Face Pack: আষাঢ় মাসে বিয়ে? প্রতি উইকএন্ডে এই কাজ করলে ফেসিয়াল করানোর দরকার পড়বে না আর

megha |

May 25, 2024 | 1:31 PM

Sandalwood for Skin: বিয়ের আগে ত্বকের জেল্লা বাড়াতে ফেসিয়াল করানোর দরকার নেই। আপনি যদি কখনও ফেসিয়ালের সাহায্য না নিয়ে থাকেন, তাহলে শেষ মুহূর্তেও এর থেকে দূরে থাকুন। বিয়ের আগে নতুন পণ্য দিয়ে ত্বকে এক্সপেরিমেন্ট না করাই ভাল। এতে ত্বকের ক্ষতি।

1 / 8
আষাঢ় মাসে বিয়ে? চলছে জোরকদমে প্রস্তুতি। উইকএন্ডে টুক টুক করে শপিং করছেন। সারছেন নেমতন্ন পর্ব। এসবের মাঝে নিজের খেয়াল রাখতে ভুলে যাচ্ছেন না তো? বিয়ের দিন আপনাকেই কিন্তু সবাই দেখবে।

আষাঢ় মাসে বিয়ে? চলছে জোরকদমে প্রস্তুতি। উইকএন্ডে টুক টুক করে শপিং করছেন। সারছেন নেমতন্ন পর্ব। এসবের মাঝে নিজের খেয়াল রাখতে ভুলে যাচ্ছেন না তো? বিয়ের দিন আপনাকেই কিন্তু সবাই দেখবে।

2 / 8
আজকাল পার্লারে ব্রাইডদের জন্য আলাদা প্যাকেজ থাকে। যে প্যাকেজে ফেসিয়াল থেকে পেডিকিয়র, ম্যানিকিয়র সবই থাকে। কিন্তু বিয়ের আগে নতুন পণ্য দিয়ে ত্বকে এক্সপেরিমেন্ট না করাই ভাল। এতে ত্বকের ক্ষতি।

আজকাল পার্লারে ব্রাইডদের জন্য আলাদা প্যাকেজ থাকে। যে প্যাকেজে ফেসিয়াল থেকে পেডিকিয়র, ম্যানিকিয়র সবই থাকে। কিন্তু বিয়ের আগে নতুন পণ্য দিয়ে ত্বকে এক্সপেরিমেন্ট না করাই ভাল। এতে ত্বকের ক্ষতি।

3 / 8
বিয়ের আগে ত্বকের জেল্লা বাড়াতে ফেসিয়াল করানোর দরকার নেই। আপনি যদি কখনও ফেসিয়ালের সাহায্য না নিয়ে থাকেন, তাহলে শেষ মুহূর্তেও এর থেকে দূরে থাকুন। তার বদলে এখন থেকে মুখে চন্দন বাটা মাখুন।

বিয়ের আগে ত্বকের জেল্লা বাড়াতে ফেসিয়াল করানোর দরকার নেই। আপনি যদি কখনও ফেসিয়ালের সাহায্য না নিয়ে থাকেন, তাহলে শেষ মুহূর্তেও এর থেকে দূরে থাকুন। তার বদলে এখন থেকে মুখে চন্দন বাটা মাখুন।

4 / 8
আয়ুর্বেদে রূপচর্চায় যুগ যুগ ধরে চন্দন ব্যবহার হয়ে আসছে। চন্দন ব্রণ, দাগছোপের সমস্যা দূর করে। র‍্যাশের হাত থেকে বাঁচায়। আনইভেন স্কিন টোন, ট্যান, ওপেন পোরসের সমস্যা থেকেও মুক্তি দেয় চন্দন।

আয়ুর্বেদে রূপচর্চায় যুগ যুগ ধরে চন্দন ব্যবহার হয়ে আসছে। চন্দন ব্রণ, দাগছোপের সমস্যা দূর করে। র‍্যাশের হাত থেকে বাঁচায়। আনইভেন স্কিন টোন, ট্যান, ওপেন পোরসের সমস্যা থেকেও মুক্তি দেয় চন্দন।

5 / 8
উইকএন্ডে শপিং করার পাশাপাশি ত্বকে চন্দনের ফেসপ্যাকও লাগাতে পারেন। এক চামচ চন্দন গুঁড়োর সঙ্গে এক চামচ মুলতানি মাটি ও টমেটোর পেস্ট মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। এই ফেসপ্যাক ত্বকে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

উইকএন্ডে শপিং করার পাশাপাশি ত্বকে চন্দনের ফেসপ্যাকও লাগাতে পারেন। এক চামচ চন্দন গুঁড়োর সঙ্গে এক চামচ মুলতানি মাটি ও টমেটোর পেস্ট মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। এই ফেসপ্যাক ত্বকে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

6 / 8
ত্বকের সমস্যা এড়াতে চন্দন গুঁড়োর সঙ্গে হলুদ গুঁড়ো ও কর্পূর মিশিয়ে নিন। এতে জল মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। ১৫ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। এটি ব্রণ, র‍্যাশ, অ্যালার্জির হাত থেকে ত্বককে বাঁচাবে।

ত্বকের সমস্যা এড়াতে চন্দন গুঁড়োর সঙ্গে হলুদ গুঁড়ো ও কর্পূর মিশিয়ে নিন। এতে জল মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। ১৫ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। এটি ব্রণ, র‍্যাশ, অ্যালার্জির হাত থেকে ত্বককে বাঁচাবে।

7 / 8
ত্বকের কোনও সমস্যা নেই, অথচ জেল্লাহীন। চন্দন গুঁড়োর সঙ্গে কমলালেবুর খোসার গুঁড়ো মিশিয়ে নিন। এতে গোলাপ জল মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। এটি ফেসপ্যাক ১৫ মিনিট ত্বকে মেখে বসে থাকুন। এই ফেসপ্যাক ত্বকের জেল্লা ফিরিয়ে আনবে।

ত্বকের কোনও সমস্যা নেই, অথচ জেল্লাহীন। চন্দন গুঁড়োর সঙ্গে কমলালেবুর খোসার গুঁড়ো মিশিয়ে নিন। এতে গোলাপ জল মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। এটি ফেসপ্যাক ১৫ মিনিট ত্বকে মেখে বসে থাকুন। এই ফেসপ্যাক ত্বকের জেল্লা ফিরিয়ে আনবে।

8 / 8
শুষ্ক ত্বক হল চন্দন গুঁড়োর সঙ্গে মধু মিশিয়ে মুখে মাখতে পারেন। এই ফেসপ্যাক আপনার ত্বককে অকাল বার্ধক্যের হাত থেকেও রক্ষা করবে। সপ্তাহে অন্তত দু'বার এই ফেসপ্যাকগুলো ব্যবহার করলেই বিয়ের আগে ত্বকের জেল্লা বাড়বে।

শুষ্ক ত্বক হল চন্দন গুঁড়োর সঙ্গে মধু মিশিয়ে মুখে মাখতে পারেন। এই ফেসপ্যাক আপনার ত্বককে অকাল বার্ধক্যের হাত থেকেও রক্ষা করবে। সপ্তাহে অন্তত দু'বার এই ফেসপ্যাকগুলো ব্যবহার করলেই বিয়ের আগে ত্বকের জেল্লা বাড়বে।

Next Photo Gallery