Recipe: চিংড়ি ও শোল মাছের সঙ্গে কাঁচা আম দিয়ে ঘরেই বানিয়ে নিন জিভে জল আনা রেসিপি
Mang-Fish-Pron Curry Recipe: নুন-লঙ্কা দিয়ে কাঁচা আম মাখা বা কাঁচা আমের আচার, আম ডাল, আমের টক তো কম-বেশি সকলেই খেয়েছেন। কিন্তু, কাঁচা আম দিয়ে শোল-চিংড়ির কথা অনেকেই জানেন না। এটা দিয়েই উঠে যাবে পুরো ভাত। ঘরেই ঝটপট বানিয়ে ফেলতে পারেন কাঁচা আম দিয়ে শোল-চিংড়ি।