Hair Fall Control Tips: চিরতরে বন্ধ হবে চুলপড়া আর গজাবে নতুন চুল এই টোটকাতেই

Best Hair Fall Treatment: চুলের যত্ন নিতে আদা আর লবঙ্গ এভাবে থেঁতো করে নিয়ে চুলের গোড়ায় লাগান, এতে চুল পড়া কমবে আর গোড়াও শক্ত হবে

| Edited By: | Updated on: Jul 13, 2023 | 4:27 PM
বর্ষাকালে চুল নিয়ে সকলেই সমস্যায় ভোগেন। যদিও আজকাল চুল নিয়ে এই সমস্যা সারা বছরই লেগে থাকে। এই ভ্যাপসা গরম, ঘামে চুলের গোড়া অনেক বেশি আলগা হয়ে যাচ্ছে।

বর্ষাকালে চুল নিয়ে সকলেই সমস্যায় ভোগেন। যদিও আজকাল চুল নিয়ে এই সমস্যা সারা বছরই লেগে থাকে। এই ভ্যাপসা গরম, ঘামে চুলের গোড়া অনেক বেশি আলগা হয়ে যাচ্ছে।

1 / 8
যে কারণে চুল বেশি ছিঁড়ে যাচ্ছে। ঘাম চুলের গোড়ায় বসলে সেখান থেকে চুল চটচট করা, মাথা চুলকোনো, ইনফেকশনের সম্ভাবনা বেড়ে যায়।

যে কারণে চুল বেশি ছিঁড়ে যাচ্ছে। ঘাম চুলের গোড়ায় বসলে সেখান থেকে চুল চটচট করা, মাথা চুলকোনো, ইনফেকশনের সম্ভাবনা বেড়ে যায়।

2 / 8
আর তাই বর্ষায় এই টোটকায় চুলের যত্ন নিলে একটা চুলও পড়বে না। সেই সঙ্গে চুল ভাল থাকবে। শরীর যদি দুর্বল থাকে, শরীরে যদি ভিটামিন বি ৭ এর অভাব হয় তাহলেও কিন্তু চুল পড়তে পারে।

আর তাই বর্ষায় এই টোটকায় চুলের যত্ন নিলে একটা চুলও পড়বে না। সেই সঙ্গে চুল ভাল থাকবে। শরীর যদি দুর্বল থাকে, শরীরে যদি ভিটামিন বি ৭ এর অভাব হয় তাহলেও কিন্তু চুল পড়তে পারে।

3 / 8
চুলের জন্য খুব ভাল হল আদা। আদার রস চুলের গোড়ায় লাগালে চুল পড়া বন্ধ হবে। নতুন চুল গজাতেও সাহায্য করে আদা। তবে আদার খোয়াও উপকারী।

চুলের জন্য খুব ভাল হল আদা। আদার রস চুলের গোড়ায় লাগালে চুল পড়া বন্ধ হবে। নতুন চুল গজাতেও সাহায্য করে আদা। তবে আদার খোয়াও উপকারী।

4 / 8
Hair Fall Control Tips: চিরতরে বন্ধ হবে চুলপড়া আর গজাবে নতুন চুল এই টোটকাতেই

5 / 8
লবঙ্গও চুলের গ্রোথে সাহায্য করে। এক চামচ জলে এই আদার পেস্ট গুলো নিয়ে ছেঁকে নিতে হবে। এর মধ্যে এবার ১ চামচ সরষের তেল মিশিয়ে নিন।

লবঙ্গও চুলের গ্রোথে সাহায্য করে। এক চামচ জলে এই আদার পেস্ট গুলো নিয়ে ছেঁকে নিতে হবে। এর মধ্যে এবার ১ চামচ সরষের তেল মিশিয়ে নিন।

6 / 8
এবার এই মিশ্রণ রাতে ঘুমোতে যাওয়ার আগে চুলের গোড়ায় খুব ভাল করে লাগিয়ে নিতে হবে। হালকা হাতে ভাল করে ম্যাসাজ করে নিতে হবে। এবার আলগা একটা বিনুনি করে নিতে হবে।

এবার এই মিশ্রণ রাতে ঘুমোতে যাওয়ার আগে চুলের গোড়ায় খুব ভাল করে লাগিয়ে নিতে হবে। হালকা হাতে ভাল করে ম্যাসাজ করে নিতে হবে। এবার আলগা একটা বিনুনি করে নিতে হবে।

7 / 8
পরদিন সকালে শ্যাম্পু করে নিতে হবে। চুল ভাল করে শুকিয়ে নিলেই দেখবেন চুল অনেক বেশি উজ্জ্বল হয়েছে। আর চুলের স্বাস্থ্য ভাল থাকবে। চুল পড়াও কমবে মাত্র কয়েকদিনেই।

পরদিন সকালে শ্যাম্পু করে নিতে হবে। চুল ভাল করে শুকিয়ে নিলেই দেখবেন চুল অনেক বেশি উজ্জ্বল হয়েছে। আর চুলের স্বাস্থ্য ভাল থাকবে। চুল পড়াও কমবে মাত্র কয়েকদিনেই।

8 / 8
Follow Us: