Hair Fall And Weight Loss: অনেক সময় ওজন কমে যাওয়ার কারণে চুল উঠতে শুরু করে, কেন হয় এমন?

TV9 Bangla Digital | Edited By: শোভন রায়

Feb 07, 2022 | 2:10 PM

ওজন কম করার পরেই দ্রুত চুলও পড়ছে? কেন এমন হয়? কী করলে এর সমাধান পাওয়া যাবে? এই সব কিছু বিস্তারিত জেনে নিন...

1 / 5
আমেরিকান অ্যাকাডেমি অফ ডার্মাটোলজি অনুসারে, প্রতিদিন ৫০-১০০ চুল পড়া স্বাভাবিক। যখন তার চেয়ে বেশি চুল পড়তে থাকে তখন চিকিৎসার পরিভাষায় একে টেলোজেন এফ্লুভিয়াম বলে।

আমেরিকান অ্যাকাডেমি অফ ডার্মাটোলজি অনুসারে, প্রতিদিন ৫০-১০০ চুল পড়া স্বাভাবিক। যখন তার চেয়ে বেশি চুল পড়তে থাকে তখন চিকিৎসার পরিভাষায় একে টেলোজেন এফ্লুভিয়াম বলে।

2 / 5
চুল পড়া একটি গুরুতর সমস্যা যদি এর সঙ্গে সঙ্গে চুলের বৃদ্ধিও বন্ধ হয়ে যায়। তবে ওজনে সামঞ্জস্যে আসার পর চুল পড়া বন্ধ হয়ে যায় এবং চুলের বৃদ্ধি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

চুল পড়া একটি গুরুতর সমস্যা যদি এর সঙ্গে সঙ্গে চুলের বৃদ্ধিও বন্ধ হয়ে যায়। তবে ওজনে সামঞ্জস্যে আসার পর চুল পড়া বন্ধ হয়ে যায় এবং চুলের বৃদ্ধি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

3 / 5
চুল পড়ার বিভিন্ন কারণ রয়েছে, যেমন- ওজন হ্রাস, সন্তানের জন্ম, জ্বর, অস্ত্রোপচার ইত্যাদি।

চুল পড়ার বিভিন্ন কারণ রয়েছে, যেমন- ওজন হ্রাস, সন্তানের জন্ম, জ্বর, অস্ত্রোপচার ইত্যাদি।

4 / 5
কিন্তু চুল ওঠা বা অ্যানাজেন এফ্লুভিয়াম, তখনই শুরু হবে যখন চুলের বৃদ্ধি সঠিকভাবে হবে।

কিন্তু চুল ওঠা বা অ্যানাজেন এফ্লুভিয়াম, তখনই শুরু হবে যখন চুলের বৃদ্ধি সঠিকভাবে হবে।

5 / 5
 চুলের বৃদ্ধির হার ব্যক্তিভেদে পরিবর্তিত হয়। গড়ে বলা হয় এক মাসে চুল আধা ইঞ্চি বেড়ে যায়।

চুলের বৃদ্ধির হার ব্যক্তিভেদে পরিবর্তিত হয়। গড়ে বলা হয় এক মাসে চুল আধা ইঞ্চি বেড়ে যায়।

Next Photo Gallery