Grey Hair: ৩০ পেরনোর আগেই মাথাভর্তি পাকা চুল? রং করার বদলে বেছে নিন ঘরোয়া প্রতিকার

TV9 Bangla Digital | Edited By: megha

Apr 17, 2023 | 1:46 PM

Home Remedies: ৩০ পেরনোর আগেই চুল পাকতে শুরু করেছে? মন খারাপ না করে সমাধান খুঁজে নিন। কিন্তু সমাধানের খোঁজে চুলে রং করাবেন না। এতে পাকা চুলের সমস্যা আরও বাড়বে। তার চেয়ে আপনি বেছে নিন ঘরোয়া প্রতিকার।

1 / 8
৩০ পেরনোর আগেই চুল পাকতে শুরু করেছে? মন খারাপ না করে সমাধান খুঁজে নিন। কিন্তু সমাধানের খোঁজে চুলে রং করাবেন না। এতে পাকা চুলের সমস্যা আরও বাড়বে। তার চেয়ে আপনি বেছে নিন ঘরোয়া প্রতিকার।

৩০ পেরনোর আগেই চুল পাকতে শুরু করেছে? মন খারাপ না করে সমাধান খুঁজে নিন। কিন্তু সমাধানের খোঁজে চুলে রং করাবেন না। এতে পাকা চুলের সমস্যা আরও বাড়বে। তার চেয়ে আপনি বেছে নিন ঘরোয়া প্রতিকার।

2 / 8
চুলে রাসায়নিক রং করানোর বদলে হেনা করুন। ৩ চামচ হেনা পাউডার সারারাত ধরে জলে ভিজিয়ে রাখুন। পরদিন সকালে হেনার পেস্টের সঙ্গে ১ চামচ কফির পাউডার মিশিয়ে নিয়ে চুলে লাগান। চুলে ২ ঘণ্টা হেনা লাগিয়ে রাখতে হবে। তারপর শ্যাম্পু করে নিন।

চুলে রাসায়নিক রং করানোর বদলে হেনা করুন। ৩ চামচ হেনা পাউডার সারারাত ধরে জলে ভিজিয়ে রাখুন। পরদিন সকালে হেনার পেস্টের সঙ্গে ১ চামচ কফির পাউডার মিশিয়ে নিয়ে চুলে লাগান। চুলে ২ ঘণ্টা হেনা লাগিয়ে রাখতে হবে। তারপর শ্যাম্পু করে নিন।

3 / 8
পাকা চুলের সমস্যা দূর করতে আপনি চা ব্যবহার করতে পারেন। লিকার বা ব্ল্যাক চা বানিয়ে নিন। তারপর ওই চা ঠান্ডা করে নিয়ে চুলে লাগান। এক ঘণ্টা পর চুল ধুয়ে ফেলুন। শ্যাম্পু করার প্রয়োজন নেই। এতেই আপনার পাকা চুলের সমস্যা দূর হয়ে যাবে।

পাকা চুলের সমস্যা দূর করতে আপনি চা ব্যবহার করতে পারেন। লিকার বা ব্ল্যাক চা বানিয়ে নিন। তারপর ওই চা ঠান্ডা করে নিয়ে চুলে লাগান। এক ঘণ্টা পর চুল ধুয়ে ফেলুন। শ্যাম্পু করার প্রয়োজন নেই। এতেই আপনার পাকা চুলের সমস্যা দূর হয়ে যাবে।

4 / 8
হেয়ার টনিক ব্যবহার করেও আপনি পাকা চুলের সমস্যা দূর করতে পারেন। এক গ্লাস জল গরম করুন। জল ফুটতে শুরু করলে এতে এক মুঠো কারিপাতা, ১ চামচ মেথি, ১ চামচ কালোজিরে, ১ চামচ দানা চা আর ১ চামচ কফি পাউডার মিশিয়ে দিন। জল ভাল করে ফুটিয়ে ছেঁকে নিন। এই জল স্প্রে বোতলে ভরে চুলে লাগান।

হেয়ার টনিক ব্যবহার করেও আপনি পাকা চুলের সমস্যা দূর করতে পারেন। এক গ্লাস জল গরম করুন। জল ফুটতে শুরু করলে এতে এক মুঠো কারিপাতা, ১ চামচ মেথি, ১ চামচ কালোজিরে, ১ চামচ দানা চা আর ১ চামচ কফি পাউডার মিশিয়ে দিন। জল ভাল করে ফুটিয়ে ছেঁকে নিন। এই জল স্প্রে বোতলে ভরে চুলে লাগান।

5 / 8
পেঁয়াজের রস চুলে লাগাতে পারেন। কাঁচা পেঁয়াজ বেটে এর রস বের করে নিন। এবার এই রস স্ক্যাল্প ও চুলে ভাল করে লাগিয়ে নিন। ৩০ মিনিট রাখার পর শ্যাম্পু করে নিন। এতে আপনার চুলের কালো রং আবার ফিরে আসবে।

পেঁয়াজের রস চুলে লাগাতে পারেন। কাঁচা পেঁয়াজ বেটে এর রস বের করে নিন। এবার এই রস স্ক্যাল্প ও চুলে ভাল করে লাগিয়ে নিন। ৩০ মিনিট রাখার পর শ্যাম্পু করে নিন। এতে আপনার চুলের কালো রং আবার ফিরে আসবে।

6 / 8
পেঁয়াজের রসের মতো পেঁয়াজের তেলও চুলের যত্নের জন্য উপকারী। পেঁয়াজের রস নারকেল তেলের সঙ্গে মিশিয়ে ভাল করে ফুটিয়ে নিন। এবার এই তেল ঠান্ডা করে আপনি চুল ও স্ক্যাল্পে লাগাতে পারেন। এতে চুলের গোড়া মজবুত হবে এবং পাকা চুলের সমস্যাও দূর হয়ে যাবে।

পেঁয়াজের রসের মতো পেঁয়াজের তেলও চুলের যত্নের জন্য উপকারী। পেঁয়াজের রস নারকেল তেলের সঙ্গে মিশিয়ে ভাল করে ফুটিয়ে নিন। এবার এই তেল ঠান্ডা করে আপনি চুল ও স্ক্যাল্পে লাগাতে পারেন। এতে চুলের গোড়া মজবুত হবে এবং পাকা চুলের সমস্যাও দূর হয়ে যাবে।

7 / 8
কারি পাতার তেলও চুলের অকালপক্কতা দূর করতে সহায়ক। এক কাপ নারকেল তেলের সঙ্গে এক মুঠো কারি পাতা ও ১ চামচ মেথি দানা ভাল করে ফুটিয়ে নিন। এই তেল আপনি প্রতিদিন ব্যবহার করতে পারেন। এতেই আপনি পেয়ে যাবেন ঘন কালো চুল।

কারি পাতার তেলও চুলের অকালপক্কতা দূর করতে সহায়ক। এক কাপ নারকেল তেলের সঙ্গে এক মুঠো কারি পাতা ও ১ চামচ মেথি দানা ভাল করে ফুটিয়ে নিন। এই তেল আপনি প্রতিদিন ব্যবহার করতে পারেন। এতেই আপনি পেয়ে যাবেন ঘন কালো চুল।

8 / 8
চুলের অকালপক্কতা দূর করতে ডায়েটের উপরও নজর দিন। ভিটামিন ই, সেলেনিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট, ফলিক অ্যাসিড, ভিটামিন এ এবং ভিটামিন বি সমৃদ্ধ খাবার বেশি করে খান। এতে আপনি পাকা চুলের সমস্যা দূর করতে পারবেন।

চুলের অকালপক্কতা দূর করতে ডায়েটের উপরও নজর দিন। ভিটামিন ই, সেলেনিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট, ফলিক অ্যাসিড, ভিটামিন এ এবং ভিটামিন বি সমৃদ্ধ খাবার বেশি করে খান। এতে আপনি পাকা চুলের সমস্যা দূর করতে পারবেন।

Next Photo Gallery