পার্লারে গিয়ে খরচা নয়, বাড়িতেই তুলে ফেলুন নাকের উপর জমে থাকা ব্ল্যাকহেডস
Blackhead Remove At Home: নাকের উপর বা ঠোঁটের নীচে কালো দাগ দেখা দিচ্ছে? এমনকি তা দিনের পর দিন বেড়েই চলেছে। বুঝতে পারছেন না কেন এমন হচ্ছে? আসলে ব্ল্যাক হেডস জমে জমে কালো দাগ তৈরি করছে। তাহলে উপায় কী?
1 / 8
নাকের উপর বা ঠোঁটের নীচে কালো দাগ দেখা দিচ্ছে? এমনকি তা দিনের পর দিন বেড়েই চলেছে। বুঝতে পারছেন না কেন এমন হচ্ছে? আসলে ব্ল্যাক হেডস জমে জমে কালো দাগ তৈরি করছে। তাহলে উপায় কী?
2 / 8
মুখের যে কোনও কালো দাগ বা ব্ল্যাক হেডস মুখ পরিষ্কার করার সময় তুলে ফেলাই শ্রেয়। ত্বকে ময়লা জমে তৈরি হয় ব্ল্যাক হেডস। পার্লারে গিয়ে বিশেষজ্ঞদের সাহায্যে নিশ্চয়ই ব্ল্যাক হেডস তোলার অভিজ্ঞতা রয়েছে।
3 / 8
কিন্তু সব সময় তো পার্লারে যাওয়া সম্ভব নয়। সেই সঙ্গে টাকা খরচা। তাই বাড়িতেই ব্ল্যাক হেডস তুলে ফেলুন। কীভাবে ঘরোয়া উপায়ে কোনও টাকা খরচা ছাড়াই ব্ল্যাক হেডস তুলে ফেলবেন, তা জেনে নিন।
4 / 8
ব্ল্যাকহেডস তুলতে বেকিং সোডা ম্যাজিকের মতো কাজ করে। সাধারণ জলে এক টেবিল চামচ বেকিং সোডা গুলে নিন। মুখের যে সব অংশে ব্ল্যাক হেডস রয়েছে, সেখানে এই মিশ্রণ লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন।
5 / 8
এবার তা শুকিয়ে গেলে হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন। বেকিং সোডার মধ্যে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান ত্বককে ভাল রাখতে সাহায্য করে। এক দিনে যদি না ওঠে তাহলে পর পর দু'তিন দিন ব্যবহার করুন।
6 / 8
ব্ল্যাক হেডস তুলতে প্রাকতিক ওষুধ হিসেবে কাজ করে টমেটো। মিক্সিতে টমেটো পেস্ট তৈরি করুন। এই মিশ্রণ এবার লাগিয়ে নিন ব্ল্যাক হেডসের উপর। পুরো মিশ্রণ শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। দ্রুত উপকার পেতে সপ্তাহে অন্তত তিনদিন ব্যবহার করুন।
7 / 8
আপনি চাইলে ডিমের সাদা অংশ ব্যবহার করতে পারেন। এর জন্য ডিম ভেঙে কুসুম প্রথমেই আলাদা করে নিন। এরপর সাদা অংশের সঙ্গে এক টেবিল চামচ মধু যোগ করুন।
8 / 8
এই মিশ্রণ লাগিয়ে রাখুন ব্ল্যাকহেডসের উপর। মিশ্রণ পুরো শুকিয়ে যাওয়ার পর সাধারণ জলে ধুয়ে ফেলুন। ডিমের সাদা অংশ খুব সহজেই রোমকূপ পরিষ্কার রাখতে সাহায্য করে। অন্যদিকে ত্বককে করে তোলে উজ্জ্বল।