Snake Bites: সাপে কামড়ালে কী করবেন আর কী করবেন না?
Precautions: সাপে কামড়ানোর পর সাধারণ মানুষ এমন কিছু ভুল করে বসেন, যাঁর জেরেই জীবন বাঁচানো কঠিন হয়ে যায়। সাপে কামড়ানোর পর কিছু প্রাথমিক সাবধানতা অবলম্বন করতে হবে এবং দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। তাহলেই প্রাণ বাঁচানো যাবে।
1 / 8
বর্ষাকালে গ্রামবাংলার বিভিন্ন প্রান্তে বাড়ে সাপের উৎপাত। তবে সাপের কামড় খেয়ে প্রতি বছর মৃত্যুও হয় অনেকেরই।
2 / 8
আসলে সাপে কামড়ানোর পর সাধারণ মানুষ এমন কিছু ভুল করে বসেন, যাঁর জেরেই জীবন বাঁচানো কঠিন হয়ে যায়।
3 / 8
কিন্তু সাপে কামড়ানোর পর কিছু প্রাথমিক সাবধানতা অবলম্বন করতে হবে এবং দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। তাহলেই প্রাণ বাঁচানো যাবে।
4 / 8
সাপের কামড় খাওয়ার পর অযথা আতঙ্কিত হবেন না। সব সাপ বিষধর হয় না। সাপ ধরতে সময় নষ্ট করবেন না।
5 / 8
সাপে কামড়ানোর পর সাপে কাটা অঙ্গ বেশি নাড়াচাড়া করবেন না। অঙ্গটি স্থির রাখার চেষ্টা করুন।
6 / 8
যেখানে সাপে কামড়েছে সেখানে মোট কাপড় বা ব্যান্ডেজ দিয়ে বেঁধে দিন। তাই বলে খুব কষে বাঁধতে হবে না।
7 / 8
সাপে কাটা জায়গায় কোনও ধরনের মলম লাগাবেন না। বরফ বা ডেটলের মতো জিনিসও লাগানোর দরকার নেই।
8 / 8
সাপে কামড়ানোর পর উপরোক্ত কাজ করে যত দ্রুত সম্ভব হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে। তাহলেই বিপদ থেকে মুক্তি মিলবে।