পুদিনা পাতা, লেবুর রস, বিটনুন, মধু ও মৌরি মিক্সিতে দিয়ে বেটে নিন। কাচের গ্লাসে ঢেলে মিশিয়ে দিন কয়েক টুকরো বরফ। এখানেই শেষ নয়, পাতলা করে কাটা শসার টুকরো ও তুলসীর বীজ ফেলে দিতে পারেন। এই পানীয় নিয়মিত পান করলে বদল আসবে ত্বকেও। রুক্ষ, জেল্লাহীন ত্বক হয়ে উঠবে সজীব।