Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Online Shopping: অনলাইনেই চলছে দীপাবলির কেনাকাটা?এইগুলি না জানলে হয়ে যেতে পারে বড় ক্ষতি

Online Shopping: জিনিস তো পাবেন নাই, উলটে একগাদা টাকা খুইয়ে বসে থাকতে হবে আপনাকে। তাহলে উপায়? কী করবেন? চিন্তা নেই, ভয় পাবেন না, বরং মেনে চলুন নীচের টিপসগুলি, তাহলেই হবে মুশকিল আসান।

| Updated on: Oct 20, 2024 | 12:46 PM
সামনেই দীপাবলি। আর দীপাবলি মানেই তার কেনাকাটা তো আছেই। তবে অফিসের যা চাপ, তাতে আর দোকানে গিয়ে কেনাকাটা করার সময় হয় না। ছুটির দিনেও অফিসের কাজ করেই কেটে যাচ্ছে! কিন্তু তাই বলে তো আর পুজোয় পুরনো জামা-কাপর পরে থাকা যায় না।

সামনেই দীপাবলি। আর দীপাবলি মানেই তার কেনাকাটা তো আছেই। তবে অফিসের যা চাপ, তাতে আর দোকানে গিয়ে কেনাকাটা করার সময় হয় না। ছুটির দিনেও অফিসের কাজ করেই কেটে যাচ্ছে! কিন্তু তাই বলে তো আর পুজোয় পুরনো জামা-কাপর পরে থাকা যায় না।

1 / 8
অগত্যা ভরসা সেই অনলাইন শপিং। বাড়িতে বসে মোবাইলেই হবে কেনাকাটা। যা চাইবেন তাই পাবেন। জুতো, জামা, ঘর সাজাবার সামগ্রী থেকে শুরু করে গিফট আইটেম সব কিছুই। এ যেন 'আলাদীনের আশ্চর্য প্রদীপ'। এক ক্লিকে কাজ শেষ। তাই যত দিন যাচ্ছে বাড়ছে অনলাইন শপিন-এর বহর।

অগত্যা ভরসা সেই অনলাইন শপিং। বাড়িতে বসে মোবাইলেই হবে কেনাকাটা। যা চাইবেন তাই পাবেন। জুতো, জামা, ঘর সাজাবার সামগ্রী থেকে শুরু করে গিফট আইটেম সব কিছুই। এ যেন 'আলাদীনের আশ্চর্য প্রদীপ'। এক ক্লিকে কাজ শেষ। তাই যত দিন যাচ্ছে বাড়ছে অনলাইন শপিন-এর বহর।

2 / 8
তবে শুধু তো কিনলেই হল না। এখন অনলাইনে কেনাকাটা করার জন্য হাজারটা ওয়েবসাইট রয়েছে। তার মধ্যে ছড়ানো থাকে নানা রকম প্রতারণার জাল। ঠিক জেনে বুঝে না নিয়ে এগোলেই কিন্তু সর্বনাশ। জিনিস তো পাবেন নাই, উলটে একগাদা টাকা খুইয়ে বসে থাকতে হবে আপনাকে। তাহলে উপায়? কী করবেন? চিন্তা নেই, ভয় পাবেন না, বরং মেনে চলুন নীচের টিপসগুলি, তাহলেই হবে মুশকিল আসান।

তবে শুধু তো কিনলেই হল না। এখন অনলাইনে কেনাকাটা করার জন্য হাজারটা ওয়েবসাইট রয়েছে। তার মধ্যে ছড়ানো থাকে নানা রকম প্রতারণার জাল। ঠিক জেনে বুঝে না নিয়ে এগোলেই কিন্তু সর্বনাশ। জিনিস তো পাবেন নাই, উলটে একগাদা টাকা খুইয়ে বসে থাকতে হবে আপনাকে। তাহলে উপায়? কী করবেন? চিন্তা নেই, ভয় পাবেন না, বরং মেনে চলুন নীচের টিপসগুলি, তাহলেই হবে মুশকিল আসান।

3 / 8
ভরসাযোগ্য ওয়েবসাইট - যেখান থেকে জিনিস কিনছেন সেখানে নিজের ব্যক্তিগত তথ্য, মোবাইল নম্বর দেওয়ার আগে সেই ওয়েবসাইটটি ভরসাযোগ্য কি না তা দেখে নিন। অ্যামাজন বা ফ্লিপকার্ট ছাড়াও এখন অনেক ভাল ভাল ওয়েবসাইট রয়েছে যেখানে কম দামে ভাল জিনিস পাওয়া যায়। সেগুলিতেও আপনি অনলাইনে অর্ডার করতে পারেন কিন্তু তার আগে সেই ওয়েবসাইটি ভরসাযোগ্য কিনা তা দেখে নিন।

ভরসাযোগ্য ওয়েবসাইট - যেখান থেকে জিনিস কিনছেন সেখানে নিজের ব্যক্তিগত তথ্য, মোবাইল নম্বর দেওয়ার আগে সেই ওয়েবসাইটটি ভরসাযোগ্য কি না তা দেখে নিন। অ্যামাজন বা ফ্লিপকার্ট ছাড়াও এখন অনেক ভাল ভাল ওয়েবসাইট রয়েছে যেখানে কম দামে ভাল জিনিস পাওয়া যায়। সেগুলিতেও আপনি অনলাইনে অর্ডার করতে পারেন কিন্তু তার আগে সেই ওয়েবসাইটি ভরসাযোগ্য কিনা তা দেখে নিন।

4 / 8
এক ভুল বারবার নয় - ছবি দেখে জিনিস বুঝতে হয় বলে মাপ ও রং চোখে দেখে পরখের উপায় এখানে থাকে না। আর এখানেই হয় ভুল। ছবিতে যে মাপ বা রং দেখলেন, জিনিস এসে পৌঁছলে তা মিলল না। এমন হতেই পারে। তাই আগে ঠকেছেন এমন সাইট থেকে সতর্ক হোন, দরকারে মাপ, রং এগুলো বার বার যাচাই করুন। এর পরেও ভুল হলে বদলানো ছাড়া উপায় নেই।

এক ভুল বারবার নয় - ছবি দেখে জিনিস বুঝতে হয় বলে মাপ ও রং চোখে দেখে পরখের উপায় এখানে থাকে না। আর এখানেই হয় ভুল। ছবিতে যে মাপ বা রং দেখলেন, জিনিস এসে পৌঁছলে তা মিলল না। এমন হতেই পারে। তাই আগে ঠকেছেন এমন সাইট থেকে সতর্ক হোন, দরকারে মাপ, রং এগুলো বার বার যাচাই করুন। এর পরেও ভুল হলে বদলানো ছাড়া উপায় নেই।

5 / 8
মতামত - যে জিনিসটি কিনছেন, রিভিউ বিভাগে গিয়ে তার সম্পর্কে মতামত দেখুন। কেবল নকশা বা চটকদার রঙে নয়, বরং রিভিউয়ে মজুন আগে। ভাল ও খারাপ বলে দেগে দেওয়ার জন্য বেশ কিছু স্টার মার্কিং থাকে। কোনও পোশাক কতগুলো স্টার মার্ক পেল ও তার ব্যাখ্যায় কী কী লেখা তা পড়ুন। এক ঝলক দেখলেই বুঝবেন বেশির ভাগ মানুষ পোশাকটি সম্পর্কে কী বলছেন। ভরসাযোগ্য মতামতের সংখ্যা বেশি হলে তবেই এগোন।

মতামত - যে জিনিসটি কিনছেন, রিভিউ বিভাগে গিয়ে তার সম্পর্কে মতামত দেখুন। কেবল নকশা বা চটকদার রঙে নয়, বরং রিভিউয়ে মজুন আগে। ভাল ও খারাপ বলে দেগে দেওয়ার জন্য বেশ কিছু স্টার মার্কিং থাকে। কোনও পোশাক কতগুলো স্টার মার্ক পেল ও তার ব্যাখ্যায় কী কী লেখা তা পড়ুন। এক ঝলক দেখলেই বুঝবেন বেশির ভাগ মানুষ পোশাকটি সম্পর্কে কী বলছেন। ভরসাযোগ্য মতামতের সংখ্যা বেশি হলে তবেই এগোন।

6 / 8
শিপিং চার্জ - অনেক সময় দেখা যায় পোশাকের দাম কম রাখলেও ডেলিভারি চার্জ বা শিপিং চার্জে বেশি টাকা কাটছে সাইটটি। এগুলোকে বলে ‌'হিডন চার্জ'। শেষে দেখা যায়, দাম কম হলেও ডেলিভারি ও শিপিং চার্জ মিলিয়ে হয়তো অনেকটা বেড়ে গেল পোশাকের দাম। কাজেই সে বিষয়ে সাবধান থাকুন।

শিপিং চার্জ - অনেক সময় দেখা যায় পোশাকের দাম কম রাখলেও ডেলিভারি চার্জ বা শিপিং চার্জে বেশি টাকা কাটছে সাইটটি। এগুলোকে বলে ‌'হিডন চার্জ'। শেষে দেখা যায়, দাম কম হলেও ডেলিভারি ও শিপিং চার্জ মিলিয়ে হয়তো অনেকটা বেড়ে গেল পোশাকের দাম। কাজেই সে বিষয়ে সাবধান থাকুন।

7 / 8
বদল ও অফার - যে সাইট থেকে জিনিস কিনছেন তাদের বদলের নিয়ম ও সময়সীমা সম্পর্কে আগেই খোঁজখবর নিন। পোশাক কেনার আগে তারা বিশেষ কোনও অফার দিচ্ছে কি না সে সম্পর্কে খোঁজ নিন। এতে পকেটের স্বাস্থ্যও ভাল থাকবে।

বদল ও অফার - যে সাইট থেকে জিনিস কিনছেন তাদের বদলের নিয়ম ও সময়সীমা সম্পর্কে আগেই খোঁজখবর নিন। পোশাক কেনার আগে তারা বিশেষ কোনও অফার দিচ্ছে কি না সে সম্পর্কে খোঁজ নিন। এতে পকেটের স্বাস্থ্যও ভাল থাকবে।

8 / 8
Follow Us: