Glowing Skin: রান্নাঘরে থাকা সামগ্রী দিয়ে বানান ‘ম্যাজিক ওয়াটার’! ত্বক হয়ে উঠবে বলি সুন্দরীর মতো উজ্জ্বল

| Updated on: Jul 21, 2024 | 2:42 PM
হাতের কাছের উপাদানে তৈরি হবে 'ম্যাজিক ওয়াটার'। ফিরবে ত্বকের জেল্লা। এমনিতেই চারিদিকে দূষণের প্রকোপ। তার উপরে রয়েছে নিত্য নৈমিত্তিক কাজের চাপ, সংসারের চাপ। আরও নানা দুশ্চিন্তা!

হাতের কাছের উপাদানে তৈরি হবে 'ম্যাজিক ওয়াটার'। ফিরবে ত্বকের জেল্লা। এমনিতেই চারিদিকে দূষণের প্রকোপ। তার উপরে রয়েছে নিত্য নৈমিত্তিক কাজের চাপ, সংসারের চাপ। আরও নানা দুশ্চিন্তা!

1 / 8
এই সব কিছুর প্রভাব পড়ে আমাদের ত্বকের উপর। দিন দিন হারিয়ে যায় আমাদের ত্বকের জেল্লা। তার সঙ্গে বয়স জনিত কারণ তো রয়েছেই। অথচ রোজকার ব্যস্ত জীবনে আলাদা করে ত্বকের যত্ন নেওয়ার সময় প্রায় নেই বললেই চলে। তা হলে উপায়?

এই সব কিছুর প্রভাব পড়ে আমাদের ত্বকের উপর। দিন দিন হারিয়ে যায় আমাদের ত্বকের জেল্লা। তার সঙ্গে বয়স জনিত কারণ তো রয়েছেই। অথচ রোজকার ব্যস্ত জীবনে আলাদা করে ত্বকের যত্ন নেওয়ার সময় প্রায় নেই বললেই চলে। তা হলে উপায়?

2 / 8
ত্বক ও চুলের সৌন্দর্য প্রয়োজন পেট ভাল থাকা। পেট পরিষ্কার না হলে ব্রণ বের হয়, লিভারে সমস্যা হলে মুখে ফুটে ওঠে কালচে ভাব। শরীরে জলের অভাব হলে ত্বক রুক্ষ হয়ে যায়।

ত্বক ও চুলের সৌন্দর্য প্রয়োজন পেট ভাল থাকা। পেট পরিষ্কার না হলে ব্রণ বের হয়, লিভারে সমস্যা হলে মুখে ফুটে ওঠে কালচে ভাব। শরীরে জলের অভাব হলে ত্বক রুক্ষ হয়ে যায়।

3 / 8
শরীর আর্দ্র রাখতে ও সুস্থ রাখতে লেবু ও পুদিনা দিয়েই বানিয়ে ফেলতে পারেন 'ম্যাজিক ওয়াটার'। এই শরবত নিয়মিত পান করলে রুক্ষ ত্বকেও আসবে প্রাণ।

শরীর আর্দ্র রাখতে ও সুস্থ রাখতে লেবু ও পুদিনা দিয়েই বানিয়ে ফেলতে পারেন 'ম্যাজিক ওয়াটার'। এই শরবত নিয়মিত পান করলে রুক্ষ ত্বকেও আসবে প্রাণ।

4 / 8
পুদিনা পাতা, লেবুর রস, বিটনুন, মধু ও মৌরি মিক্সিতে দিয়ে বেটে নিন। কাচের গ্লাসে ঢেলে মিশিয়ে দিন কয়েক টুকরো বরফ। এখানেই শেষ নয়, পাতলা করে কাটা শসার টুকরো ও তুলসীর বীজ ফেলে দিতে পারেন। এই পানীয় নিয়মিত পান করলে বদল আসবে ত্বকেও। রুক্ষ, জেল্লাহীন ত্বক হয়ে উঠবে সজীব।

পুদিনা পাতা, লেবুর রস, বিটনুন, মধু ও মৌরি মিক্সিতে দিয়ে বেটে নিন। কাচের গ্লাসে ঢেলে মিশিয়ে দিন কয়েক টুকরো বরফ। এখানেই শেষ নয়, পাতলা করে কাটা শসার টুকরো ও তুলসীর বীজ ফেলে দিতে পারেন। এই পানীয় নিয়মিত পান করলে বদল আসবে ত্বকেও। রুক্ষ, জেল্লাহীন ত্বক হয়ে উঠবে সজীব।

5 / 8
পুদিনা হজমে সহায়ক। আবার শরীর ঠান্ডা করে। প্রদাহজনিত কষ্ট কমায়। এতে আছে স্যালিসিলিক অ্যাসিড। ব্রণ বা পেট ভাল না থাকলে ত্বকে কালচে ছোপ পড়ে। পুদিনা নিয়মিত খেলে সেই সমস্যার সমাধান হতে পারে।

পুদিনা হজমে সহায়ক। আবার শরীর ঠান্ডা করে। প্রদাহজনিত কষ্ট কমায়। এতে আছে স্যালিসিলিক অ্যাসিড। ব্রণ বা পেট ভাল না থাকলে ত্বকে কালচে ছোপ পড়ে। পুদিনা নিয়মিত খেলে সেই সমস্যার সমাধান হতে পারে।

6 / 8
লেবুতে থাকে ভিটামিন সি। রোগ প্রতিরোধে যা বিশেষ সহায়ক। এতে থাকে অ্যান্টি অক্সিড্যান্ট। যা ত্বক ভাল রাখতে সাহায্য করে।

লেবুতে থাকে ভিটামিন সি। রোগ প্রতিরোধে যা বিশেষ সহায়ক। এতে থাকে অ্যান্টি অক্সিড্যান্ট। যা ত্বক ভাল রাখতে সাহায্য করে।

7 / 8
মধুতে আছে অ্যান্টি অক্সিড্যান্ট। যা ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করে। মধু ছাড়াও বাকি সব উপাদান শরীরের জন্য বেশ উপকারী।

মধুতে আছে অ্যান্টি অক্সিড্যান্ট। যা ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করে। মধু ছাড়াও বাকি সব উপাদান শরীরের জন্য বেশ উপকারী।

8 / 8
Follow Us: