মুখ জুড়ে দাগছোপ? এক সপ্তাহেই নিস্তার পাবেন এই ফেস মাস্কে

Mar 12, 2024 | 11:21 AM

Pumpkin Face Mask: যে সবজিটিকে একেবারেই ভালবেসে খান না, সেটিকে তাহলে অন্যভাবে ব্যবহার করতে পারেন। অনেকেই এমন আছেন, যারা কুমড়ো খেতে একেবারেই ভালবাসেন না। তবে আপনিও যদি সেই তালিকায় পড়েন, তাহলে সেটিকে ত্বক উজ্জ্বল করার জন্য ব্যবহার করতে পারেন। দেখে নিন কীভাবে কুমড়ো ফেস মাস্ক বানাবেন?

1 / 8
যে সবজিটিকে একেবারেই ভালবেসে খান না, সেটিকে তাহলে অন্যভাবে ব্যবহার করতে পারেন। অনেকেই এমন আছেন, যারা কুমড়ো খেতে একেবারেই ভালবাসেন না।

যে সবজিটিকে একেবারেই ভালবেসে খান না, সেটিকে তাহলে অন্যভাবে ব্যবহার করতে পারেন। অনেকেই এমন আছেন, যারা কুমড়ো খেতে একেবারেই ভালবাসেন না।

2 / 8
তবে আপনিও যদি সেই তালিকায় পড়েন, তাহলে সেটিকে ত্বক উজ্জ্বল করার জন্য ব্যবহার করতে পারেন। দেখে নিন কীভাবে কুমড়ো ফেস মাস্ক বানাবেন?

তবে আপনিও যদি সেই তালিকায় পড়েন, তাহলে সেটিকে ত্বক উজ্জ্বল করার জন্য ব্যবহার করতে পারেন। দেখে নিন কীভাবে কুমড়ো ফেস মাস্ক বানাবেন?

3 / 8
এর জন্য প্রথমে একটু কুমড়ো নিয়ে তা পেস্ট করে নিন। এবার সেই কুমড়ার পিউরিতে কয়েক ফোঁটা মধু ও দুধ মিশিয়ে ফেস মাস্ক তৈরি করতে পারেন।

এর জন্য প্রথমে একটু কুমড়ো নিয়ে তা পেস্ট করে নিন। এবার সেই কুমড়ার পিউরিতে কয়েক ফোঁটা মধু ও দুধ মিশিয়ে ফেস মাস্ক তৈরি করতে পারেন।

4 / 8
কুমড়ো ত্বককে নরম ও উজ্জ্বল করতে সাহায্য করে। এতে প্রচুর পরিমাণে নজাইম এবং আলফা হাইড্রক্সি অ্যাসিড (AHA) রয়েছে, যা ত্বককে এক্সফোলিয়েট করে।

কুমড়ো ত্বককে নরম ও উজ্জ্বল করতে সাহায্য করে। এতে প্রচুর পরিমাণে নজাইম এবং আলফা হাইড্রক্সি অ্যাসিড (AHA) রয়েছে, যা ত্বককে এক্সফোলিয়েট করে।

5 / 8
এবার দেখে নিন কীভাবে লাগাবেন এই ফেস মাস্ক? এই কুমড়োর ফেস মাস্ক লাগানোর আগে, মুখ ভাল করে পরিষ্কার করুন এবং তারপর 15-20 মিনিটের জন্য রেখে দিন। পরে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।

এবার দেখে নিন কীভাবে লাগাবেন এই ফেস মাস্ক? এই কুমড়োর ফেস মাস্ক লাগানোর আগে, মুখ ভাল করে পরিষ্কার করুন এবং তারপর 15-20 মিনিটের জন্য রেখে দিন। পরে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।

6 / 8
কুমড়োকে আপনি বডি স্ক্রাব হিসেবেও কাজে লাগাতে পারেন। এর জন্য ব্রাউন সুগার এবং অলিভ অয়েলের সঙ্গে কুমড়ার পিউরি মিশিয়ে বডি স্ক্রাব হিসেবে ব্যবহার করতে হবে।

কুমড়োকে আপনি বডি স্ক্রাব হিসেবেও কাজে লাগাতে পারেন। এর জন্য ব্রাউন সুগার এবং অলিভ অয়েলের সঙ্গে কুমড়ার পিউরি মিশিয়ে বডি স্ক্রাব হিসেবে ব্যবহার করতে হবে।

7 / 8
ব্রাউন সুগার এবং কুমড়া একসঙ্গে তাদের প্রাকৃতিক এনজাইম দিয়ে ত্বককে আলতো করে এক্সফোলিয়েট করে। অলিভ অয়েল ত্বককে গভীরভাবে ময়শ্চারাইজ করে, এটিকে নরম ও মসৃণ করতে সাহায্য করে।

ব্রাউন সুগার এবং কুমড়া একসঙ্গে তাদের প্রাকৃতিক এনজাইম দিয়ে ত্বককে আলতো করে এক্সফোলিয়েট করে। অলিভ অয়েল ত্বককে গভীরভাবে ময়শ্চারাইজ করে, এটিকে নরম ও মসৃণ করতে সাহায্য করে।

8 / 8
এর জন্য আপনাকে প্রথমে ভাল করে মুখ ধুতে হবে। তারপরে কয়েক মিনিটের জন্য আলতো হাতে স্ক্রাব করতে হবে। তারপরে সেই মিশ্রন মুখে রেখে জল দিয়ে ধুয়ে ফেললেই তফাৎ বুঝতে পারবেন।

এর জন্য আপনাকে প্রথমে ভাল করে মুখ ধুতে হবে। তারপরে কয়েক মিনিটের জন্য আলতো হাতে স্ক্রাব করতে হবে। তারপরে সেই মিশ্রন মুখে রেখে জল দিয়ে ধুয়ে ফেললেই তফাৎ বুঝতে পারবেন।

Next Photo Gallery