নিরামিষ দিনেও খেতে বসবেন হাসি মুখে, শুধু পাতে রাখুন বেগুন রাওয়া ফ্রাই
Brinjal Rawa Fry: রোজ রোজ ডালের সঙ্গে বেগুন ভাজা খেতেও একঘেয়ে লাগে। কিন্তু আপনি চাইলে এই বেগুন ভাজাতেও টুইস্ট আনতে পারেন। তবে এবার নিরামিষ দিনেও আপনি খুশি মনেই খেতে বসবেন। গরম ভাতের সঙ্গে পারে রাখতে পারেন বেগুন রাওয়া ফ্রাই। এটি বানানো খুব সহজ। অনেক অল্প সময়েই আপনি এই অনন্য রেসিপি বানিয়ে ফেলতে পারবেন।