Puja Room: বাড়ি বা ফ্ল্যাটের কোথায় ঠাকুরঘর বানালে ফিরবে সৌভাগ্য? কোনদিকে ঠাকুর রাখলে হয় অশান্তি?

যেখানেই ঠাকুর রাখুন না কেন, সেই জায়গাটি ঠাকুরঘরের উপযুক্ত কিনা সেটা জানা আছে কি? ঠাকুর রাখার কিন্তু কিছু নিয়ম আছে। বাস্তু মতে যাতে পুজোর প্রভাব সংসারের উপর পড়ে তাই জন্য বেশ কিছু নিয়ম র‍য়েছে।

| Updated on: Jul 29, 2024 | 4:09 PM
বাড়ি হোক বা ফ্ল্যাট অথবা ভাড়া বাড়ি, যেখানেই থাকুন না কেন একটি ঠাকুর ঘর থাকবেই। পুরো ঘর না হলে একটি ছোট ঠাকুর রাখার জায়গা, নিদেনপক্ষে একটি ঘরের একটি তাকে ঠাকুর থাকবেই।

বাড়ি হোক বা ফ্ল্যাট অথবা ভাড়া বাড়ি, যেখানেই থাকুন না কেন একটি ঠাকুর ঘর থাকবেই। পুরো ঘর না হলে একটি ছোট ঠাকুর রাখার জায়গা, নিদেনপক্ষে একটি ঘরের একটি তাকে ঠাকুর থাকবেই।

1 / 8
তবে সে যেখানেই ঠাকুর রাখুন না কেন, সেই জায়গাটি ঠাকুরঘরের উপযুক্ত কিনা সেটা জানা আছে কি? ঠাকুর রাখার কিন্তু কিছু নিয়ম আছে। বাস্তু মতে যাতে পুজোর প্রভাব সংসারের উপর পড়ে তাই জন্য বেশ কিছু নিয়ম র‍য়েছে।

তবে সে যেখানেই ঠাকুর রাখুন না কেন, সেই জায়গাটি ঠাকুরঘরের উপযুক্ত কিনা সেটা জানা আছে কি? ঠাকুর রাখার কিন্তু কিছু নিয়ম আছে। বাস্তু মতে যাতে পুজোর প্রভাব সংসারের উপর পড়ে তাই জন্য বেশ কিছু নিয়ম র‍য়েছে।

2 / 8
বাস্তু মতে জীবনের নানা সমস্যা থেকে মুক্তি পেতে, এবং সার্বিক ভাবে সদা মঙ্গলময় জীবন কাটাতে হলে সঠিক জায়গায় ঠাকুরঘর হওয়া খুব প্রয়োজনীয়।

বাস্তু মতে জীবনের নানা সমস্যা থেকে মুক্তি পেতে, এবং সার্বিক ভাবে সদা মঙ্গলময় জীবন কাটাতে হলে সঠিক জায়গায় ঠাকুরঘর হওয়া খুব প্রয়োজনীয়।

3 / 8
এর সঙ্গেই মাথায় রাখতে হবে আরও একটি জিনিস। তা হল আপনি বাড়িতে  যে দেব বা দেবী অধিষ্ঠাত্রী রয়েছেন, সেই দিক সঠিক কিনা। মনে রাখবেন এক এক দেব দেবীর এক এক ধরনের,মূর্তি বসানোর জন্য রয়েছে এক এক নিয়ম।

এর সঙ্গেই মাথায় রাখতে হবে আরও একটি জিনিস। তা হল আপনি বাড়িতে যে দেব বা দেবী অধিষ্ঠাত্রী রয়েছেন, সেই দিক সঠিক কিনা। মনে রাখবেন এক এক দেব দেবীর এক এক ধরনের,মূর্তি বসানোর জন্য রয়েছে এক এক নিয়ম।

4 / 8
পুজোর জন্য সঠিক দিক হল ঈশান কোণ বা উত্তর-পূর্ব কোণ। শাস্ত্র মতে ঈশান কোণে বৃহস্পতি দেব বিরাজ করেন। তাই পুজো পাঠের জন্য সেই দিক সব থেকে বেশি উপযুক্ত।

পুজোর জন্য সঠিক দিক হল ঈশান কোণ বা উত্তর-পূর্ব কোণ। শাস্ত্র মতে ঈশান কোণে বৃহস্পতি দেব বিরাজ করেন। তাই পুজো পাঠের জন্য সেই দিক সব থেকে বেশি উপযুক্ত।

5 / 8
বাস্তু মতে এই দিকেই কেন ঠাকুর ঘর হওয়া উচিত, তার পিছনে যুক্তি দেওয়া হয়েছে। আমাদের মাথা আমাদের যেভাবে চালনা করে আমরা সেভাবেই চলি। মস্তিষ্ক মানুষের চালক। আবার বাস্তু শাস্ত্র অনুসারে কোনও বাড়ির ঈশান কোণে থাকে বাস্তু পুরুষের মাথা। যদি সেই মাথা ইতিবাচক চিন্তা ভাবনা করে, এবং তার উপর যদি সুপ্রভাব থাকে তাহলেই আমরা জীবনে উন্নতি করতে পারব। তাই উত্তর-পূর্ব দিকে ঠাকুরঘর রাখাই সবচেয়ে ভাল।

বাস্তু মতে এই দিকেই কেন ঠাকুর ঘর হওয়া উচিত, তার পিছনে যুক্তি দেওয়া হয়েছে। আমাদের মাথা আমাদের যেভাবে চালনা করে আমরা সেভাবেই চলি। মস্তিষ্ক মানুষের চালক। আবার বাস্তু শাস্ত্র অনুসারে কোনও বাড়ির ঈশান কোণে থাকে বাস্তু পুরুষের মাথা। যদি সেই মাথা ইতিবাচক চিন্তা ভাবনা করে, এবং তার উপর যদি সুপ্রভাব থাকে তাহলেই আমরা জীবনে উন্নতি করতে পারব। তাই উত্তর-পূর্ব দিকে ঠাকুরঘর রাখাই সবচেয়ে ভাল।

6 / 8
আবার শোওয়ার ঘরে ঠাকুর রাখা উচিত না। তবে যে জায়গার অভাব হলে, বাধ্য হয়ে শোওয়ার ঘরে ঠাকুরঘর রাখতে হয়। সে ক্ষেত্রে প্রত্যেক দিন রাতে শোবার সময় ঠাকু্রের সামনে পর্দা দিয়ে ঢেকে দেওয়া কথা বলা আছে।

আবার শোওয়ার ঘরে ঠাকুর রাখা উচিত না। তবে যে জায়গার অভাব হলে, বাধ্য হয়ে শোওয়ার ঘরে ঠাকুরঘর রাখতে হয়। সে ক্ষেত্রে প্রত্যেক দিন রাতে শোবার সময় ঠাকু্রের সামনে পর্দা দিয়ে ঢেকে দেওয়া কথা বলা আছে।

7 / 8
আবার আপনি যদি বাড়িতে থাকেন তা হলে ঠাকুর ঘর বানানোর সময় মেনে চলুন এই নিয়ম। মনে রাখবেন, বাড়ির ঠাকুরঘরের ঠিক উপরে বা নীচে, অথবা ঠাকুরঘরের পাশেই বাথরুম যেন না থাকে। পুজোর ঘরে অ প্রয়োজনীয় জিনিসপত্র রাখবেন না। এতে ঠাকুরঘরের ইতিবাচক শক্তিতে প্রভাব পড়তে পারে।

আবার আপনি যদি বাড়িতে থাকেন তা হলে ঠাকুর ঘর বানানোর সময় মেনে চলুন এই নিয়ম। মনে রাখবেন, বাড়ির ঠাকুরঘরের ঠিক উপরে বা নীচে, অথবা ঠাকুরঘরের পাশেই বাথরুম যেন না থাকে। পুজোর ঘরে অ প্রয়োজনীয় জিনিসপত্র রাখবেন না। এতে ঠাকুরঘরের ইতিবাচক শক্তিতে প্রভাব পড়তে পারে।

8 / 8
Follow Us: