Summer Skin Care: গোলাপ জলের সঙ্গে এই একটা উপাদান মেশালেই ফুসকুড়ি থেকে ট্যান সব থেকে মুক্তি
megha |
Mar 13, 2024 | 5:30 PM
Multani Mitti for Skin Care: মুখ থেকে অতিরিক্ত তেল পরিষ্কার করতে ফেসওয়াশই ভরসা। কিন্তু ফেসওয়াশ সাময়িক রেহাই দেয় চিটচিটে ভাব থেকে। দীর্ঘ সময়ের জন্য নিস্তার মিলবে না তৈলাক্ত ভাব থেকে। এর জন্য আপনাকে ঘরোয়া টোটকার সাহায্য নিতে হবে। একটা উপাদান ব্যবহার করলেই সব সমস্যা থেকে মুক্তি মিলবে।
1 / 8
গরমকাল মানেই মুখ জুড়ে তেলতেলে ভাব। তৈলাক্ত ত্বক না হলেও ঘাম, দূষণে মুখে চিটচিটে ভাব বৃদ্ধি পায়। তার সঙ্গে ত্বক নিস্তেজ দেখায়। অনেক সময় ব্রণর সমস্যাও বাড়ে এসব কারণে।
2 / 8
মুখ থেকে অতিরিক্ত তেল পরিষ্কার করতে ফেসওয়াশই ভরসা। কিন্তু ফেসওয়াশ সাময়িক রেহাই দেয় চিটচিটে ভাব থেকে। দীর্ঘ সময়ের জন্য নিস্তার মিলবে না তৈলাক্ত ভাব থেকে। এর জন্য আপনাকে ঘরোয়া টোটকার সাহায্য নিতে হবে।
3 / 8
বাজারচলতি ফেসওয়াশ, ফেসপ্যাকের বদলে মুলতানি মাটি ব্যবহার করুন। মুলতানি মাটি এমন একটি প্রাকৃতিক উপাদান, যা ত্বককে অতিরিক্ত তেল পরিষ্কার করার পাশাপাশি সিবাম নিঃসরণকেও নিয়ন্ত্রণ করে। পাশাপাশি ব্রণর সমস্যা কমায়।
4 / 8
এ বিষয়ে কোনও সন্দেহ নেই যে ত্বকের উপর মুলতানি মাটি দুর্দান্ত এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে। এটি কোনও পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই মৃত কোষ পরিষ্কার করে দেয়। স্ক্রাব হিসেবে মুলতানি মাটি ব্যবহার করলেও ত্বকের উপর চাপ পড়ে না।
5 / 8
প্রখর রোদ, ঘাম, দূষণের জেরে ত্বকের উপর মারাত্মক চাপ পড়ে। অনেক সময় রোদে বেরোলে ত্বক জ্বলতে থাকে। এসব সমস্যা থেকে মুক্তি পেতে গোলাপ জলের সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে মুখে মাখুন। ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেললেই ত্বকে সতেজতা অনুভব করবেন।
6 / 8
ত্বক থেকে অতিরিক্ত তেল, ময়লা পরিষ্কারের পাশাপাশি মুলতানি মাটি ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডসের সমস্যাও দূর করে। এমনকি ব্রণর সমস্যা দূর করে দেয় মুলতানি মাটি। এতে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান ত্বকের প্রদাহ কমায়।
7 / 8
প্রতিদিন মুলতানি মাটি ব্যবহার করলে ত্বকের জেল্লা বাড়ে। এটি অতিরিক্ত তেল শুষে নিয়ে ওপেন পোরসের সমস্যা দূর করে। এতে ত্বকে অকাল বার্ধক্য দেখা যায় না। যখন ফেসওয়াশ ব্যবহার করেন, তখনই গোলাপ জলে মুলতানি মাটি মিশিয়ে মুখে মাখতে পারেন।
8 / 8
স্নানের সময় ত্বকে মুলতানি মাটি মাখার পাশাপাশি স্ক্যাল্পেও ব্যবহার করুন। মুলতানি মাটি স্ক্যাল্পে মাখলে সমস্ত তেল, ময়লা ও খুশকি পরিষ্কার হয়ে যাবে। এমনকি চুলের দুর্গন্ধ থেকেও মুক্তি পাবেন।