিবেদনের রিপোর্ট অনুসারে, জাপানে এখন ৬০০০ ইয়েন (ভারতীয় মুদ্রায় ৩০০০টাকার বেশি) প্রতি ঘণ্টায় প্রেমিকা ভাড়া পাওয়া যায়। অন্তত দু'ঘণ্টার জন্য ভাড়া নিতেই হয়। অবশ্য প্রথমবার ভাড়া নিলে কোনও এক্সট্রা চার্জ দিতে হয় না। সম্প্রতি সমাজমাধ্যমে দিল্লির এক মহিলা একটি ভিডিয়ো পোস্ট করে বলেন তিনি ভাড়ার গার্লফ্রেন্ড হতে রাজি। ১৫০০-১০,০০০ টাকা অবধি একটি রেট কার্ড দেন তিনি।

6 / 8
ওয়েডিং ডেস্ট্রয়্যার - স্পেনের এক যুবকের মস্তিষ্ক প্রসূত এই পেশা। টাকার বিনিময়ে কন্ট্রাক্ট নিয়ে লোকের বিয়েতে ভাঙচি দেওয়া শুরু করেন তিনি। ক্রমেই স্পেনে জনপ্রিয় হয়ে ওঠে এই পেশা।

ওয়েডিং ডেস্ট্রয়্যার - স্পেনের এক যুবকের মস্তিষ্ক প্রসূত এই পেশা। টাকার বিনিময়ে কন্ট্রাক্ট নিয়ে লোকের বিয়েতে ভাঙচি দেওয়া শুরু করেন তিনি। ক্রমেই স্পেনে জনপ্রিয় হয়ে ওঠে এই পেশা।

7 / 8
ফ্রিক ম্যাচিং - ফ্রিক ম্যাচিং আমেরিকাতে প্রসিদ্ধ এক ধরনের ডেটিং। অর্থাৎ যুবক-যুবতীরা এমন কোনও ব্যক্তির সঙ্গে ডেটে যেতে পছন্দ করেন যাঁর এনার্জি, এবং পছন্দের সঙ্গে তাঁর মিল রয়েছে।

ফ্রিক ম্যাচিং - ফ্রিক ম্যাচিং আমেরিকাতে প্রসিদ্ধ এক ধরনের ডেটিং। অর্থাৎ যুবক-যুবতীরা এমন কোনও ব্যক্তির সঙ্গে ডেটে যেতে পছন্দ করেন যাঁর এনার্জি, এবং পছন্দের সঙ্গে তাঁর মিল রয়েছে।

8 / 8