পরিবার বা বন্ধুবান্ধবের সঙ্গে নয়, একাই ঘুরতে যেতে ভালবাসেন অনেকে। একাই নতুন জায়গা, সেখানকার মানুষ, সংস্কৃতির সঙ্গে পরিচয় করতে বেড়িয়ে পড়েন পিঠে ব্যাগ নিয়ে। পোশাকি ভাষায় বললে 'সোলো ট্রাভেলিং'-এর শখ রয়েছে।
ছেলেরা তো বটেই এখন সেই দৌড়ে পিছিয়ে নেই মহিলারাও। একাই নিরুদ্দেশের পথে পাড়ি দেন অনেকে। খানিকটা নিজেকে সময় দেওয়া, বোঝার তাগিদে এই ঘুরতে যাওয়া। তবে একা যাওয়ার এক সমস্যা রয়েছে। তা হল বিপদে পড়লে সেখানে সাহায্য করার মতো লোক পাওয়ার আশা কম। তাই অবাঞ্ছিত বিপদ এড়িয়ে যেতে মেনে চলুন কয়েকটি টিপস।
বুকিং সেরে রাখুন - প্রথমেই ঠিক করে নিন কোথায় যাবেন। এবার সেই অনুযায়ী সমস্ত বুকিং সেরে নিন। বিশেষ করে গাড়ি ও হোটেল আগে থেকে বুকিং আগে সেরে নেওয়াই ভাল।
প্রয়োজনীয় মোবাইল অ্যাপ - একা বেড়াতে যাওয়ার ক্ষেত্রে আপনার বড় ভরসা মোবাইল ফোন। তাতে প্রয়োজনীয় অ্যাপ থাকা অত্যন্ত জরুরি। বিশেষ করে সুরক্ষা সম্পর্কিত অ্যাপ, খাবার সম্পর্কিত ভাল অ্যাপ, গাড়ি ও পুলিশি সহায়তা পরিষেবার অ্যাপ ইত্যাদি। সঙ্গে যেখানে বেড়াতে যাচ্ছেন সেখানকার প্রয়োজনীয় কোনও অ্যাপ যদি থাকে তাও যেন আপনার মোবাইলে থাকে, তা দেখে নিন।
ব্যাগ গোছান হালকা করে - একা বেড়াতে গেলে নিজের মালপত্রের বোঝা যতটা সম্ভব হালকা রাখুন। এতে ঘুরতে যেমন সুবিধা হবে, তেমন প্রয়োজনে তাড়াহুড়ো করে কোনও কাজও সারতে পারবেন। টর্চ, আত্মরক্ষার জিনিস, ওষুধ, স্যানিটারি প্যাড, নানা গ্যাজেট, টাকা ইত্যাদি জরুরি জিনিস হাতের সামনে রাখুন।
কথা বলুন - যেখানে ঘুরতে গিয়েছেন, পৌঁছে আগে রিসেপশন, হোটেলকর্মী এবং স্থানীয়দের সঙ্গে কথা বলুন। রাস্তাঘাট, খাবার, ওষুধের দোকান, ভাল মন্দ ইত্যাদি সব রকম খুঁটিনাটি তথ্য যোগাড় করে নেওয়ার চেষ্টা করুন। যে কোনও অপ্রীতিকর পরিস্থিতিতে আপনাকে এই সব তথ্য সাহায্য করবে।
উপভোগ করুন তবে নিজেকে সামলে - একটি কথা মনে রাখবেন, ছুটি কাটাতে গিয়েছেন তাই উপভোগ করবেনই। তবে নিজেকে সামলে রাখার দায়িত্ব আপনার নিজের। কার সঙ্গে কতটুকু মিশবেন, কী ভাবে কথা বলবেন সেটা বুঝে নিন। অচেনা জায়গায় পাব, নাইট ক্লাবে যেতে চাইলে, বা নেশা করার অভ্যেস থাকলে সাবধান।
বিদেশ গেলে কী করবেন - বিদেশে যেতে গেলে ভিসার জন্য হোটেল বুকিংয়ের নথি লাগে। অনেক সময়ে শেষ মুহূর্তে ভিসা বাতিল হয়ে যেতে পারে। তাই এমন হোটেল বুকিং করুন যেখানে বুকিং বাতিল হলেও সম্পূর্ণ টাকা ফেরত পাওয়া যাবে।