শ্যাম্পু করার পরের দিনই চুলে তেলতেলে ভাব, রইল মুক্তির উপায়
Oily Scalp Tips: যেদিন চুলে শ্যাম্পু করলেন, সেদিনটা ঝকঝক করল। কিন্তু একটা দিন যেতে না যেতেই আবার সেই একই। একদম তেলতেলে হয়ে গেল চুল। কিন্তু কারণটা কী? কেন এমন হয়? আসলে আপনার স্ক্যাল্প তৈলাক্ত প্রকৃতির। তার উপর বাইরে বেরলে চুলে ধুলো বালি লাগে। ফলে পরের দিনই আঠালো এবং তৈলাক্ত হয়ে যায়।
1 / 8
যেদিন চুলে শ্যাম্পু করলেন, সেদিনটা ঝকঝক করল। কিন্তু একটা দিন যেতে না যেতেই আবার সেই একই। একদম তেলতেলে হয়ে গেল চুল। কিন্তু কারণটা কী? কেন এমন হয়?
2 / 8
আসলে আপনার স্ক্যাল্প তৈলাক্ত প্রকৃতির। তার উপর বাইরে বেরলে চুলে ধুলো বালি লাগে। ফলে পরের দিনই আঠালো এবং তৈলাক্ত হয়ে যায়। এবার আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন।
3 / 8
মাথার তৈলাক্ত ত্বক থেকে মুক্তি পেতে আপনি শিকাকাই ও আমলা ব্যবহার করতে পারেন। শিকাকাইয়ের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে, যা চুলে জমে থাকা ময়লা পরিষ্কার করতে সাহায্য করে।
4 / 8
ফলে এই দু'টি উপাদানকে কাজে লাগিয়ে আপনি একটি শ্যাম্পু বানিয়ে নিতে পারেন। এই শ্যাম্পু বানাতে ২ কাপ জল নিন। এর মধ্যে এক টেবিল চামচ শিকাকাই এবং এক টেবিল চামচ আমলা পাউডার দিন।
5 / 8
এবার এই মিশ্রণটি ভালভাবে ফুটিয়ে নিন। তারপর এই জল হালকা গরম হয়ে গেলে, এই জলটি ছেঁকে নিন। এবার এটি মাথার ত্বকে লাগিয়ে বেশ কিছুক্ষণ ম্যাসাজ করুন। তারপর শ্যাম্পু বা জল দিয়ে ধুয়ে ফেলুন।
6 / 8
তাছাড়াও ব্যবহার করতে পারেন মেহেন্দি। এটি আপনার চুলের জন্য খুবই উপকারী। এমনকী অনেক কম সময়েই এই মেহেন্দি প্যাক তৈরি করা যায়। তৈরি করতে 5 টেবিল চামচ মেহেদি নিন।
7 / 8
এর মধ্যে দুই টেবিল চামচ নারকেল তেল এবং দুই টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। এবার ভাল করে মিশিয়ে নিন। তারপর অর্ধেক মিশ্রণটি আপনার চুলে এবং মাথার ত্বকে লাগান।
8 / 8
তারপর এক ঘণ্টা চুলে এই প্যাক রেখে ঢেকে রাখুন। এরপর হালকা শ্যাম্পু বা জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। এই প্যাক চুল থেকে খুশকি দূর করতে সাহায্য করতে পারে। যার কারণে চুল আর তৈলাক্ত হয় না।