Travel Tips: লং উইকেন্ডে রোড ট্রিপে যাচ্ছেন! প্রকৃতির ডাক এলে কী করবেন?
Travel Tips: অনেক সময় প্রথমে মাথায় রাখি না আমরা, কিন্তু পরে রাস্তায় বেরিয়ে সমস্যায় পড়তে হয়। সেটা হল শৌচাগার। পথে-ঘাটে ব্যবহারের প্রয়োজন পড়লে কী করবেন? ভেবে দেখেছেন? রইল টিপস।
1 / 8
সামনেই আসছে লং উইকেন্ড। এই ছুটিতে গাড়ি নিয়ে বেড়িয়ে পড়বেন ভাবছেন। তা বেশ ভাল। তবে দীর্ঘ যাত্রা পথে নিজের স্বাস্থ্য এবং সুরক্ষার দিকে নজর দিতে ভুলবেন না যেন।
2 / 8
সব দিক মাথায় রেখেই পরিকল্পনা করা ভাল। একটি অনেক সময় প্রথমে মাথায় রাখি না আমরা। কিন্তু পরে রাস্তায় বেরিয়ে সমস্যায় পড়তে হয়। সেটা হল শৌচাগার। পথে-ঘাটে ব্যবহারের প্রয়োজন পড়লে কী করবেন? ভেবে দেখেছেন? রইল টিপস।
3 / 8
মানচিত্র ব্যবহার করে খুঁজে নিন হাইওয়েতে কোথায় রয়েছে সবথেকে বেশি শৌচাগার। সেই অনুযায়ী যাত্রাপথ নির্বাচন করুন। মোবাইলে জিপিএস কাজে লাগিয়েও খুঁজে নিতে পারেন নিকটতম শৌচাগার।
4 / 8
যেখানে জ্বালানি তেলের স্টেশন বা ধাবা দেখবেন, সেখানেও যাত্রা-বিরতি নিতে পারেন। এই এলাকাতে সাধারণত বিশ্রামকক্ষ, শৌচাগার থাকে। তবে জাতীয় সড়কে খাবারের দোকানে শৌচাগার থাকলেও অনেক ক্ষেত্রে তা খুব নোংরা হয়। তাই সতর্ক হন।
5 / 8
স্বাস্থ্যসম্মত রক্ষণাবেক্ষণের ক্ষেরে গণশৌচালয়ের সুনাম নেই। তাই চেষ্টা করুন মুক্ত শৌচালয়ের বদলে সুলভ শৌচালয় ব্যবহার করার। স্বাস্থ্যের দিক মাথায় রেখে প্রয়োজন মতো জল ও ফ্লাশ নির্দ্বিধায় ব্যবহার করুন।
6 / 8
সঙ্গে রাখুন বাথরুম স্যানিটাইজার এবং হ্যান্ড স্যানিটাইজার স্প্রে। দরজার হাতল ও কল থেকে শুরু করে টয়লেটে বসার জায়গা সর্বত্র স্প্রে করে নিন।
7 / 8
সকলের ব্যবহার করা টয়লেট পেপার থেকে রোগ সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে। তাই সঙ্গে রাখুন নিজস্ব টয়লেট পেপার ও টিস্যু পেপার। নির্দিষ্ট সময় না হয়ে থাকলেও মহিলারা সঙ্গে রাখুন ঋতুচক্র সংক্রান্ত সামগ্রীও।
8 / 8
রাস্তায় কফি-জাতীয় পানীয় খাওয়া থেকে বিরত থাকুন। পথের খাবারদাবারও হোক হালকা এবং নিয়ন্ত্রিত। তবে প্রয়োজন পড়লে শৌচাগার ব্যবহারে কুণ্ঠিত হবেন না। বেশি সময় শৌচাগার না গেলে অন্য শারীরিক সমস্যা হতে পারে।