Dark Elbow: হলুদ, লেবু, দইয়ের মতো সাধারণ উপাদানেই দূর হবে কনুইয়ের কালো ছোপ
Home Remedies: দিনে যতবার আপনি আয়নার সামনে দাঁড়িয়ে মুখ দেখেন, ত্বকের খুঁটিনাটি নিয়ে ভাবেন, একই যত্ন নিন কনুইয়েরও নেন? বেশিরভাগ মানুষের উত্তর হবে না। অবহেলার কারণেই কিন্তু কনুই কালো হয়ে যায়। আর যখন হুঁশ ফেরে তখন কনুইয়ের কালো ছোপ দূর করা অসম্ভব হয়ে ওঠে।
Most Read Stories