Pet Health: আপনি অবসাদে থাকলে গন্ধ শুকেই তা বুঝতে পারে পোষ্য? কী বলছে গবেষণা?
Pet Health: সম্প্রতি 'সায়ান্টাফিক রিপোর্টস' জার্নালে প্রকাশিত একটি গবেষণা পত্র বলছে, আপনি যদি মানসিক চাপের মধ্যে থাকেন, তবে তার ঘ্রাণ পায় আপনার পোষা কুকুরটিও।
1 / 8
আচ্ছা আপনার কি কোনও কারণে মন ভাল নেই? অবসাদে ভুগছেন? জানেন আপনার বাড়িতে যদি পোষ্য থাকে তা হলে আপনার মনের স্বাস্থ্যের প্রভাব কিন্তু পরে আপনার পোষ্যের মানসিক স্বাস্থ্যেও। এমনটাই বলছে গবেষণা।
2 / 8
সম্প্রতি 'সায়ান্টাফিক রিপোর্টস' জার্নালে প্রকাশিত একটি গবেষণা পত্র বলছে, আপনি যদি মানসিক চাপের মধ্যে থাকেন, তবে তার ঘ্রাণ পায় আপনার পোষা কুকুরটিও। ব্রিস্টল ইউনিভার্সিটি, কার্ডিফ ইউনিভার্সিটি এবং ব্রিটিশ চ্যারিটি মেডিক্যাল ডিটেকশন ডগস-এর যৌথ উদ্যোগে এক গবেষণাতে উঠে এসেছে এই তথ্য।
3 / 8
এই গবেষণা করার সময় বিজ্ঞানীরা ১৮ জোড়া কুকুর এবং তাঁদের মালিকদের বেছে নেন। পোষ্যদের তাঁদের মালিকের থেকে আলাদা জায়গায় রাখেন, যেখানে তাঁদের খেলা সামগ্রী দেওয়া হয় এবং খোলামেলা পরিবেশে রাখা হয় যাতে তাঁরা চাপমুক্ত থাকে। তবে গবেষকরা কুকুরের মালিককে মানুষিক চাপের মধ্যে রাখেন।
4 / 8
তারপর তার কুকুরের সামনে সেই ব্যাক্তির ঘামযুক্ত একটি কাপর এবং খাবারের পাত্র রাখা হয়। দেখা যায় ঘামের গন্ধে অভিভাবকের উদ্বেগের বিষয়টি বুঝতে পারে তাঁদের পোষ্যরা।
5 / 8
এমনকি তাঁরা এতটাই উদ্বেগের মধ্যে ছিল যে, মুখের সামনে পছন্দের খাবারের বাটি ধরলেও খাবারের প্রতি তাঁদের আগ্রহ ছিল না। পোষ্যের চনমনে ভাব উধাও হয়ে গিয়েছিল। অবসাদের গন্ধে কেবল আচরণ নয়, সারমেয়দের স্বাভাবিক জীবনও ব্যাহত হতে পারে।
6 / 8
এই বিষয়ে চিকিৎসক এন আর প্রধান বলেন, "মানুষের স্বাভাবিক স্বভাবে পরিবর্তন হলেই কুকুররা তা বুঝতে পারে। এর প্রভাব তাঁদের মানসিক স্বাস্থ্যের উপরেও পড়ে।
7 / 8
কুকুরের চনমনে ভাব কমে যায়। যা তাঁদের শারীরিক স্বাস্থ্যকেও প্রভাবিত করতে পারে। এমনকি অভিভাবক অসুস্থ থাকলে কুকুরদের চোখ দিয়ে জল পড়তেও দেখা যায়। তাঁরা অভিভাবকের পাশে গিয়ে চুপ করে বসে থাকে। এমনকি খাওয়া দাওয়াতেও অনীহা দেখা যায়।"
8 / 8
তাই ,কুকুরের স্বাস্থ্য ঠিক রাখতে হলে নিজেদের কিন্তু আরও সচেতন হতে হবে। না হলে সারমেয়দের স্বাভাবিক স্বাস্থ্যের উপরে প্রভাব পড়তে পারে। তাঁদের জীবনও ব্যহত হতে পারে।